হন্তদন্ত হয়ে তাঁকে বাড়ি ফিরতে দেখে আরেকজন আবার যারপরনাই বিস্মিত৷ জানতে চাইলেন, কী হয়েছে?
তিনি জবাব কী দিয়েছিলেন, পরিষ্কার শোনা না গেলেও বাড়ির বাইরে থাকা নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়লো আতঙ্কের কারণ৷ আসলে বিড়ালের মতো দেখতে স্কংকদের এক পরিবার নিজেদের মতো করে এগিয়ে আসছিল৷ হঠাৎ তাদের দেখে ভয়ে আৎকে উঠেছেন বাড়ির মালিক৷
স্কংকরা অবশ্য কোনো ধরণের বিপজ্জনক আচরণ করেনি৷ ভিডিওতে দেখা গেছে, পুরো দল যেভাবে এসেছিল সেভাবেই হেঁটে চলে গেছে৷ একবার মালিকের দিকে ফিরেও তাকায়নি!
এআই/এসিবি
মানুষ পশু শুধু শখ করে পোষেই না, অনেকে নানা ধরনের পশুর মাংস খায়, পশুকে কৃষিকাজে ব্যবহার করে আবার অনেকে বিভিন্নরকম পশু নিয়ে মেতে উঠে উৎসবে৷ ছবিঘরে থাকছে কিছু সেরকমই পশু-উৎসবের কথা৷
ছবি: picture-alliance/dpa/N. Sangnakছবিটি দেখে মনে হতে পারে কুকুরটি আহত, তার শরীর থেকে রক্ত ঝরছে৷ আসলে কুকুরের গায়ে মানুষের ভালোবাসার রং৷ বিশ্বের অনেক দেশে অনেক মানুষই কুকুর পোষেন৷ কিন্তু কুকুরকে নেপালের মানুষের মতো আর কেউ এত ভালোবাসেন কিনা সন্দেহ৷ নেপালে প্রতিবছর পালিত হয় দিওয়ালির একটা দিন থাকে শুধু কুকুরদের জন্য৷ সেদিন এমনকি রাস্তার কুকুরকেও এভাবে সাজিয়ে, ভালো খাবার দিয়ে ধন্যবাদ জানায় নেপালের মানুষ৷ উৎসবটির নাম ‘তিহার’৷
ছবি: picture-alliance/dpa/Narendra Shresthaথাইল্যান্ডে ১৯৮৯ সাল থেকে চলে আসছে এমন এক উৎসব, যেখানে গণমান্য অতিথির আসনে বসে থাকে অন্তত ৩০০০ বানর৷ বসে বসে তারা খুব মজা করে ৪০০০ কিলোগ্রাম খাবার খায়৷ সেই খাবারের মধ্যে থাকে নানা ধরনের ফল, শাকশবজি, কেক আর মিষ্টি৷ থাইল্যান্ডের লোপবুরি রাজ্যে হয় এই উৎসব৷ উৎসবটি আয়োজন করা হয় মূলত পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে৷
ছবি: picture-alliance/dpa/N. Sangnakহ্যাঁ, চীনের ইউলিন শহরে প্রতি বছর এমনই এক উৎসব হয়৷ সেখানে ১০ দিনের উৎসবে মূলত লিচু আর কুকুরের মাংস খেতেই যান সবাই৷ প্রতি বছর আনুমানিক ১০ হাজার কুকুরকে মানুষের খাবার হতে হয়৷ প্রাণী অধিকার সংরক্ষন সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও উৎসবটি নিয়মিতই হচ্ছে৷
ছবি: Reuters/K. Kyung-Hoonস্পেনে ষাঁড়ের লড়াই হয় উৎসবের আমেজে৷ নামে ‘ষাঁড়ের লড়াই’ হলেও লড়াইটা হয় আসলে ষাঁড়ের সঙ্গে মানুষের৷ মানুষের কাজ হলো, ষাঁড়কে চটিয়ে খুঁচিয়ে মারা৷ একজন মানুষ একটি ষাঁড়কে খুঁচিয়ে খুঁচিয়ে মারে আর অন্যরা তা সানন্দে দেখে৷ প্রাণী অধিকার সংগঠনগুলো অনেক বছর ধরেই এই খেলাও নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে৷ সম্প্রতি স্পেনের দু’টি অঞ্চলে নিষিদ্ধ হয়েছে ‘ষাঁড়ের লড়াই’৷
ছবি: picture-alliance/dpa/J. Etxezarretaএটি হিন্দুদের ধর্মীয় উৎসব৷ প্রধানত ভারতেই পালিত হয় প্রতি বছরের জুন বা জুলাই মাসে৷ ১৩০ বছর ধরে চলে আসছে এ উৎসব৷ এ উৎসবের প্রধান আকর্ষণ রথ এবং ১৮ থেকে কুড়িটি রঙে রাঙানো হাতি৷ হাতির পিঠে চড়ে বসেন পূণ্যার্থীরা৷ রথ এবং হাতি এলাকা প্রদক্ষিণ করে৷ এই উৎসবটি মূলত ‘রথযাত্রা’ নামে পরিচিত৷
ছবি: picture-alliance/AP/Ajit Solankiকাতারে অনুষ্ঠিত হয় বাজপাখি ওড়ানো ও শিকারের আন্তর্জাতিক উৎসব৷ আয়োজকদের দাবি অনুযায়ী, তরুণদের বাজপাখি রক্ষায় উদ্বুদ্ধ করতেই বাজপাখি উড়িয়ে শিকারের এই প্রতিযোগিতা আয়োজন করা হয়৷ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়৷
ছবি: picture-alliance/epa/N. Bothmaএ সপ্তাহেই তুরস্কের সেলকুকে শুরু হলো বার্ষিক উটের লড়াই৷ এ লড়াইয়ে অংশ নেয় শতাধিক উট৷ এটি তুরস্কের প্রায় ২৪০০ বছরের প্রাচীন ঐতিহ্য৷ এই প্রতিযোগিতা বন্ধেরও দাবি উঠেছে৷ তবু চলছে এ উৎসব৷
ছবি: Reuters/M. Sezer