1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘর পালানো শিম্পাঞ্জি!

১৫ জুলাই ২০১৯

শুক্রবার সকাল৷ চীনের হাফেই ওয়াইল্ড লাইফ পার্ক৷ নিজের খাঁচা খুলে বেরিয়ে পড়েছে শিম্পাঞ্জি৷

Elfenbeinküste Ponso - der einsamste Schimpanse der Welt
ছবি: Getty Images/AFP/I. Sanogo

পুরো পার্ক জুড়ে উত্তেজনা৷ দর্শনার্থীদের চিৎকার চেঁচামেচি৷ তড়িঘড়ি করে খোলা হলো মূল গেট৷ নিরাপদে সরে যাচ্ছিলেন দর্শনার্থীরা৷

এর মধ্যে ইয়াং ইয়াং নামের ওই শিম্পাঞ্জীকে দেখা যায় মূল গেটের দিকে যেতে৷শিম্পাঞ্জি যাতে  গেট পার হতে না পারে, ঠেকানোর চেষ্টা করছিলেন এক কর্মী৷ কিন্তু জেনেটিক এই আত্মীয়ের সাথে পেরে উঠলেন না তিনি৷ কর্মীটিকে মাটিতে ছুঁড়ে ফেলে শিম্পাঞ্জিটি৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয় পুলিশ৷ কোনোভাবে বাগে আনা যাচ্ছিল না প্রাণীটিকে৷ একপর্যায়ে শিম্পাঞ্জি উঠে বসে পার্কটির এক টিনের ছাদে৷ দূর থেকে তার শরীরে ছোঁড়া হয় চেতনা নাশক ওষুধ৷ নেতিয়ে আসে ১২ বছরের ইয়াং ইয়াং৷ তারপর নিজ খাঁচায় নিজে যাওয়া হয় তাকে৷

আশার কথা, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ জানা গেছে, একটি পতিত বাঁশ পেয়ে, সেটি বেয়ে উঠেই নিজেকে কারা মুক্ত করেছিল শিম্পাঞ্জি৷

পুরো ঘটনার ভিডিওটি সম্পাদনা করে ইন্টারনেটে প্রকাশ করেছে সিজিটিএন৷ ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি৷ ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা৷ তবে, দুঃখের বিষয় হলেও সত্য৷ নেটিজেনরা বেশি মজা পেয়েছেন চিড়িয়াখানারটির কর্মীকে লাথি মারার দৃশ্যে৷

টিএম/কেএম (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ