জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বছরে দুই বার ঘড়ির কাঁটায় পরিবর্তন আনে৷ তবে আগামী বছরের অক্টোবর থেকে ‘ডেলাইট সেভিংস' বা দিনের আলো সংরক্ষণের এই ব্যবস্থা আর রাখতে চায় না ইইউ৷
বিজ্ঞাপন
বিশ্বযুদ্ধ ও গত শতকের সত্তরের দশকে তেল সংকটের সময় জ্বালানি সংরক্ষণ করতে বছরে একবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে এনে, পরে আবার তা পিছিয়ে দেয়া হতো৷ ইইউর দেশগুলোতে ১৯৯৬ সালে আইন করে সেই ব্যবস্থা চালু করা হয়৷ সেই থেকে প্রতিবছর মার্চের শেষ রবিবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়, আর অক্টোবরের শেষ রবিবারে তা আবারও পিছিয়ে আনা হয়৷
এই ব্যবস্থা সম্পর্কে নাগরিকদের মতামত জানতে ইউরোপীয় কমিশন সম্প্রতি একটি অনলাইন জরিপের আয়োজন করেছিল৷ এতে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৪৬ লক্ষ নাগরিক অংশ নেন৷ প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা ঘড়ির কাঁটায় পরিবর্তন আনার পদ্ধতি বাতিলের পক্ষে ভোট দেন৷ উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৩০ লক্ষই ছিলেন জার্মান নাগরিক৷
জরিপের এই ফলাফল দেখে কমিশন ডেলাইট সেভিংস ব্যবস্থা বাতিলের উদ্যোগ নিয়েছে৷ যদিও সমালোচকরা বলছেন, ইইউর মোট জনসংখ্যার একটি সামান্য অংশ জরিপে অংশ নিয়েছিলেন৷
ইইউর পরিবহণ বিষয়ক কমিশনার ভিওলেটা বুলস শুক্রবার জানান, ২০১৯ সালের অক্টোবর থেকে ঘড়ির কাঁটায় পরিবর্তন আনার ব্যবস্থা বন্ধ করা হবে৷
তবে এই সিদ্ধান্ত মানা হবে কিনা, তা প্রতিটি সদস্যরাষ্ট্র ঠিক করবে৷ এজন্য বিষয়টি যার যার সংসদে পাস হয়ে আসতে হবে৷ আগামী এপ্রিলের মধ্যে সব দেশকে এ ব্যাপারে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে৷
আশঙ্কা
সব সদস্যরাষ্ট্র ইইউ'র এই সিদ্ধান্ত না-ও মানতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন৷ সেক্ষেত্রে একেক দেশে একেক সময়ব্যবস্থা চালু হতে পারে৷ ইইউ কমিশনার বুলস আশা করছেন, তাদের এই সিদ্ধান্ত সব দেশ মেনে নেবে৷
রাজনৈতিক কারণে ঘড়ির কাঁটায় হেরফের
সম্পর্ক উন্নত করতে উত্তর কোরিয়া সম্প্রতি আবারও দক্ষিণ কোরিয়ার সঙ্গে একই টাইম জোনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে রাজনৈতিক কারণে এর আগেও কিছু দেশ ঘড়ির কাঁটায় পরিবর্তন এনেছিল৷
১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি চীনে ক্ষমতায় আসার পর পুরো দেশকে এক টাইম জোনের (বেইজিং সময় - জিএমটি/ইউটিসি+ ৮ ঘণ্টা) আওতায় নিয়ে আসে৷ আগে দেশটি কয়েকটি জোনে বিভক্ত ছিল৷ এক জোনে আসার কারণে দেশটির একেবারে পশ্চিমে অবস্থিত শিনজিয়াং রাজ্যের বাসিন্দাদের শরীরের ঘড়ির কাঁটার চেয়ে একটু আগেই ঘুম থেকে উঠতে হয়৷
ছবি: Reuters/China Daily
হিটলারের সঙ্গে সংহতি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিস্কো ফ্রাংকো নিরপেক্ষ (অন্তত কাগজে-কলমে) ভূমিকায় ছিলেন৷ তবে হিটলারের প্রতি সংহতি দেখাতে ফ্রাংকো ১৯৪০ সালে তার দেশের সময়সীমা জিএমটি থেকে পরিবর্তন করে নাৎসি জার্মানির মতো (কেন্দ্রীয় ইউরোপীয় সময়) করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
ছবি: picture-alliance/UPI
এক হওয়ার লক্ষ্যে
জাপান ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরীয় উপত্যকা শাসন করেছে৷ সেই সময় থেকে দুই কোরিয়া জাপানের মতো একই টাইম জোনে ছিল৷ কিন্তু উত্তর কোরিয়া ২০১৫ সালে ঘড়ির কাঁটায় আধ ঘণ্টা পরিবর্তন এনেছিল৷ কারণ হিসেবে তারা ঐ টাইম জোনের সঙ্গে ঔপনিবেশিক জাপানের সম্পর্ক থাকার অভিযোগ এনেছিল৷ তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হওয়ায় উত্তর কোরিয়া আবার জাপানের টাইম জোনে ফিরে গেছে৷
ছবি: picture-alliance/MAXPPP
জাতীয় গর্ব
ছোট্ট দেশ নেপাল৷ প্রতিবেশী বিশাল দেশ ভারতের চেয়ে নিজেদের আলাদা করতে ঘড়ির কাঁটা ভারতের চেয়ে ১৫ মিনিট এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় নেপাল৷ এর ফলে নাগরিকরা নিজেদের পৃথক ভেবে গর্বও অনুভব করতে পারবে বলে মনে করেছে দেশটি৷
ছবি: picture-alliance/blickwinkel/F. Neukirchen
সবচেয়ে বড় পরিবর্তন
২০১১ সালে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়া ঘড়ির কাঁটা ২৪ ঘণ্টা এগিয়ে নেয়৷ এর ফলে দেশটির সময়সীমা এখন অস্ট্রেলিয়ার চেয়ে তিন ঘণ্টা এগিয়ে৷ আগের হিসেবে অস্ট্রেলিয়ার চেয়ে ২১ ঘণ্টা পিছিয়ে ছিল৷ উনবিংশ শতাব্দীর এক রাজা ঐ সময়সীমা প্রবর্তন করেছিলেন৷ দেশকে যুক্তরাষ্ট্রঘেঁষা করতে ঐ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ নতুন সিদ্ধান্তের মাধ্যমে দেশটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চেয়েছে৷
ছবি: picture-alliance/dpa
5 ছবি1 | 5
যাঁরা ডেলাইট সেভিংস বাতিলের পক্ষে, তাঁদের যুক্তি হচ্ছে, এখন স্মার্ট শহর, স্মার্ট ভবন, স্মার্ট সলিউশনসের মতো অত্যাধুনিক প্রযুক্তি চলে এসেছে৷ ফলে এখন নানাভাবে জ্বালানি সংরক্ষণের বিষয়টি চালু আছে৷ তাই ঘড়ির কাঁটায় পরিবর্তন এনে জ্বালানি সংরক্ষণের উপায় এখন সেকেলে হয়ে গেছে৷ তাছাড়া এই পদ্ধতির কারণে অনেকে স্বাস্থ্যগত ও ঘুম সংক্রান্ত সমস্যায় পড়েন বলে তাঁদের অভিযোগ৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার এই পদ্ধতি বাতিলের ভাবনাকে সমর্থন জানিয়েছেন৷