1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে বিপাকে ন্যাটো

১৬ সেপ্টেম্বর ২০১২

আফগানিস্তানে উভয় সংকটে পড়েছে ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনী৷ মিত্র হিসেবে বিবেচিত আফগান সেনাদের হামলায় প্রাণ যাচ্ছে বিদেশি সেনাদের৷ অন্যদিকে, বেসামরিক প্রাণহানির ঘটনায় সমালোচনার মুখে পড়ছে ন্যাটো৷

Afghan policemen keep watch near the remains of a suicide attack victim in the city's diplomatic quarters, home to many Western embassies, in Kabul on September 8, 2012. A teenage suicide bomber struck outside NATO headquarters in Kabul on September 8, killing six people, including child hawkers, as Afghanistan marked a public holiday, officials said. The attack took place as government dignitaries assembled in Kabul to commemorate 11 years since the death of Ahmad Shah Massoud, an iconic anti-Taliban commander two days before 9/11. AFP PHOTO/ SHAH Marai (Photo credit should read SHAH MARAI/AFP/GettyImages)
ছবি: Shah Marai/AFP/GettyImages

ন্যাটোর বিমান হামলায় রবিবার প্রাণ হারিয়েছে কমপক্ষে সাত আফগান নারী৷ আফগানিস্তানের উত্তরাঞ্চলে এই হামলায় আহত হয়েছে আরো ছয় ব্যক্তি৷ এক স্থানীয় কর্মকর্তার বরাতে জার্মান বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে এই খবর৷ লাঘমান প্রদেশের উপ-প্রশাসক জামিয়াতুল্লাহ হামিদি এই বিষয়ে বলেন, ‘‘রান্নার জন্য কাঠ সংগ্রহের সময় হামলার শিকার হয় এই নারীরা৷''

ন্যাটোর মুখপাত্র হাগেন মেসের এই বিষয়ে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, বিমান হামলায় সম্ভবত পাঁচ থেকে আটজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে৷ তবে বিষয়টি আমরা নিশ্চিত করতে পারছি না৷'' তবে ন্যাটোর বিমান হামলায় ৪৫ বিদ্রোহী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন মেসের৷ তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে৷' তালেবান অবশ্য দাবি করেছে, বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে৷

এদিকে, আফগানিস্তানের দক্ষিণে মিত্র হিসেবে বিবেচিত আফগান পুলিশের সন্দেহভাজন হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে চার বিদেশি সেনা৷ জাবুল প্রদেশে এই ঘটনা ঘটেছে৷ স্থানীয় এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জাবুলে মার্কিন সেনারা অবস্থান করছে এবং নিহত চার সেনা মার্কিন নাগরিক৷

ন্যাটো নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর অ্যাডাম ওজেক এই বিষয়ে বলেন, ‘‘পার্শ্ববর্তী একটি নিরাপত্তা চৌকি থেকে ‘রেসপন্স টিম' ঘটনাস্থলে পৌঁছে চার ন্যাটো সেনাকে মৃত এবং দুই সেনাকে আহত অবস্থায় দেখতে পায়৷''

ওজেক জানান, জোটের সৈন্যদের সঙ্গে এক আফগান পুলিশ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে৷ তবে অপর পাঁচ আফগান পুলিশ, যারা বিদেশি সেনাদের সঙ্গে ছিল, উধাও হয়ে গেছে৷

প্রসঙ্গত, আফগানিস্তানে বিদেশি সেনাদের উপর সেদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলার ঘটনা ক্রমশ বাড়ছে৷ চলতি সপ্তাহান্তে এধরনের ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় বিদেশি সেনা৷ চলতি বছরে এধরনের হামলায় নিহতের সংখ্যা ৫১৷ বিদেশি সেনাদের উপর এধরনের হামলা বেড়ে যাওয়ায়, আপাতত আফগান নিরাপত্তা বাহিনীতে নিয়োগ পাওয়া নতুন সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান স্থগিত রেখেছে ন্যাটো৷

এআই / এএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ