1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করুন: শেখ হাসিনা

২৪ মে ২০২০

স্বাভাবিক সময়ের মত উদযাপন না করে এই বছরে ঈদে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যতদিন সংকট না কাটবে ততদিন সরকার মানুষের পাশে থাকবে বলে উল্লেখ করেছেন তিনি৷

ফাইল ছবিছবি: government's press department

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেন৷ তিনি বলেন, ‘‘করোনা ভাইরাস প্রতিরোধে এ বছর সকল ধরনের গণ-জমায়েতের উপর বিধিনিষেধ আরোপের ফলে স্বাভাবিক সময়ের মতো এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না৷ ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা নেওয়া হয়েছে৷’’

সবাইকে ঘরে বসে ঈদ আনন্দ উপভোগের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘এ বছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজখবর নেব৷’’

প্রধানমন্ত্রী বলেন, ঈদের আগে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য নিয়মনকানুন মেনে কিছু কিছু দোকানপাট খোলার অনুমোদন দিয়েছে সরকার৷ এক্ষেত্রে সবাই যাতে নিজেকে সুরক্ষিত রাখেন এবং ভিড় এড়িয়ে চলেন সেই আহবান জানিয়েছেন তিনি৷ ‘‘আপনার সুরক্ষা আপনার হাতে৷ মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশী সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে,’’ বলেন শেখ হাসিনা৷

সংকটকালে দরিদ্রদের পাশে থাকার জন্য ধনীদের প্রতি তিনি আহবান জানান৷ বলেন, ‘‘এই দুঃসময়ে আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না৷আপনার যেটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান৷ তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন৷’’

শেখ হাসিনা বলেন, ‘‘আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা করোনা ভাইরাস পরিস্থিতির আড়াই মাস অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করতে সমর্থ হয়েছি৷ যতদিন না এই সঙ্কট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ৷’’

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ