রবিবার ছিল আলফন্সো কুয়ারন-এর স্পেস মুভি ‘‘গ্র্যাভিটি''-র মহরত৷ প্রশংসার ঝড় বয়ে গেছে৷ নায়িকা স্যান্ড্রা বুলকের তিন বছরের দত্তক ছেলে লুইস নিজেকে ‘ডিউড' মনে করে আর মায়ের চাইতে নায়ক জর্জ ক্লুনি-র সঙ্গেই গল্প করতে ভালোবাসে৷
বিজ্ঞাপন
নব্বই-এর দশকে জুলিয়া রবার্টস ও তার পরের দশকে অ্যাঞ্জেলিনা জোলি যা ছিলেন, স্যান্ড্রা বুলক আজ তাই – হলিউডের পয়লা নম্বর অভিনেত্রী ও তারকা৷ ফোর্বসের তালিকায় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বিত্তশালী মহিলাদের মধ্যে বুলক চতুর্দশ স্থানে৷ ২০১২ সালের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনিই হলেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকের অভিনেত্রী: প্রতি ছবির জন্য পান ৮৫ মিলিয়ন ডলার৷
স্যান্ড্রা জার্মানিতেও বিশেষভাবে জনপ্রিয়, কেননা তাঁর মা ছিলেন জন্মসূত্রে জার্মান৷ বাবারও পূর্বপুরুষদের মধ্যে কে নাকি জার্মান ছিলেন৷ স্যান্ড্রা নিজেও মাঝেমধ্যে জার্মান টিভি-র টক শো-তে দু'চার লাইন জার্মান বলে সকলকে মোহিত করে দেন৷
অস্কার বিজয়ীদের কথা
অস্কার কে জিতলো, তা নিয়ে আগ্রহ নেই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর৷ চলুন চটপট সর্বশেষ অস্কার সন্ধ্যার বিজয়ীদের দেখে নেওয়া যাক৷
ছবি: Getty Images
তারকাদের দিকে নজর
লস অ্যাঞ্জেলসের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উৎসবে আবারো তারকাদের ঢল নামলো৷ অস্কার পুরস্কার ঘোষণার আগে থেকেই সেখানে ছিল তাদের ভিড়৷ পৃথিবীর অন্যতম বড় বাৎসরিক অনুষ্ঠান এবং টেলিভিশন ইভেন্ট হচ্ছে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড৷ চলতি বছর অবশ্য একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাওয়ার্ড জয় করেছে আর্গো৷
ছবি: Getty Images
সন্ধ্যাটা বেন অ্যাফ্লেক’এর
অস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে ‘সেরা ছবি’৷ মার্কিন অভিনেতা এবং পরিচালক বেন অ্যাফ্লেক এই পুরস্কারটি গ্রহণ করেছেন৷ ইতিপূর্বে ‘আর্গো’ অবশ্য আরো কয়েকটি সম্মানজনক অ্যাওয়ার্ড জয় করেছে৷ ফলে সেটির অস্কার জয় একরকম নিশ্চিত ছিল৷ ইরান থেকে মার্কিন জিম্মিদের উদ্ধারে সিআইএ’র তৎপরতা নিয়ে তৈরি হয়েছে ছবিটি৷
ছবি: Reuters
তাইওয়ানের জিনিয়াস পরিচালক
৮৫তম অস্কার সন্ধ্যায় আরো একজন বড় বিজয়ী রয়েছেন৷ তাইওয়ানের চলচ্চিত্র নির্মাতা আং লি জয় করেছেন ‘সেরা পরিচালক’ খেতাব৷ ‘লাইফ অফ পাই’ নামক অসাধারণ ছবিটির পরিচালক লি৷ ছবিটি আরো কয়েকটি অস্কার পুরস্কার জয় করেছে৷
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
অস্কার রেকর্ড
আইরিশ অভিনেতা ডানিয়েল ডে লুইস মার্কিন চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে একটি রেকর্ড গড়েছেন৷ তৃতীয়বারের মতো ‘সেরা অভিনেতা’ পুরস্কার জয় করেছেন তিনি৷ স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য এই পুরস্কার জয় করেন তিনি৷ তবে স্পিলবার্গের জন্য অস্কার সন্ধ্যাটা তেমন আনন্দের ছিল না৷ তাঁর ছবি লিংকন ১২টি বিভাগে মনোনয়ন পেলেও, পুরস্কার জয় করেছেন মাত্র দু’টিতে৷
ছবি: Getty Images
শো ইভেন্ট
প্রতি বছরের মতো এবারো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সারা বিশ্বে সম্প্রচার করা হয়েছে৷ অস্কার বিজয়ীরা নিঃসন্দেহে খুশি৷ কেননা, ভবিষ্যতে তাদের জন্য অপেক্ষা করছে আরো লোভনীয় প্রস্তাব৷ তবে এই উৎসবের আয়োজক ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইয়েন্সেস’ বিতর্কের ঊর্ধ্বে নয়৷ অনেকে তাদেরকে ‘সেকেলে’ হিসেবেও আখ্যা দিচ্ছে৷
ছবি: Getty Images
ইউরোপের জন্য অস্কার
অস্ট্রিয়ান পরিচালক মিশায়েল হানেকে চলতি বছর ‘সেরা বিদেশি ভাষায় ছবি’ বিভাগে পুরস্কার গ্রহণ করেছেন৷ এক বর্ষীয়ান ফরাসি দম্পতির গল্প তিনি ফুটিয়ে তুলেছেন ‘লাভ’ ছবিতে৷ এর আগে অস্কারের পাঁচটি বিভাগে মনোনয়ন পায় ছবিটি৷ এটা খানিকটা বিস্ময়করও, কেননা সাধারণত ইংরেজি ভাষার ছবি অস্কারের বেশি প্রাধান্য পায়৷
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
এক নতুন তারকা
অস্কার হলিউডের আকাশে নতুন তারকারও জন্ম দিতে পারে৷ মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স এতকাল ততটা পরিচিত ছিলেননা৷ অস্কারের ‘সেরা অভিনেত্রী’ বিভাগে পুরস্কার জয়ের মাধ্যমে অবশেষে বড় সাড়া ফেললেন তিনি৷ ‘সিলভার লাইনিংস’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জয় করেন লরেন্স৷
ছবি: Getty Images
অস্ট্রিয়ার দ্বিতীয় অস্কার
তাঁর জন্য অস্কার জয় নিয়মিত ঘটনা৷ বলছি অস্ট্রিয়ান অভিনেতা ক্রিস্টফ ভালৎস’এর কথা৷ ২০১০ সালের পর তিনি ‘সেরা সহযোগী অভিনেতা’ হিসেবে দ্বিতীয়বার অস্কার জয় করলেন৷ ভালৎস ক্যারিয়ারের শুরুর দিকে জার্মান টিভির একজন অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন৷ পরবর্তীতে মার্কিন পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো তাঁকে হলিউডে নিয়ে যান এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ায় সহায়তা করেন৷
ছবি: Getty Images
জয়ী অ্যান হ্যথাওয়ে
অভিনেত্রী অ্যান হ্যথাওয়েও এবার অস্কার জয় করেছেন৷ ‘লে মিজেরেবল’ ছবিতে অভিনয়ের জন্য ‘সেরা সহযোগী অভিনেত্রী’ পুরস্কার জয় করেন তিনি৷ এই ছবিটি সম্প্রতি বার্লিনালেতেও দেখা গেছে৷
ছবি: ROBYN BECK/AFP/Getty Images
অস্কার সন্ধ্যায় সমতা রক্ষা
অস্কারের ৮৫তম আসর ছিল বিনোদন আর উত্তেজনায় ভরা৷ অন্যান্য বছরের তুলনায় এবার বেশি ছবি পুরস্কার জয় করেছে৷ বেন অ্যাফ্লেক, আং লি’র পাশাপাশি দুই অস্ট্রিয়ান এবং ব্রিটিশ সংগীত তারকা আডেল জয় করেছেন পুরস্কার৷ ‘স্কাইফল’ ছবিতে গান গেয়ে অস্কার জেতেন আডেল৷
ছবি: Getty Images
10 ছবি1 | 10
অভিনেত্রী হিসেবে স্যান্ড্রা বুলকের খতিয়ান নতুন করে দেওয়ার দরকার নেই৷ তবে ‘‘দ্য ব্লাইন্ড সাইড'' ছবিটির জন্যে ইতিমধ্যেই একবার সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন এবং ‘‘গ্র্যাভিটি'' নিয়ে গুঞ্জরন যদি সত্যি হয়, তবে এ বছর তাঁর আরো একটি অস্কার সংগ্রহ করাটা বোধহয় কেউ আটকাতে পারবে না৷
ছবিতে স্যান্ড্রা একজন নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন৷ মহাশূন্যের আবর্জনা এসে তাঁর মহাকাশযানটি ধ্বংস করার পর তিনি মহাশূন্যেই আটকা পড়েছেন – সেই বিচ্ছিন্নতা, একাকিত্ব এবং বিষাদের ছবিই যেন ফুটে উঠেছে মেক্সিকান চিত্রপরিচালক আলফন্সো কুয়ারনের ফিল্মে৷ ছবিতে বুলকের পাশে নায়ক জর্জ ক্লুনি প্রায় পার্শ্বচরিত্রে পরিণত হয়েছেন বলে শোনা যাচ্ছে৷
ভালো কথা৷ ক্লুনি গোত্রীয় মহানায়কদের গুণই হল এই যে, তারা তেমন তেমন বাঘা নায়িকার সঙ্গে অভিনয় করতে হলে নিজেরা একটু সরে দাঁড়ান৷ কিন্তু স্যান্ড্রা বুলকের দত্তক ছেলে – আদতে কাট্রিনা বিধ্বস্ত নিউ অর্লিন্সের এক কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান – লুইস বার্ডো বুলক ও সব কেতার ধার ধারবে কেন?
তিন বছরের লুইস নিজেকে ‘ডিউড', অর্থাৎ অতিমাত্রায় ‘পুরুষ' বলেই মনে করে৷ আর শুধু ডিউড নয়, রীতিমতো ‘কুল ডিউড'৷ এ কথা জানিয়েছেন স্যান্ড্রা স্বয়ং৷ ‘‘গ্র্যাভিটি''-র সেটে কাজ করার সময় লুইস স্বভাবতই স্যান্ড্রার সঙ্গে থাকতো – কিন্তু থাকতো বলতেই থাকতো৷ মার সঙ্গে থাকতে ওরকম একজন কুল ডিউডের ভালো লাগবে কেন? লুইস চাইতো ওপাশে গিয়ে জর্জ (ক্লুনি), আলফন্সো (কুয়ারন), এই সব ‘গাই'-দের সঙ্গে গপ্পোগাছা করতে৷ মেয়েদের সঙ্গে থাকতে যাবে কোন দুঃখে?
সে কাহিনি শুনিয়েছেন স্যান্ড্রা নিজে: ‘‘লুইস আমাকে এসে বলল, ‘জর্জ আর ওরা কোথায়?' আমি বললাম, ‘আমি জানি না৷' ও বলল, ‘আমার ওদের দরকার'৷'' ইত্যাদি৷ এখানে বলে রাখা দরকার, বুলক আর ক্লুনির বন্ধুত্ব প্রায় বিশ বছরের, যদিও দু'জনে এই প্রথমবার পরস্পরের সঙ্গে অভিনয় করলেন৷ ‘‘গ্র্যাভিটি''-র সেটে দু'জনের ঘনিষ্ঠতা, এমনকি রোমান্স নিয়েও নানা গুজব ছড়িয়েছিল, কিন্তু দু'জনেই তা হেসে উড়িয়ে দিয়েছেন৷