1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

৫ জানুয়ারি ২০১৩

ভারতে গণধর্ষণের পর চিকিৎসা চলাকালে মারা যাওয়া তরুণীর পুরুষ বন্ধু অবশেষে মুখ খুলেছেন৷ গত ১৬ ডিসেম্বর নতুন দিল্লিতে একটি চলন্ত বাসে তরুণীটি ধর্ষণের শিকার হন৷ সেসময় তাঁর সঙ্গেই ছিলেন এই বন্ধুটি৷

ছবি: dapd

ধর্ষকরা পুরুষ বন্ধুটিকেও বেধড়ক পিটিয়েছে৷

ভারতের বেসরকারি টেলিভিশন ‘জি নিউজ'-কে দেওয়া সাক্ষাৎকারে গণধর্ষণের প্রত্যক্ষদর্শী পুরুষটি জানান, ১৬ ডিসেম্বর রাতে তাদেরকে পিটানো এবং নির্যাতনের পর চলন্ত বাস থেকে ফেলে দেয় ধর্ষকরা৷ এরপর ঘণ্টাখানেক অর্ধ নগ্ন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তারা৷ এসময় সাধারণ জনতা কিংবা পুলিশ - কেউই তাদের সহায়তায় এগিয়ে আসেনি৷

তিনি জানান, মর্মান্তিক এই ঘটনার দু'ঘণ্টা পর তাঁরা হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন৷ নিরাপত্তার স্বার্থে ধর্ষণের শিকার ছাত্রীর বন্ধুর নাম পরিচয় প্রকাশ করা হয়নি৷ জি নিউজকে সেই রাতের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘‘আমার বান্ধবী মারাত্মকভাবে আহত ছিল এবং অঝোরে রক্তপাত হচ্ছিল৷ আমাদেরকে দেখে গাড়ি, অটো-রিকশা এবং সাইকেল আরোহীরা তাদের গতি কমিয়েছিল কিন্তু না থেমে চলে গেছে৷ আমি হাত উচিয়ে অনবরত সাহায্য চেয়েছি৷ যারা আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল, তারা স্থির দৃষ্টিতে আমাদেরকে দেখেছে এবং কি হতে পারে তা নিজেদের মধ্যে আলোচনা করেছে৷ কিন্তু আমাদের সহায়তায় কিছুই করেনি৷''

ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিছবি: picture alliance/abaca

পুলিশ আসার পরও কিছুক্ষণ পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি, জানান গণধর্ষণের শিকার তরুণীর বন্ধুটি৷ তাঁর কথায়, ‘‘তিনটি গাড়িতে করে পুলিশ ঘটনাস্থলে আসে৷ কিন্তু আমাদেরকে সহায়তায় বদলে তাঁরা আমরা পুলিশের কোন দলের আওতাভুক্ত এলাকায় আছি তা নিয়ে তর্ক শুরু করে৷ আমরা একটি অ্যাম্বুলেন্স এবং কাপড়ের জন্য তাদের কাছে আকুতি জানাতে থাকি৷ একসময় তাদের মধ্যে একজন একটি কাপড় ছিঁড়ে আমাকে দেয় এবং আমার বন্ধুকে সেই কাপড় দিয়ে ঢেকে দিতে বলে৷ আমি নিজে তাঁকে রাস্তা থেকে উঠিয়ে ভ্যানে তুলে দিয়েছি৷''

ধর্ষণের প্রত্যক্ষদর্শী পুরুষটি আরো জানান, পুলিশ তাদেরকে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালে না নিয়ে বরং দূরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়৷

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর গণধর্ষণে গুরুতর আহত তরুণীটি ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ মৃত্যুর পূর্বে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মুখোমুখি হন তিনি৷ এমনকি তাঁর অন্ত্রের অংশবিশেষও কেটে বাদ দেওয়া হয়৷ মর্মান্তিক এই ঘটনার পর ভারতসহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে৷ এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনের বিরুদ্ধে ইতিমধ্যে অপহরণ, ধর্ষণ, হত্যা এবং আলামত ধ্বংসের অভিযোগ আনা হয়েছে৷

গণধর্ষণের সঙ্গে জড়িত ষষ্ঠ ব্যক্তি, যে তরুণীকে দু'বার ধর্ষণ এবং সবচেয়ে বেশি নির্যাতন করেছে বলে অভিযোগ, তাকে অল্পবয়স্কদের আদালতে বিচারের মুখোমুখি করা হতে পারে৷

এআই/জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ