1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঘরের বাইরে বের হচ্ছি না’

৩০ জানুয়ারি ২০২০

চীনের উহান শহর থেকে টেলিফোনে ডয়চে ভেলে বাংলাকে এ কথা জানিয়েছেন সেখানে অধ্যয়নরত মো. আবির শাহীদ চৌধুরী৷ তিনি জানান, খুব প্রয়োজন ছাড়া ঘর হতে বের হচ্ছেন না কেউ৷

China Abir Shahid Chowdhury in Wuhan
ছবি: Privat

তবে কোনো বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর জানেন না বলে জানিয়ছেন তিনি৷ ‘‘এখন পর্যন্ত কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুনিনি৷ হলে অন্তত গ্রুপের মাধ্যমে জানতে পারতাম,'' টেলিফোনে ডয়চে ভেলেকে বলেন এই শিক্ষার্থী৷

আবির বলেন, সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ‘উইচ্যাট'-এর একটি গ্রুপে বাংলাদেশি শিক্ষার্থীরা যু্ক্ত আছেন৷ সেই গ্রুপে চীনে বাংলাদেশের দূতাবাসের কোনো কোনো কর্মকর্তাও আছেন৷

তবে স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্ক আছে বলে জানান তিনি৷ ‘‘অনেক খবরে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেভাবে হয়তো আতঙ্কিত হবার কিছু নেই৷ তবে আতঙ্ক তো কিছুটা আছেই৷ বিশেষ করে যারা পরিবার নিয়ে থাকেন এবং পরিবারে শিশু আছে, তাদের ঝুঁকিও বেশি, আতঙ্কও বেশি৷''

তাদের দেশে ফেরত আনার ব্যাপারে যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, দূতাবাস চেষ্টা করছে৷

‘‘অ্যাম্বেসি স্টুডেনটদের তালিকা করে নিয়েছে৷ এদের মধ্যে যারা ফিরে যেতে চান তাদেরও তালিকা করা হয়েছে,'' জানান তিনি৷ আবির বলেন, ‘‘দূতাবাস সাধ্যমত চেষ্টা করছে৷ তবে শুধু তারা চাইলে হবে না৷ চাইনিজ সরকারকেও চাইতে হবে৷ দুপক্ষের সম্মতিতে হতে হবে৷ তাই সময় লাগতেও পারে৷''

মো. আবির শাহীদ চৌধুরী

This browser does not support the audio element.

তাই কবে দেশে ফেরত যাওয়া যাবে তা জানতে পারেননি তিনি৷

উহান শহর পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে আবির বলেন, ২২ জানুয়ারি থেকে কেউ এখানে আসতে বা এখান থেকে যেতে পারছে না৷ স্থানীয়ভাবে একটি বিশেষ হটলাইনের ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘‘একটি বিষয়ে আমি যোগাযোগ করেছিলাম৷ তখন ফেরত যাওয়ার ব্যাপারে আমাকে হটলাইনে জানানো হয়েছে, তোমার অ্যাম্বেসি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে৷ ট্রান্সপোর্টেশন তোমাদের ম্যানেজ করতে হবে৷''

তবে খাবার সংকট বা ভুতুড়ে পরিবেশের বিষয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এটা পুরোপুরি সঠিক নয়৷

‘‘চংপাই নামের একটি সুপারশপ খোলা রাখা হয়েছে সরকারি নির্দেশে৷ আমার এলাকায় আরো দু'একটি খোলা আছে৷ বিশ্ববিদ্যালয়গুলোর ক্যান্টিনগুলো খোলা রাখা হয়েছে৷ সেখানে কোথাও দু'বেলা, কোথাও তিন বেলা খাবার পাওয়া যাচ্ছে,'' আবির ব্যাখা করেন৷

শহরের পরিবহণব্যবস্থা বন্ধ রাখা হয়েছে জানিয়ে আবির বলেন, তবে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য বিশেষ ট্যাক্সি ব্যবস্থা রাখা হয়েছে৷

আবির ২০১৪ সেপ্টেম্বর থেকে চীনে রয়েছেন৷ উহানে চায়না ইউনিভার্সিটি অফ জিওসায়েন্স পিএইচডি করছেন তিনি৷

‘‘উহানকে সিটি অফ এডুকেশন বলতে পারেন৷ আনুমানিক পাঁচশ' বাংলাদেশি স্টুডেন্ট এখানে আছে৷ তারা ব্যাচলর, মাস্টার্স, পিএইচডি, পোস্টডক করছেন,'' বলেন আবির৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ