1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে বড় অ্যাওয়ার্ডস শো

১১ ফেব্রুয়ারি ২০১৩

মিউজিক ইনডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাওয়ার্ডস শো হলো এই গ্র্যামি৷ এটা ছিল গ্র্যামির ৫৫তম সংস্করণ৷ পুরস্কার কে পেলেন, তার মতোই বড় প্রশ্ন হল, কে কীরকম নাচ-গান করলেন, এবং সেটা করলেন কী ধরণের সাজগোজ করে৷

Rihanna performs at the 55th annual Grammy Awards in Los Angeles, California, February 10, 2013. REUTERS/Mike Blake (UNITED STATES - Tags: ENTERTAINMENT) (GRAMMY-SHOW)
Grammy Preisverleihung 2013ছবি: Reuters

এবার লস অ্যাঞ্জেলেস-এর স্টেপল্স সেন্টারে গ্র্যামি শো-র উদ্বোধন করলেন টেলর সুইফ্ট, তাঁর হিট সিঙ্গল ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার' গানটি দিয়ে৷ সঙ্গে ছিল সার্কাস সুলভ নাচ ও কসরত৷ পরে যারা গেয়েছেন তাদের মধ্যে রিহানা, স্টিং, অ্যালিসিয়া কিস, জাস্টিন টিম্বারলেক ইত্যাদি পপ সংগীতের নক্ষত্রদের নাম করা যেতে পারে৷ হোস্ট বা সঞ্চালক এলএল কুল জে-র ভাষায় বলতে গেলে: ‘‘ওয়েলকাম টু দ্য গ্রেটেস্ট মিউজিক শো অন আর্থ৷''

পুরস্কার কে পেলেন, তার মতোই বড় প্রশ্ন হল, কে কীরকম নাচ-গান করলেন, কী ধরণের সাজগোজ করেছবি: Reuters

নিউ ইয়র্কের ‘ফান' ত্রয়ী ছ'টি বিভাগে মনোনীত হলেও, শেষমেষ বেস্ট নিউ আর্টিস্ট আর সং অফ দ্য ইয়ার নিয়েই তাদের খুশি থাকতে হয়েছে৷ সং বা গানটি হল, ‘উই আর ইয়াং'৷ ইন্ডি রকার দ্য ব্ল্যাক কি-স রক সংগীতের একাধিক বিভাগে গ্র্যামি পেয়েছে৷ ব্রিটেনের রক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্স অ্যালবাম অফ দ্য ইয়ার-এর পুরস্কার পেয়েছে তাদের ‘‘ব্যাবেল'' অ্যালবামটির জন্য৷

তবে বিশেষ করে নাম করতে হয় অস্ট্রেলিয়ান গায়ক গোটিয়ে-র, যিনি রেকর্ড অফ দ্য ইয়ার থেকে শুরু করে তিনটি গ্র্যামি সংগ্রহ করেছেন, এবং সেজন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের অভিনন্দন কুড়িয়েছেন৷

তবে গ্র্যামির এবার আসল মজা ছিল এই যে, সিবিএস টেলিভিশন আগে থেকেই শিল্পীদের কাছে গোপন চিঠি পাঠিয়ে অতিমাত্রায় উগ্র ও অশালীন সাজ সম্পর্কে সাবধান করে দেয়৷ যথারীতি সে চিঠিও ফাঁস হয়ে যায়৷ দেখা যায়, মূল অনুষ্ঠানে শিল্পীরা, বিশেষ করে মহিলা শিল্পীরা নগ্ন ত্বক বেশি প্রদর্শন করেননি৷ স্বয়ং জে লো, অর্থাৎ জেনিফার লোপেজ তাঁর কালো রঙের অ্যান্থনি ভাকারেল্লো গাউনে শুধু একটি পা ও একটি কাঁধ খালি রেখেছিলেন৷

ভারতের অমর সেতারবাদক রবি শঙ্কর'কে সেরা বিশ্ব সংগীত বিভাগে গ্র্যামি দেওয়া হয় তাঁর ‘‘লিভিং রুম সেসন্স পার্ট টু'' অ্যালবামটির জন্য৷

এসি/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ