1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘাস খেল সিংহ!

৩০ আগস্ট ২০১৯

ক্ষিপ্রতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সিংহ বড় বড় প্রাণীদের শিকার করে অনায়াসেই তা সাবাড় করছে এমন দৃশ্যই যেন ভাসে সবার চোখে৷

Still | Der König der Löwen - Neuverfilmung
ছবি: Imago Images/Cinema Publishers Collection/Disney Enterprises Inc

সেই বনের রাজা সিংহ শিকার বাদ দিয়ে ঘাস খাচ্ছে- এমন কথা শুনে কী চমকে উঠবেন আপনি?

হ্যাঁ, ভারতের গুজরাটের আমরেলি জেলার খাম্বা বনাঞ্চলে এমনই ঘটনা ঘটেছে৷ একটি সিংহের ঘাস খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আপাত দৃষ্টিতে সিংহের ঘাস খাওয়ার বিষয়টি আপনাকে অবাক করে দিলেও এর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বন্য বিড়ালদের ঘাস খাওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়৷

সেতরঞ্জি রেঞ্জের উপ-বন সংরক্ষণকারী সন্দীপ কুমার বলেছেন, পেট খারাপ হলে বন্য বিড়ালরা বমি করার জন্য ঘাস খায়৷ কারণ তারা যে কাঁচা মাংস খায় কখনও কখনও তা তাদের হজমে ঝামেলা করে৷

এসআই/ (টাইমস অব ইন্ডিয়া)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ