ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে টেক্সাস, হিউস্টনসহ যুক্তরাষ্ট্রের বেশকিছু এলাকায় তলিয়েছে রাস্তাঘাট৷ বাড়িঘরে ঢুকেছে পানি, বন্ধ হয়ে গেছে যান চলাচল৷ তবে ভয়াবহ অবস্থাকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন কেউ কেউ৷ এই গল্প তাঁদের জন্যই৷
বিজ্ঞাপন
নিজের বাসায় বসে মাছ ধরতে শুনেছেন কাউকে? তাও বড়শি বা জাল দিয়ে নয়, রীতিমতো লাফিয়ে-ঝাঁপিয়ে, খালি হাতে৷ এমন একটি ঘটনার ভিডিও ফেসবুক ও টুইটারে শেয়ার করেছেন টেক্সাসের বাসিন্দা ভিভিয়ানা সালডানা৷ ভিডিওতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে ভিভিয়ানার বাড়িতেও পানি ঢুকে পড়েছে৷
কিন্তু তাতে কি! পানিভর্তি ঘরেই ভিভিয়ানার বাবা খালি গায়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন পানিতে৷ কিছুক্ষণ পরেই বোঝা গেলো এর উদ্দেশ্য৷ পানিতে সাঁতরে বেড়াচ্ছে জীবন্ত এক মাছ৷
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছোট আকারে তিনটি ভিডিও শেয়ার করেছেন ভিভিয়ানা৷ এর প্রথম দু'টিতে ভিভিয়ানার বাবাকে দেখা যায় ব্যর্থ হতে৷ প্রতিবারই অট্টহাসিতে ফেটে পড়ছিলেন ভিভিয়ানা৷ তবে ঘরের পানিতে মাছের অবস্থানও দেখিয়ে দিচ্ছিলেন বাবাকে৷
অবশেষে তৃতীয়বার সফল হন তিনি৷ হাতে ওঠে আসে জ্যান্ত এক মাছ৷ এটি ঠিক কী মাছ ছিল, আর ধরা পড়ার পর তার ভাগ্যে কি-ই বা ঘটলো, তা অবশ্য আর জানা যায়নি৷
ভিডিও শেয়ার করে ভিভিয়ানা বলছেন, ‘‘খাবারের জন্য বাইরে যাবার প্রয়োজন কি, যদি খাবারই ঘরে চলে আসে!''
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিও তিনটি দেখা হয়েছে দেড় কোটি বারেরও বেশি৷ অর্ধ লক্ষ কমেন্ট আর লাইক তো আছেই৷
বন্যায় ক্ষয়ক্ষতি হলেও পরিবারের সবাই সুস্থ আছেন বলে টুইটারে জানিয়েছেন ভিভিয়ানা৷
ঘূর্ণিঝড়ের পর পানিতে ভাসছে হিউস্টন
যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দারা ভাবছেন, বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাবেন, নাকি বাড়িতে থেকে পানি সরে যাওয়ার অপেক্ষা করবেন৷
ছবি: picture-alliance/AP Photo/LM Otero
‘বাড়িতে থাকুন’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বাসিন্দাদের বাড়িতে থাকতে বলছে ও সাবধান করে দিচ্ছে এই বলে যে, ঘূর্ণিঝড়ের পর বন্যাতেই অধিকাংশ প্রাণহানি ঘটে৷ ৮০০ থেকে ১,২০০-এর মতো মানুষকে এ পর্যন্ত উদ্ধার করতে হয়েছে৷
ছবি: Reuters/C. Tycksen
বুকজল
৪৫ আর ৬১০ নম্বর ইন্টারস্টেট হাইওয়ে পুরোপুরি পানিতে ডুবে রয়েছে৷বাসিন্দারা বুক সমান পানি ঠেলে যাওয়া-আসা করছেন৷ শহরের দু’টি মূল বিমানবন্দর যাবতীয় বাণিজ্যিক উড়াল বন্ধ রেখেছে৷ দু’টি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিতে হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/David J. Phillip
ঝড় আসছে
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হার্ভে এখনও হিউস্টন থেকে ১২৫ মাইল দূরে৷ মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনে এই ঘূর্ণিঝড় মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ জনবহুল শহরটির দিকে ধীরে ধীরে মোড় নেবে৷ অন্তত দু’জন মানুষ এ পর্যন্ত হার্ভের প্রকোপে প্রাণ হারিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/D. J. Phillip/AP
ত্রাণকার্য
ত্রাণকর্মীরা দলে দলে নৌকা, হেলিকপ্টার বা ট্রাকে করে উদ্ধারকার্যে বেরিয়েছেন৷ শহরের যেসব বাসিন্দার নৌকা আছে, তাঁদের ত্রাণকার্যে সাহায্য করতে বলা হয়েছে৷ শহরের এমার্জেন্সি কল অপারেটররা ১৫ ঘণ্টার মধ্যে ৫৬,০০০ কল পেয়েছেন, যা কিনা কোনো স্বাভাবিক দিনের মোট কলের সাতগুণ৷
ছবি: Reuters/R. Wilking
সাহায্য করার লোক আছে
রাজ্যের গভর্নর বলেছেন যে, ঝড়ের পর ভাঙচুর সরাতে সামরিক বাহিনীর ১,৮০০ জন সদস্য সাহায্য করবেন৷ উদ্ধার কাজে আপাতত ১,০০০ মানুষ কাজ করছেন৷ অন্যান্য রাজ্য থেকেও ত্রাণকর্মী পাঠানো হচ্ছে৷
ছবি: picture-alliance/Newscom/Lt. Zachary West/Texas National Guard/UPI Photo