1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরের বাইরে যা দেখে আঁতকে উঠলেন তিনি

১৯ জুন ২০১৭

ভোরবেলা বেরিয়েছেন বাড়ি থেকে৷ সবকিছু ঠিকঠাকই ছিল৷ কিন্তু হঠাৎ এক দৌড়ে দরজায় ফিরলেন তিনি৷ কেন?

ছবি: Jeff J Mitchell/Getty Images

হন্তদন্ত হয়ে তাঁকে বাড়ি ফিরতে দেখে আরেকজন আবার যারপরনাই বিস্মিত৷ জানতে চাইলেন, কী হয়েছে?

তিনি জবাব কী দিয়েছিলেন, পরিষ্কার শোনা না গেলেও বাড়ির বাইরে থাকা নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়লো আতঙ্কের কারণ৷ আসলে বিড়ালের মতো দেখতে স্কংকদের এক পরিবার নিজেদের মতো করে এগিয়ে আসছিল৷ হঠাৎ তাদের দেখে ভয়ে আৎকে উঠেছেন বাড়ির মালিক৷ 

স্কংকরা অবশ্য কোনো ধরণের বিপজ্জনক আচরণ করেনি৷ ভিডিওতে দেখা গেছে, পুরো দল যেভাবে এসেছিল সেভাবেই হেঁটে চলে গেছে৷ একবার মালিকের দিকে ফিরেও তাকায়নি!

এআই/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ