1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন সেনার গুলি

১১ মার্চ ২০১২

আফগানিস্তানের কান্দাহারে এক মার্কিন সেনা শনিবার ভোররাতে ঘুমন্ত আফগানদের ওপর গুলি চালিয়েছে৷ এতে নারী ও শিশু সহ অন্তত ১৬ জন নিহত হয়েছে৷ মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে দোষীদের বিচার করা হবে৷

(120104) -- KANDAHAR, Jan. 4, 2012 () -- U.S. soldiers stand guard at the scene of a suicide attack in Kandahar Province, south Afghanistan, Jan. 3, 2012. A suicide bombing rocked Kandahar, Taliban's former stronghold. Five people died and 16 others were wounded in the blast, a press release issued by Kandahar provincial administration said. (/Arghand) (ctt)
US Soldaten in Afghanistanছবি: picture-alliance/Photoshot

আফগানিস্তানের কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শনিবার ভোররাত তিনটার সময় কান্দাহারের পানজোয়াই জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে৷ সেখানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটির কর্মরত এক সেনা আচমকাই ওই গ্রামের বাড়িগুলোতে হামলা চালায়৷ এই সময় বাড়িগুলোতে বেসামরিক আফগান নাগরিকরা ঘুমাচ্ছিলো৷ মার্কিন ওই সেনা কোন তোয়াক্কা না করেই ঘুমন্ত মানুষগুলোর ওপর গুলি চালাতে শুরু করে৷ আফগানিস্তানের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী আসাদুল্লাহ খালিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, ওই মার্কিন সেনাটি তিনটি বাড়িতে ঢুকে হামলা চালায়৷ এই গুলিবর্ষণে মোট ১৬ জন নিহত হয়েছে৷ এছাড়া আহত হয়েছে আরও পাঁচ ব্যক্তি৷ জানা গেছে, নিহতদের মধ্যে একাধিক নারী ও শিশু রয়েছে৷

আফগানিস্তানে আন্তর্জাতিক নিরাপত্তা সহকারী বাহিনী আইসাফের পক্ষ থেকে শুধু ঘটনার কথা স্বীকার করা হয়েছে৷ তবে তারা ওই সেনার নাম জানায়নি৷ এই ঘটনার পেছনের কারণও তারা জানায়নি৷ তারা কেবল জানিয়েছে, তাদের মধ্যেকার এক দৃর্বৃত্ত সেনা ঘাঁটি থেকে বের হয়ে গুলি চালিয়েছে যাতে বেশ কিছু বেসামরিক আফগানের প্রাণহানির ঘটনা ঘটেছে৷ এদিকে আফগান কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

কাবুল অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে৷ বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ তাদের সেনার হাতে এমন হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে৷ একইসঙ্গে তারা আফগান নাগরিকদের আশ্বস্ত করেছে যে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে৷ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে ব্যাপক মার্কিন বিরোধী বিক্ষোভ চলছে৷ কোরান শরিফ পোড়ানোর ঘটনার পর সহিংস বিক্ষোভ এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছে৷ এদের মধ্যে ছয় মার্কিন সেনাও রয়েছে৷ এই ঘটনার পর আফগানিস্তানে মার্কিন বিরোধী মনোভাব আরও বাড়বে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ