1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোটি বছরের গ্র্যান্ড ক্যানিয়ন

৩০ জানুয়ারি ২০১৪

না ৫০/৬০ লক্ষ নয়, বরং কয়েক কোটি বছরের পুরোনো পৃথিবীর গভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন৷ অথচ এর আগে ভূতত্ত্ববিদরা বলেছিলেন যে, গিরিখাতটি ৫০ বা ৬০ লক্ষ বছরের পুরোনো৷ বলা বাহুল্য, এমন একটা তথ্য চমকে দিয়েছে অনেককেই!

USA Shutdown Teilöffnung Zion National Park
ছবি: Reuters

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গ্র্যান্ড ক্যানিয়নের কিছু এলাকা অন্তত সাত কোটি বছরের পুরোনো৷ গিরিখাতটির বয়েস নিয়ে গত প্রায় দেড়শ বছর ধরে বিতর্ক চলছে৷ কলোরাডো নদী এবং এর শাখা-প্রশাখা থেকে কিভাবে এটির জন্ম হলো সে নিয়ে আজও চলছে জল্পনা-কল্পনা৷

যুক্তরাষ্ট্রের জার্নাল নেচার জিওসায়েন্স-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্র্যান্ড ক্যানিয়নের একটি অংশের ৪৪৬ কিলোমিটার এলাকার পাথর সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে সেটার বয়স নির্ধারণ করেছেন তারা৷ গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যাঞ্চলের দুটি এলাকার নাম যথাক্রমে হারিকেন সেগমেন্ট এবং দ্য ইস্টার্ন গ্র্যান্ড ক্যানিয়ন সেগমেন্ট৷ গবেষণায় দেখা গেছে হারিকেন সেগমেন্ট – পাঁচ থেকে সাত কোটি বছর আগে এবং দ্য ইস্টার্ন গ্র্যান্ড ক্যানিয়ন সেগমেন্ট দেড় থেকে আড়াই কোটি বছর আগে সৃষ্টি হয়েছে৷ তবে অন্য দুটি অঞ্চলের বয়স এদের চেয়ে অনেক কম৷ অর্থাৎ, ৫০ থেকে মাত্র ৬০ লক্ষ বছর আগে এদের জন্ম৷

বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা গড়ে ৪ হাজার ফুট, কোথাও কোথাও এর তলদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফিট উপরে এবং বিস্তার ২৯ কিলোমিটার৷

গবেষক দলের প্রধান নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ কার্ল কার্লস্ট্রম জানিয়েছেন, নতুন গবেষণাটি দুটি দিক নির্দেশনা দিয়েছে, একটি হলো বৃদ্ধ গ্র্যান্ড ক্যানিয়ন, যা সাত কোটি বছর আগে সৃষ্টি৷ অপরটি তরুণ ক্যানিয়ন, যার জন্ম ৫০ লাখ বছর আগে৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ