1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরে বসেই আপনিও হতে পারেন সুপারস্টার

১৯ মার্চ ২০১৩

মেধা এবং ইচ্ছে থাকলে আপনিও হতে পারেন সুপারস্টার৷ যে কাজেই সৃজনশীলতা এবং দক্ষতা আছে তার ছোট্ট একটি নমুনা তুলে দিন ইউটিউবে৷ তারপর অপেক্ষা করুন৷ ঘরে বসেই পেয়ে যাবেন হঠাৎ তারকা হয়ে যাবার সুখবর, হাতে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা!

ছবি: picture-alliance/dpa

অস্ট্রেলিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বেলজিয়াম, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ব্রিটেন, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইসরায়েল, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, ক্যানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা এবং ব্রাজিল – এই ২৬টি দেশের যে কোনো একটিতে বসবাস করছেন? তাহলে আগামী বছরই আপনার জন্য এমন সুযোগ নিয়ে আসছেন সাইমন কাওয়েল৷

‘দ্য এক্স ফ্যাক্টর' এবং ‘গট ট্যালেন্ট'-এর মতো প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব এবার পা রাখছেন টেলিভিশনের বাইরে৷ গত বছরই তিনি দেখেছেন তাঁর প্রতিটি অনুষ্ঠান জনপ্রিয় হয়ে ওঠার পেছনে ইউটিউবের ভূমিকা দিন দিন বাড়ছে৷ কোনো অনুষ্ঠানের ভালো লাগা একটা অংশ কেউ একজন ইউটিউবে আপলোড করে দিলেন, তা দেখতে হুমড়ি খেয়ে পড়লেন অন্যরা৷ ইউটিউবে দেখে যাঁদের ভালো লাগে, তাঁদের অনেকে আবার সময় বের করে টিভির সামনে বসে পড়েন সেই অনুষ্ঠান দেখতে৷ এ বিষয়টা লক্ষ্য করার পর থেকেই নতুন একটা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার কথা ভাবছিলেন সাইমন কাওয়েল৷ প্রায় এক বছর সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ অনেকটা এগিয়ে সোমবার দিলেন ঘোষণা – তাঁর নিজের প্রতিষ্ঠান সাইকো এন্টারটেইনমেন্ট আগামী বছরই শুরু করবে ইউটিউবের মাধ্যমে প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান৷

সাইমন কাওয়েলছবি: AP

সোনি মিউজিককে সাথে নিয়ে সাইকো এন্টারটেইনমেন্টের এই আয়োজনে অংশ নেবেন ২৬টি দেশের মানুষ৷ এই প্রতিযোগিতার জন্য একটা ইউটিউব চ্যানেল করে ফেলেছেন সাইমন কাওয়েল৷ চ্যানেলের নাম ‘দ্য ইউ জেনারেশন'৷ সংগীত, মেকআপ, রান্না-বান্নাসহ বেশ কিছু ক্যাটাগরিতে হবে এ প্রতিযোগিতা৷ কাজ খুব সহজ – যে কাজটা খুব ভালো পারেন বলে আপনি মনে করেন, সেই কাজই ভিডিও ক্যামেরার সামনে করে রেকর্ড করুন, তারপর সেই ভিডিও তুলে দিন ‘দ্য ইউ জেনারেশন'-এ৷ আপনার কাজ বিচারকদের বেশি পছন্দ হলে নগদ টাকা তো পাবেনই, সেই সঙ্গে পেয়ে যাবেন ফাইনালের টিকিট৷ এভাবে দু সপ্তাহ পর পর মোট ২৬ বার হবে এ প্রতিযোগিতা৷ সেখান থেকে একজন করে বেছে নিয়ে ফাইনাল৷ ফাইনালে যিনি সবার সেরা হবেন ‘দ্য ইউ জেনারেশন'-এর তাঁকেই দেবে বিশ্বতারকার স্বীকৃতি৷

জাস্টিন বিবার ইউটিউবে একটা ভিডিও তুলে দেয়ার ৫ বছরের মধ্যে কত বড় তারকা দেখছেন তো! প্রতিভা থাকলে আপনাকেই বা ঠেকায় কে! বাংলাদেশসহ ওই ২৬টির বাইরের দেশগুলোতে যাঁরা আছেন তাঁদেরও ভাবনার কিছু নেই৷ ‘দ্য ইউ জেনারেশন' আপনার দেশকে প্রতিযোগিতায় না নিলেই বা কি, ক'দিন পর দেশের অন্য কোনো প্রতিষ্ঠান যে এ ধরনের প্রতিযোগিতা শুরু করে দেবেন এ নিয়ে বাজি ধরতে পারেন৷ ‘দ্য অ্যামেরিকান আইডল', ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়ানেয়ার' প্রথমে শুরু হয়েছিল কোথায় আর তারপর কোন দেশে একই আদলে অনুষ্ঠান হয়নি আপনিই বলুন!

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ