1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি তদন্ত

২১ মার্চ ২০১২

বাংলাদেশের সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে হতাশ তাঁদের পরিবারের সদস্যরা৷ এ ঘটনায় আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে তদন্ত রিপোর্ট দাখিলে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ১৮ দিন পর, হাইকোর্ট এই মামলার তদন্ত এবং তার অগ্রগতি রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দেয় তদন্তকারীদের৷ আর এই রিপোর্ট দাখিলে তাদের ২ সপ্তাহ সময় দেয়া হয়৷ কিন্তু ২ সপ্তাহ পার হয়ে গেলেও, তারা আদালেতে তদন্ত রিপোর্ট দাখিল করেনি৷ তাই হাইকোর্টর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বপ্রণোদিত হয়ে আবারো রুল জারি করেছেন৷

মঙ্গলবার ঐ রুলে আগামী ২২শে মার্চের মধ্যে পুলিশের আইজি'কে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে৷ যা সাংবাদিকদের জানান, ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন৷ তিনি জানান, তদন্তকারীরা ২ সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে ব্যর্থ হওয়ায়, তারা তা আদালতে উপস্থাপন করতে পারেন নি৷

এদিকে, এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন রুনির ভাই নওশের রোমান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তাঁদের আশঙ্কা হচ্ছে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে৷ তবে তিনি বলেন, হাইকোর্টের এই আদেশের ফলে যদি প্রকৃত ঘটনা জানা যায় তাহলে তাঁরা খুশি হবেন৷

ছবি: DW

নওশের রোমান জানান, তদন্তের এই দীর্ঘসূত্রিতায় তাঁদের পুরো পরিবার এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ দেরিতে হলেও তাঁরা চান প্রকৃত অপরাধীরা যেন গ্রেফতার হয়৷ তাদের যেন বিচারের মুখোমুখি করা যায়৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাঁদের ঢাকার বাসায় হত্যা করা হয়৷ এরপর একমাসেরও বেশি সময় কেটে গেছে৷ কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ