1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবাই ‘চালাক' হচ্ছে!

আক্সেল প্রিমাভেসি/এসি২৬ আগস্ট ২০১৫

স্মার্টফোনের পর স্মার্টওয়াচ, তারপর স্মার্টগ্লাস৷ এ সবই হলো ‘ওয়্যারেবল', অর্থাৎ ‘পরা যায়', এমন কম্পিউটার৷ এ ক্ষেত্রে নিজের কিংবা পরের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে এ যুগের ডিজিটাল নেটিভরা খুব একটা চিন্তিত নন৷

Google Glass Brille Internet
ছবি: REUTERS/Google/Handout

গুগল-এর স্মার্টগ্লাস, অর্থাৎ চশমার মতো পরা যায়, এমন কম্পিউটার, বিগত কয়েক মাস ধরে আলোড়ন তুলছে৷ বার্লিনের একটি স্টার্ট-আপ কোম্পানির প্রতিষ্ঠাতা ইউলিয়ানে জিলোনকা এই স্মার্টগ্লাস পরীক্ষা করে দেখছেন৷ চশমাটি সরকারিভাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে বিক্রি করা হচ্ছে৷ দাম প্রায় বারোশ' ইউরো৷

এমন একটা চশমা হলে মন্দ হয় না, তাই না?ছবি: REUTERS/Google/Handout

স্মার্টগ্লাস টেস্টার ইউলিয়ানে জিলোনকা বলেন, ‘‘ফিল্ড অফ ভিশন খুবই সীমিত৷ গোড়ায় তাতে অসুবিধা হয় – অপরদিকে আমরা পুরোপুরি বিস্মিত হই যে, আমি এখনই যা দেখছি, সঙ্গে সঙ্গে তার ছবি তোলা হয়ে যাচ্ছে৷ আমি আমার জীবনটাকেই ভিডিও করে ধরে রাখতে পারি৷ যতক্ষণ পর্যন্ত ব্যাটারি কাজ করে৷''

ব্যাটারি চার্জটা গুগল চশমার একটা দুর্বলতা বলা চলতে পারে৷ অন্য একটি বড় সমস্যা হলো: ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা! চশমা যিনি পরে আছেন, তিনি সকলের অজ্ঞাতে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিদের ছবি ও ভিডিও তুলতে পারেন৷ যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘চালাক চশমার' ব্যবহার নিয়ন্ত্রিত করা হয়েছে: রেস্তোরাঁ, সিনেমা কিংবা অন্যান্য প্রকাশ্য স্থানে স্মার্ট গ্লাস পরা চলবে না৷ ইউলিয়ানে-র বার্লিনে নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে৷

চালাক ঘড়ি

স্মার্টওয়াচ আজ সর্বত্র৷ এগুলো কাজ করে একটি স্মার্টফোনের সঙ্গে একযোগে৷ ইতিমধ্যে বিশ্বের প্রায় সব বড় ইলেকট্রনিক ভোগ্যপণ্য নির্মাতা স্মার্টওয়াচ বাজারে ছেড়েছেন৷

বার্লিনে ইউলিয়ানে সপ্তাহে দু'বার তাঁর পার্সোনাল ট্রেনার-এর কাছে যান৷ হাতে বাঁধা থাকে ফিটনেস-ট্র্যাকার৷ এই ‘হাতঘড়িতে' পাল্স থেকে শুরু করে, কতোটা কসরৎ করেছেন, তাতে কতো ক্যালরি খরচ হয়েছে, সব কিছু মাপা হতে থাকে৷ পরে অ্যাপ সহযোগে স্মার্টফোনে সেই সব তথ্য বিশ্লেষণ করা চলে৷ এমনকি ঘুমের মধ্যেও ফিটনেস-ট্র্যাকার কাজ করে৷ ইউলিয়ানে বলেন, ‘‘আমার কাছে এই মাপাটাই হলো আসল প্রেরণা, যার মাধ্যমে আমি আমার নিজের সম্পর্কে, আমার শরীর সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারি; দেখতে পারি, আমার আচার-ব্যবহার কী রকম৷ এবং আমি তা ভবিষ্যতের জন্য এখনই বদলে ফেলতে পারি৷''

তবে ‘ওয়্যারেবল' পরলে অনেক ব্যক্তিগত তথ্য নির্মাতা কোম্পানির হাতেও চলে যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ