স্মার্টফোনের পর স্মার্টওয়াচ, তারপর স্মার্টগ্লাস৷ এ সবই হলো ‘ওয়্যারেবল', অর্থাৎ ‘পরা যায়', এমন কম্পিউটার৷ এ ক্ষেত্রে নিজের কিংবা পরের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে এ যুগের ডিজিটাল নেটিভরা খুব একটা চিন্তিত নন৷
বিজ্ঞাপন
গুগল-এর স্মার্টগ্লাস, অর্থাৎ চশমার মতো পরা যায়, এমন কম্পিউটার, বিগত কয়েক মাস ধরে আলোড়ন তুলছে৷ বার্লিনের একটি স্টার্ট-আপ কোম্পানির প্রতিষ্ঠাতা ইউলিয়ানে জিলোনকা এই স্মার্টগ্লাস পরীক্ষা করে দেখছেন৷ চশমাটি সরকারিভাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে বিক্রি করা হচ্ছে৷ দাম প্রায় বারোশ' ইউরো৷
স্মার্টগ্লাস টেস্টার ইউলিয়ানে জিলোনকা বলেন, ‘‘ফিল্ড অফ ভিশন খুবই সীমিত৷ গোড়ায় তাতে অসুবিধা হয় – অপরদিকে আমরা পুরোপুরি বিস্মিত হই যে, আমি এখনই যা দেখছি, সঙ্গে সঙ্গে তার ছবি তোলা হয়ে যাচ্ছে৷ আমি আমার জীবনটাকেই ভিডিও করে ধরে রাখতে পারি৷ যতক্ষণ পর্যন্ত ব্যাটারি কাজ করে৷''
ব্যাটারি চার্জটা গুগল চশমার একটা দুর্বলতা বলা চলতে পারে৷ অন্য একটি বড় সমস্যা হলো: ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা! চশমা যিনি পরে আছেন, তিনি সকলের অজ্ঞাতে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিদের ছবি ও ভিডিও তুলতে পারেন৷ যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘চালাক চশমার' ব্যবহার নিয়ন্ত্রিত করা হয়েছে: রেস্তোরাঁ, সিনেমা কিংবা অন্যান্য প্রকাশ্য স্থানে স্মার্ট গ্লাস পরা চলবে না৷ ইউলিয়ানে-র বার্লিনে নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে৷
অ্যাপল-এর ‘স্মার্ট ওয়াচ’
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷
ছবি: Getty Images
অ্যাপল ওয়াচ
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷ সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে এই ঘোষণা দেন৷
ছবি: Reuters/S. Lam
অ্যাপল পে
অ্যাপল-এর নতুন সেবা ‘অ্যাপল পে’ সম্পর্কেও অত্যন্ত আশাবাদী কোম্পানিটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) টিম কুক৷ কুপারটিনো শহরের ফ্লিন্ট সেন্টারে নতুন পণ্য সামগ্রীর মোড়ক উন্মোচনে আয়োজিত ঐ জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানে কুক বলেন, এটা অচিরেই ক্রেতাদের ‘মানিব্যাগের বিকল্প’ হয়ে উঠবে৷
ছবি: Reuters/S. Lam
নতুন অভিযাত্রা
আইপ্যাড-এর পর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’-ই বাজারে অ্যাপল-এর প্রথম নতুন পণ্য৷ অ্যাপল-এর সহ-প্রতিষ্ঠাতা ‘আইগড’ নামে খ্যাত স্টিভ জবসের মৃত্যুর প্রায় তিন বছর পর বাজারে এই স্মার্টওয়াচ ছাড়ার মধ্য দিয়ে কোম্পানিটির নতুন অভিযাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷
ছবি: Getty Images/J. Sullivan
দাম, ৩৪৯ মার্কিন ডলার
‘অ্যাপল ওয়াচ’-এর জন্য নিদেনপক্ষে আইফোন ৫-এর প্রয়োজন হবে৷ অর্থাৎ আইফোন ৩, ৩এস, ৪, ৪এস-এর সঙ্গে এই ঘড়ি চলবে না৷ ঘড়িটির দাম হবে ৩৪৯ মার্কিন ডলার৷ তবে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ঘড়িগুলোর দাম অবশ্য এর থেকে বেশি হবে৷ ‘সোয়েট প্রুফ’ অ্যাপেল ওয়াচ ২০১৫-এর আগে বাজারে ছাড়ার সম্ভাবনা নেই৷
ছবি: Reuters/S. Lam
স্বাস্থ্য সেবা
অ্যাপল-এর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ কিছু অত্যাধুনিক ‘অ্যাপ্লিকেশন’-এর মাধ্যমে স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকারের কাজ করবে৷ বলা বাহুল্য, এই কাজটা অ্যাপেল ওয়াচ করবে আইফোন ৫ অথবা তার থেকে আধুনিক আইফোন-এর সঙ্গে যুক্ত থেকে৷
ছবি: picture-alliance/dpa/J.Taggart
‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’
অক্টোবরে বাজারে আসছে উন্নততর স্ক্রিন রেজোলিউশনসহ আইফোন-এর বড় আকারের নতুন মডেল ‘আইফোন ৬’ এবং ‘আইফোন ৬ প্লাস’৷ ‘আইফোন ৬’-এর আকার ৪.৭ ইঞ্চি এবং ‘আইফোন ৬ প্লাস’-এর আকার ৫.৫ ইঞ্চি৷ বলা বাহুল্য, নানা ধরনের নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধা রয়েছে এই মডেলগুলোতে৷
ছবি: Getty Images/J. Sullivan
পণ্য ব্যবহারেই চমকের উপলব্ধি
দীর্ঘ প্রতীক্ষার পর চমকের পর চমকে ভরা ছিল অ্যাপল-এর এই মহা ধুমধামের আয়োজন৷ তবে আসল চমকগুলোর জন্য মনে হয় ক্রেতাদের এ সব পণ্য ব্যবহারের স্বাদ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই!
ছবি: Getty Images
7 ছবি1 | 7
চালাক ঘড়ি
স্মার্টওয়াচ আজ সর্বত্র৷ এগুলো কাজ করে একটি স্মার্টফোনের সঙ্গে একযোগে৷ ইতিমধ্যে বিশ্বের প্রায় সব বড় ইলেকট্রনিক ভোগ্যপণ্য নির্মাতা স্মার্টওয়াচ বাজারে ছেড়েছেন৷
বার্লিনে ইউলিয়ানে সপ্তাহে দু'বার তাঁর পার্সোনাল ট্রেনার-এর কাছে যান৷ হাতে বাঁধা থাকে ফিটনেস-ট্র্যাকার৷ এই ‘হাতঘড়িতে' পাল্স থেকে শুরু করে, কতোটা কসরৎ করেছেন, তাতে কতো ক্যালরি খরচ হয়েছে, সব কিছু মাপা হতে থাকে৷ পরে অ্যাপ সহযোগে স্মার্টফোনে সেই সব তথ্য বিশ্লেষণ করা চলে৷ এমনকি ঘুমের মধ্যেও ফিটনেস-ট্র্যাকার কাজ করে৷ ইউলিয়ানে বলেন, ‘‘আমার কাছে এই মাপাটাই হলো আসল প্রেরণা, যার মাধ্যমে আমি আমার নিজের সম্পর্কে, আমার শরীর সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারি; দেখতে পারি, আমার আচার-ব্যবহার কী রকম৷ এবং আমি তা ভবিষ্যতের জন্য এখনই বদলে ফেলতে পারি৷''
তবে ‘ওয়্যারেবল' পরলে অনেক ব্যক্তিগত তথ্য নির্মাতা কোম্পানির হাতেও চলে যায়৷