ঘুর্ণিঝড় আইলার ক্ষতি কাটছে না27.08.2010২৭ আগস্ট ২০১০ঘুর্ণিঝড় আইলার আক্রান্ত হবার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে৷ কিন্তু এখনো সেখানে অনেক সমস্যা৷ মানুষ এখনো সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি৷ নানা সমস্যা তাদের৷ এ নিয়েই জানাচ্ছেন সাগর সরওয়ার৷লিংক কপিবিজ্ঞাপন