1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরে বসেই শ্যুটিং, করোনা সংকট নিয়ে ছবি

১১ এপ্রিল ২০২০

করোনা আতঙ্ক নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের ছবি৷ বাড়ি বসেই অভিনয় করছেন বিখ্যাত অভিনেতারা৷ উদ্দেশ্য, টালিগঞ্জের কলাকুশলীদের পাশে দাঁড়ানো৷

Smartphone Handy Telefon
ছবি: picture-alliance/blickwinkel/McPhoto/C. Ohde

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র থেকে ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত একটা বড় অংশের মানুষ থেকে যান পর্দার আড়ালে৷ এই কলাকুশলীদের অধিকাংশ প্রাত্যহিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন৷ করোনার সংক্রমণ রুখতে লকডাউন চলায় বন্ধ রয়েছে সব ধরনের শ্যুটিং৷ এর ফলে কর্মহীন অবস্থায় বাড়িতে বসে থাকতে হয়েছে কলাকুশলীদের৷ তাদের আর্থিক সাহায্য দিতে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরির পরিকল্পনা নিয়েছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা৷ পরিচালনায় অরিন্দম শীল৷ তাঁর সঙ্গে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত৷

দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের নিয়ে মেগাস্টার অমিতাভ বচ্চনকে সামনে রেখে তৈরি একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে৷ ভিডিওতে টেকনিশিয়ানদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে৷ এটি দেখে বাংলার কলাকুশলীদের জন্য ছবি তৈরির কথা মাথায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ করোনার আবহে তিনি একটি গানও রচনা করেছেন৷ গানের প্রথম লাইন ‘ঝড় থেমে যাবে একদিন'৷ সঙ্গীতশিল্পী কবীর সুমনের সঙ্গে মোবাইলে বার্তা আদানপ্রদানের সময় এই গানটির কথা বলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায় সুরারোপ করেন সুমন৷ সেই গান হয়ে উঠেছে স্বল্পদৈর্ঘ্যের ছবিটির অনুপ্রেরণা৷ ছবির নাম ‘ঝড় থেমে যাবে একদিন'৷

সকলে বাড়িতে বসেই শ্যুটিং করছে: পরাণ

This browser does not support the audio element.

এই ছবিতে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নুসরত জাহান, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্রসহ টলিউডের নামজাদা শিল্পীরা৷ লকডাউন চলাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে শ্যুটিং করা যাচ্ছে না৷ তাহলে কীভাবে তৈরি হচ্ছে এই ছবি? প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘চিত্রনাট্য তৈরি করে প্রত্যেকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সকলে বাড়িতে বসেই শ্যুটিং করছে৷ আমার অংশগুলি ছেলে মোবাইলে তুলে দিয়েছে৷ আমি শুধু ওকে বলে দিয়েছি আলো এবং ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে৷'' একইভাবে প্রসেনজিৎ থেকে কোয়েল, সবাই বাড়িতে কাউকে দিয়ে শ্যুট করিয়ে ছবি পাঠিয়ে দিচ্ছেন৷ বাকি কাজ পরিচালকের৷ পরাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমি সপরিবার বাড়িতে আটকে রয়েছি৷ এই পরিস্থিতিতে সেটাই কর্তব্য৷ এখনকার ঘটনাক্রম যেমন অভূতপূর্ব, তেমনই নতুন এভাবে ছবি তৈরির অভিজ্ঞতা৷ অতীতে কখনো এই পদ্ধতিতে শ্যুটিং করার প্রয়োজন হয়নি৷''

ছবির কাহিনিতে তুলে ধরা হয়েছে করোনা ভাইরাসের ফলে উদ্ভূত সংকটকে৷ বৃদ্ধ বাবা ও মেয়ে হঠাৎ লকডাউনের জেরে আটকে পড়েছেন ভিন্ন জায়গায়৷ একে অপরের সঙ্গে দেখা করতে পারছেন না৷ এই দূরত্বের ফলে সংকট ঘনীভূত হয়৷ দু'জনই প্রচণ্ড উদ্বেগের মধ্যে পড়েন৷ প্রশাসন ও চিকিৎসকের সাহায্য পান তাঁরা৷ ছবির শেষে পিতা ও কন্যার সাক্ষাৎ৷ সঙ্গে বার্তা, করোনা রুখতে থাকতে হবে ঘরেই৷ মেনে চলতে হবে সামাজিক দূরত্ব৷ মিনিট দশেকের এই ছবির সম্পাদনার কাজ চলছে জোরকদমে৷ পরিচালক অরিন্দম শীলের কাছে একের পর এক ফুটেজ আসছে অভিনেতা-অভিনেত্রীদের৷ তিনি ছবিকে চূড়ান্ত রূপ দিচ্ছেন৷ পরিচালক জানিয়েছেন, এই ছবির মাধ্যমে বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন রাখা হবে৷ সেই সংস্থাগুলির লোগো ব্যবহার করা হবে ছবিতে৷ অর্থের পুরোটাই তুলে দেওয়া হবে কলাকুশলীদের হাতে৷

মুখ্যমন্ত্রীর ভাবনায় এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করছেন কলাকুশলীরা৷ ইতিমধ্যে তাঁদের হাতে অর্থ তুলে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে৷ গড়ে উঠেছে একাধিক তহবিল৷ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-র সাধারণ সম্পাদক অপর্ণা ঘটক বলেন, ‘‘টেকনিশিয়ানরা কষ্টে আছেন৷ চুক্তির ভিত্তিতে তাঁরা কাজ করেন৷ তাই মুখ্যমন্ত্রী ও টলিউডের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ