1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরেই সূর্যের আলো

কার্লা ব্লাইকার/এসিবি২ জুলাই ২০১৪

স্ত্রীকে নিয়ে কেনাকাটায় গিয়ে মুশকিলে পড়তেন ভল্ফগাং শ্নিক৷ কাপড়ের রং বুঝতে স্ত্রী চলে যেতেন দোকানের বাইরে, সূর্যের আলোয় দেখতে৷ এখন অবশ্য ভল্ফগাং খুব খুশি৷ কারণ এতদিনে বৈদ্যুতিক বাতিতে সূর্যের উজ্জ্বলতা এসেছে৷

Deutscher Zukunftspreis LED Licht
ছবি: Deutscher Zukunftspreis/Ansgar Pudenz

ভল্ফগাং শ্নিক জার্মানির এক রসায়নবিদ৷ মিউনিখ শহরের লুডভিগ-মাক্সিমিলিয়ান্স বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ও তাঁর সহকর্মীরা একরকম অসাধ্যই সাধন করেছেন কয়েকদিন আগে৷ এলইডি বাল্বে প্রায় সূর্যের আলোর উজ্জ্বলতা নিয়ে এসেছেন তাঁরা৷

‘লাইট এমিটিং ডায়ডস' বা এলইডি বাল্বের একটা সীমাবদ্ধতা হলো, এ ধরণের বাতি শুধু একটা রং-ই নির্গমন করে৷ ফলে আলোয় থাকে একটা লাল আভা৷ অথচ মানুষ সাধারণত যখন বই পড়ে, কাপড় পছন্দ করে, কিংবা আয়নায় নিজের চেহারা দেখে, তখন সাদা আলোতেই দেখতে ভালোবাসে৷ আর সাদা আসলে অনেক রঙের সমাহার৷ ফলে একটু লালাভ এবং সেই লাল আভার কারণে সূর্যের আলোর চেয়ে কম উজ্জ্বল আলো বিশেষ বিশেষ পরিস্থিতিতে সবার কাছে খুব একটা পছন্দের নয়৷ অথচ ২০০২ সালে ইনক্যানডেসেন্ট ল্যাম্প বা ভাস্বরদীপ নিষিদ্ধ করার পর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাজার এলইডি বাল্বে সয়লাব৷

এ ধরণের বাতির বড় সুবিধার দিকও আছে৷ এলইডি, এনার্জি সেভিং, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের মতো জ্বলতে সময় নেয় না৷ তার ওপর গরম হওয়ার সময় না নিয়ে, সুইচ টেপা মাত্রই এই বাল্ব জ্বলে ওঠে বলে ভোক্তাদের কাছে সমাদৃতও হয়ে আসছে এলইডি৷

ভল্ফগাং শ্নিকছবি: Deutscher Zukunftspreis/Ansgar Pudenz

ভবিষ্যতে সমাদর আরো বাড়বে বলেই আশা করছেন ভল্ফগাং শ্নিক৷ তিনি এবং লুডভিগ-মাক্সিমিলিয়ান্স বিশ্ববিদ্যালয়ে তাঁর কয়েকজন সহকর্মী গবেষক এলইডি বাল্বের জন্য এমন এক উপাদান আবিষ্কার করেছেন, যার সহায়তায় লাল আভা বলতে গেলে আর থাকেই না৷ ফলে এলইডি বাল্বের আলোয় কাপড় তো অবশ্যই, অন্য সব কিছুই প্রকৃত রঙে দেখতে আর অসুবিধে হবে না৷

ডয়চে ভেলেকে ভল্ফগাং শ্নিক জানান, তিনি এবং তাঁর সহকর্মীরা নতুন ধরণের এক লুমিনফোর আবিষ্কার করেছেন আর সে কারণেই এলইডি-র আলো হয়ে উঠেছে অনেক বেশি উজ্জ্বল৷ শ্নিক জানান, এলইডি বাল্বে এই গুণগত পরিবর্তন আনার জন্য গত কয়েক বছর ধরেই ফিলিপস লুমিলেডস ডেভেলপমেন্ট সেন্টারের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছিলেন তাঁরা৷ সে কাজে প্রত্যাশিত সাফল্য এসেছে৷ ভল্ফগাং শ্নিক বলেন, ‘‘(উজ্জ্বলতা হিসেব করে) সূর্যের আলোকে যদি ১০০ দেয়া হয়, সেই তুলনায় এখনকার এলইডি বাল্বের উজ্জ্বলতা ৮০ ভাগ৷ আমাদের উদ্ভাবিত নতুন এই লুমিনেসেন্ট উপাদান উজ্জ্বলতা ৯০ ভাগেরও ওপরে নিয়ে গেছে৷'' ভল্ফগাং শ্নিকদের এই নতুন এলইডি বাল্ব এখন শুধু বাজারে আসার অপেক্ষায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ