1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরে বসে মাছ শিকার!

২৯ আগস্ট ২০১৭

ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে টেক্সাস, হিউস্টনসহ যুক্তরাষ্ট্রের বেশকিছু এলাকায় তলিয়েছে রাস্তাঘাট৷ বাড়িঘরে ঢুকেছে পানি, বন্ধ হয়ে গেছে যান চলাচল৷ তবে ভয়াবহ অবস্থাকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন কেউ কেউ৷ এই গল্প তাঁদের জন্যই৷

Screenshot Youtube: Mann fängt Fisch bei Flut in seinem Haus
ছবি: YouTube/Storyful News

নিজের বাসায় বসে মাছ ধরতে শুনেছেন কাউকে? তাও বড়শি বা জাল দিয়ে নয়, রীতিমতো লাফিয়ে-ঝাঁপিয়ে, খালি হাতে৷ এমন একটি ঘটনার ভিডিও ফেসবুক ও টুইটারে শেয়ার করেছেন টেক্সাসের বাসিন্দা ভিভিয়ানা সালডানা৷ ভিডিওতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে ভিভিয়ানার বাড়িতেও পানি ঢুকে পড়েছে৷

কিন্তু তাতে কি! পানিভর্তি ঘরেই ভিভিয়ানার বাবা খালি গায়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন পানিতে৷ কিছুক্ষণ পরেই বোঝা গেলো এর উদ্দেশ্য৷ পানিতে সাঁতরে বেড়াচ্ছে জীবন্ত এক মাছ৷

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছোট আকারে তিনটি ভিডিও শেয়ার করেছেন ভিভিয়ানা৷ এর প্রথম দু'টিতে ভিভিয়ানার বাবাকে দেখা যায় ব্যর্থ হতে৷ প্রতিবারই অট্টহাসিতে ফেটে পড়ছিলেন ভিভিয়ানা৷ তবে ঘরের পানিতে মাছের অবস্থানও দেখিয়ে দিচ্ছিলেন বাবাকে৷

অবশেষে তৃতীয়বার সফল হন তিনি৷ হাতে ওঠে আসে জ্যান্ত এক মাছ৷ এটি ঠিক কী মাছ ছিল, আর ধরা পড়ার পর তার ভাগ্যে কি-ই বা ঘটলো, তা অবশ্য আর জানা যায়নি৷

ভিডিও শেয়ার করে ভিভিয়ানা বলছেন, ‘‘খাবারের জন্য বাইরে যাবার প্রয়োজন কি, যদি খাবারই ঘরে চলে আসে!''

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিও তিনটি দেখা হয়েছে দেড় কোটি বারেরও বেশি৷ অর্ধ লক্ষ কমেন্ট আর লাইক তো আছেই৷

বন্যায় ক্ষয়ক্ষতি হলেও পরিবারের সবাই সুস্থ আছেন বলে টুইটারে জানিয়েছেন ভিভিয়ানা৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ