ঘুম মানুষের জীবনে জরুরি৷ কিন্তু আজকের জীবনে কাজ ও সাফল্যের চাপে প্রায়ই ঘুমের ব্যাঘাত ঘটে৷ ব্যালে-নর্তকীদের ঘুমের অভ্যাস পর্যবেক্ষণ করে বার্লিনের বিজ্ঞানীরা ঘুমের রহস্যভেদের চেষ্টা করছেন৷
বিজ্ঞাপন
সারা মেসট্রোভিচ যেন পালকের মতো উড়ে চলেছেন৷ দেখতে সহজ মনে হলেও কাজটি কিন্তু খুবই কঠিন৷ ব্যালে নর্তকীরা আসলে উচ্চ পর্যায়ের অ্যাথলিট৷
বার্লিনের স্টেট ব্যালে কোম্পানিতে প্রায় ৯০ জন তরুণ-তরুণী সক্রিয় রয়েছেন৷ প্রতিদিন অনুশীলন, কড়া অনুশাসন এবং সাফল্যের চাপ তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে৷ প্রায়ই অনেক রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়৷ ব্যালে নর্তকী সারা মেসট্রোভিচ বলেন, ‘‘বিখ্যাত এক ব্যক্তি একবার বলেছিলেন, আমরা প্রজাপতির মতো৷ কিন্তু লোহা দিয়ে তৈরি৷ আমাদের খুব শক্তপোক্ত, কঠিন হতে হয়, ফর্মে থাকতে হয়৷ কিন্তু বাইরে দেখাতে হবে, যে কাজটা খুব সহজ, আমরা খুব তরতাজা রয়েছি৷''
একটু ঘুম, অনেক উপকার
কাজ করতে করতে ক্লান্ত? কিছুই ভালো লাগছেনা? একটু ঘুমিয়ে নিন৷ বিশেষজ্ঞরা বলছেন, লম্বা ঘুম সম্ভব না হলে, কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নিতে পারলে তাতেও অনেক উপকার৷
ছবি: picture-alliance/CTK Photo/R. Fluger
ক্লান্তি দূর করে, শক্তি জোগায় ঘুম
সুস্থ জীবনের জন্য দিনে দুবার ঘুমানো দরকার৷ রাতের ঘুমের বাইরে একবার সামান্য একটু ঘুমিয়ে না নিলে কর্মক্ষমতা কমে৷ মন-মেজাজেও তার প্রভাব পড়ে৷ বিশেষজ্ঞরা বলছেন, কাজের ফাঁকের সামান্য ঘুমও হৃৎস্পন্দনের হার শতকরা ৫ ভাগের মতো কমায় এবং কাজে মনোনিবেশের ক্ষমতা বাড়ায় শতকরা ৩০ ভাগের মতো৷
ছবি: Colourbox
ঘুম ভুল কমায়
হ্যাঁ, কাজে ভুলের হারও কমায় ঘুম৷ পর্যাপ্ত বিশ্রাম নির্ভুল কাজের জন্য খুবই দরকার৷ প্রয়োজনমতো বিশ্রাম নিলে শরীর ও মন দীর্ঘক্ষণ কাজের ধকল সহ্য করার মতো করে প্রস্তুত হয়৷
ছবি: picture-alliance/dpa
ঘুমালে শুনবেন, বুঝবেন, দেখবেনও ভালো
বিশেষজ্ঞরা বলেছেন, ভালো ঘুমের পর মানুষ নাকি শব্দ ভালোভাবে শোনে, সব ধরণের রং পরিষ্কার দেখে, এমনকি বোঝার ক্ষমতাও নাকি বাড়ে৷
ছবি: Colourbox
প্রেম বাড়ায়...
ঘুম ভালো হলে শরীরে রক্তপ্রবাহ শতকরা ৭ ভাগ বেড়ে যায়৷ এর ফলে রক্ত শরীরের সব অংশেই পৌঁছে যায়৷ বিশেষজ্ঞরা মানুষের অনুভূতিতেও ঘুমের খুব ইতিবাচক প্রভাব লক্ষ্য করেছেন৷ ঘুম ভালো হলে নাকি প্রিয়জনের প্রতি আকর্ষণ এবং ভালোবাসাও বাড়ে!
ছবি: picture-alliance/dpa/F. May
ঘুমিয়েও কমানো যায় ওজন
বেশি ঘুমালে মানুষ মোটা হয়ে যায়- এই ধারণাটাকে বোধহয় আগামীতে হেসেই উড়িয়ে দিতে হবে৷ বিশেষজ্ঞরা বলছেন, ঘুম বেশি হলে বরং ওজন কমে৷ এর কারণ হিসেবে তাঁরা বলছেন, ঘুম বেশি হলে বিপাক প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয়, ফলে যেসব খাদ্য উপাদান মেদ বাড়ায় সেগুলো হজম হয়ে যায়৷ সুতরাং মেদ কমাতে শুধু খাওয়া-দাওয়া, ব্যায়াম, খেলাধুলাই নয়, পাশাপাশি ঘুমের দিকেও মনযোগ দিতে হবে বৈকি!
ছবি: Colourbox/Erwin Wodicka
5 ছবি1 | 5
নর্তকীদের সপ্তাহে ৬ দিন প্রশিক্ষণ ও অনুশীলন করতে হয়৷ তার উপর সন্ধ্যায় অনুষ্ঠান তো আছেই৷ অর্থাৎ কঠিন পরিশ্রমের পাশাপাশি কাজের সময়েরও ঠিক-ঠিকানা নেই৷ তাই কোনো নর্তকীর দৈনন্দিন জীবন বিজ্ঞানের চোখেও ‘ইন্টারেস্টিং' বিষয়৷ বার্লিনের শারিটে হাসপাতালে নর্তকীদের ঘুম নিয়ে একটি প্রকল্প চলছে৷ ঘুম বিজ্ঞানী ইঙো ফিৎসে বলেন, ‘‘আমাদের কাছে ব্যালে-নর্তকীরা কেন এত ইন্টারেস্টিং? কারণ তাদের কর্মজীবনে স্বাভাবিক কোনো ছন্দ নেই৷ পাঁচ দিনের কাজ নয়, সপ্তাহান্তেও তাদের কাজ করতে হয়, অনেক অনুশীলন করতে হয়৷ এটা শিফটে কাজ করার মতো৷ আমরা এতদিনে জেনে গেছি, যে রাত ও দিনের ছন্দে নিয়মিত অনিয়ম ঘটলে সংক্রমণ ও স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি বেড়ে যায়৷ তাছাড়া আমরা দেখতে চেয়েছিলাম, তাঁরা কতক্ষণ ঘুমান, কখন ‘রিজেনারেট' করেন এবং ঘুমের সঙ্গে চোট লাগার আশঙ্কার কোনো সম্পর্ক আছে কিনা৷''
ভালো ঘুমের জন্য যা প্রয়োজন
আপনার মনে হতে পারে ঘুমানোর জন্য সবধরনের প্রস্তুতি আপনি নিয়ে নিয়েছেন, কিন্তু ঘুমাতে গিয়ে দেখলেন শান্তিতে ঘুম আসছে না৷ তাহলে ছবিঘরে চোখ রাখুন৷
ছবি: Fotolia/Dan Race
কোলবালিশ
বেশিরভাগ মানুষ পাশ ফিরে ঘুমাতে পছন্দ করেন৷ এতে দুই হাঁটুতে ঘষা লাগে এবং পশ্চাৎদেশও কাত হয়ে থাকে৷ এর ফলে হাঁটুতে ব্যথা হয়৷ তাই চিকিৎসকদের পরামর্শ হলো দুই হাঁটুর মাঝে একটা ছোট বালিশ রাখা, যাকে আমরা কোলবালিশ বলি৷ এর ফলে পশ্চাৎদেশের অবস্থান ঠিক থাকে এবং হাঁটুতে ঘষা লাগে না৷
ছবি: DW/F. Hajasch
তোশকের অবস্থান বদলানো
ভালো ঘুমের জন্য তোশকের অবস্থানটা ঠিক হওয়া খুব জরুরি৷ ঘাড় এবং তোশকের মধ্যে ঘুমানোর সময় যদি তিন আঙুলের ব্যবধান থাকে, তাহলে এটা আরামদায়ক হয় না৷ প্রতি ছয় মাসে তোশক উল্টানো উচিত৷ যদি ঘাড়ে বা শরীরে কোনো ব্যথা হয়, তাহলেও তোশক উল্টে ঠিকঠাক করে দেয়া ভালো৷
ছবি: DW/F. Hajasch
আকস্মিক শব্দ
রাতের বেলায় কিছু শব্দ আপনার ঘুমের ব্যঘাত ঘটাতে পারে৷ যেমন হঠাৎ রেলগাড়ির শব্দ৷ কিন্তু প্রতিদিন একই সময়ে শব্দটা হলে আপনি অভ্যস্ত হয়ে যান৷ আবার হঠাৎ বিড়াল বা কুকুর ডেকে উঠলে আপনার ঘুম ভেঙে যায়৷ এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হলো একটি অডিও রেকর্ড বাজানো, যেখানে নির্দিষ্ট কিছু শব্দ তরঙ্গ প্রবাহিত হয়৷
ছবি: Fotolia/Jürgen Fälchle
ঘুমানোর আগে বাতি নেভানো
ঘুমানোর জন্য মেলাটোনিন হরমোন প্রয়োজন হয়৷ ভালো ঘুমের জন্য শুতে যাওয়ার আধা ঘণ্টা আগে আলো নেভানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ এছাড়া সবধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি (যেমন: ফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি) বন্ধ করে রাখা উচিত৷
ছবি: Fotolia/Dan Race
অতিরিক্ত খাওয়া
গবেষণায় দেখা গেছে অতিরিক্ত খাওয়ার পর মানুষের কখনোই ভালো ঘুম হয় না৷ এর কারণ পাকস্থলী এতটা ভরা থাকে যে মস্তিষ্ক দুঃস্বপ্নের জন্ম দেয়৷
ছবি: anweber - Fotolia
কম্পিউটারের ব্যবহার না
গবেষণার তথ্য মতে, ঘুমাতে যাওয়ার ঠিক আগে কম্পিউটার ব্যবহার করা উচিত না৷ কম্পিউটার, ট্যাবলেট ও স্মার্টফোনের ব্লু লাইট মেলাটোনিন হরমোনকে দমিয়ে দেয়, ফলে আপনার স্বাভাবিক ঘুম চলে যায়৷ আর একটা বিষয় হলো মেলাটোনিনের ঘাটতি হলে স্হূল বা মোটা হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷
ছবি: Fotolia/olly
6 ছবি1 | 6
হাসপাতালের ‘স্লিপ ল্যাব'-এ ঘুমের রহস্য উন্মোচন করা হচ্ছে৷ আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা মস্তিষ্কের মধ্যে উঁকি মারতে পারি৷ খুলির উপর ইলেকট্রোড মস্তিষ্কের তরঙ্গ নথিভুক্ত করতে পারে৷ একই সঙ্গে চোখের নড়াচড়া, পেশির টান ও নিঃশ্বাস-প্রশ্বাসও রেকর্ড করা হয়৷
ঘুমিয়ে পড়ার প্রতি ১০০ মিনিট পর পর মানুষ প্রথমে কম গভীর, তারপর গভীর এবং শেষ পর্যায়ে স্বপ্নের ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে৷ এক রাতে বেশ কয়েকবার এই চক্রের পুনরাবৃত্তি ঘটে৷ ঘুম বিজ্ঞানী আলিনে লিপ্স বলেন, ‘‘ভালো ঘুম ও খারাপ ঘুমের মধ্যে পার্থক্য বুঝতে শেষে এক হিপনোগ্রাম বিশ্লেষণ করা হয়৷ তাতে ঘুমের প্রোফাইল বা ধাঁচ বোঝা যায়৷ রাতে ঘুমের বিভিন্ন পর্যায়ও শনাক্ত করা যায়৷ তা থেকে রাতে গভীর ঘুমের পর্যায় যথেষ্ট ছিল কিনা, তা জানা যায়৷ পাতলা ঘুমের কারণে শরীর চাঙ্গা হয়ে না উঠলে তার কারণও দেখা যায়৷''
রাতে ভালো ঘুম না হলে পর দিন মঞ্চেও তার ছাপ পড়ে৷
নগ্ন হয়ে ঘুমালে অনেক উপকার!
প্রতিদিন কত নতুন নতুন তথ্য যে জানা যায়! হালে জানা গেছে, কাপড়-চোপড় পরে ঘুমানোর চেয়ে কাপড় না পরে ঘুমানোয় উপকার বেশি৷ চলুন জেনে নেয়া যাক কী কী উপকার এতে৷
ছবি: picture-alliance/AP
সুখী করে
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর নগ্ন হয়ে ঘুমানো নাকি ভালো৷ ইউএসএ কটন ২০১৪ সালে এক জরিপ চালিয়ে দেখেছে, জরিপে অংশ নেয়াদের মধ্য যাঁরা নগ্ন হয়ে ঘুমাতে অভ্যস্ত, তাঁদের মধ্যে শতকরা ৫৭ ভাগই মনে করেন যে তাঁরা সুখী৷ পাজামা পরে যাঁরা ঘুমান তাঁদের মধ্যে সুখী যুগল ছিল শতকরা ৪৮ ভাগ৷
ছবি: Fotolia/G. Sanders
নারীর জন্য ভালো
কসমোপোলিটান ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার জেনিফার লান্ডা জানান, সব সময় কাপড় পরে ঘুমালে মেয়েদের বিশেষ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়৷ তিনি জানান, কাপড় পরার ফলে শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে আর তাপমাত্রা খুব বেশি হলে মেয়েদের যোনিপথের আশপাশে খুব তাড়াতাড়ি ছত্রাক বা ব্যাক্টেরিয়া বাড়তে থাকে৷
ছবি: Gina Sanders - Fotolia
গুহাবাসীদের মতো.....
নিউরোলজিস্ট ব়্যাচেল সালাস ওয়াল স্ট্রিট জার্নালকে দু’বছর আগেই বলেছিলেন, গুহামানবদের মতো আধুনিক, ফ্যাশন সচেতন মানুষেরও গায়ে সুতা না রেখে ঘুমানো ভালো৷ তিনি বলেন, ‘‘আমাদের পূর্বসূরীরা একসময় নগ্নই ঘুমাতেন৷ মাংসাসী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তাঁরা মূলত গুহায় ঘুমাতেন এবং তা নগ্ন হয়ে৷ তাই নগ্ন হয়ে ঘুমালে আজও আমরা কিছুটা নিরাপদ বোধ করি৷’’
ছবি: picture-alliance/dpa
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
মাইক ডট কম নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, শরীরে ত্বক যদি ত্বকের সরাসরি সংস্পর্শে থাকে, তাহলে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ হ্রাস পায়৷ ফলে কর্টিসল যে কারণে রোগপ্রতিরোধ বাধাগ্রস্থ করে, সে সমস্যাটা কমে যায়৷ শরীরের এক অংশের ত্বক অন্য অংশের ত্বকের সংস্পর্শে থাকলে ‘অক্সিটোসিন’-এর মাত্রা বেড়ে যায়, যাতে উচ্চ রক্তচাপের রোগীদের উপকার হয়৷
ছবি: Fotolia
ভালো ঘুম হয়
যাঁরা কাপড় পরে ঘুমান তাঁদের কি ঘুম ভালো হয় না? না, এমন কথা কেউ বলেনি৷ তবে ২০০৪ সালের এক সমীক্ষায় দেখা গেছে, শরীরের তাপমাত্রা ঘুমের ওপর প্রভাব ফেলে৷ তাই গরমে কাপড় পরে ঘুমালে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাতে ঘুম ভালো হয় না৷ সে অবস্থায় শরীরে কোনো কাপড় না থাকলে ক্ষতি নেই, বরং লাভই বেশি, কেন না ঘুম হবে দারুণ!