1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুষ নিয়ে ভাইরাল নাইজেরিয়ার গভর্নর

১৬ অক্টোবর ২০১৮

৫০ লাখ ডলার ঘুষ নিচ্ছেন নাইজেরিয়ার কানো প্রদেশের গভর্নর আবদুল্লাহি উমর গান্ডুইয়ে৷ গোপন ক্যামেরায় ধারণ করা এমন ভিডিও প্রকাশ করেছে দেশটির ডেইলি নাইজেরিয়ান নামের অনলাইন পোর্টাল৷

Symbolbild Manager Gehalt
ছবি: Colourbox/jonnysek

এই ভিডিও প্রকাশ করায় পোর্টালটির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন গভর্নর গান্ডুইয়ে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিডিওতে দেখা যায় কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে বেশ কয়েক তাড়া নোট নিচ্ছেন তিনি৷

পোর্টালটির প্রকাশ করা সংবাদে অভিযোগ করা হয়েছে, প্রদেশের যে-কোনো প্রকল্পে ১৫ থেকে ২৫ শতাংশ ঘুষ নিয়ে থাকেন গভর্নর৷

প্রথম ভিডিওটি প্রকাশের পরপরই গভর্নর গান্ডুইয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং পোর্টালটির বিরুদ্ধে মামলা করার হুমকি দেন৷ এরপর দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ করে ডেইলি নাইজেরিয়ান৷

প্রথম ভিডিওটিতে কোনো শব্দ ছিল না, শুধু মিউজিক জুড়ে দেয়া ছিল৷ ফলে অনেকেই ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ তবে দ্বিতীয় ভিডিওটিতে ব্যবসায়ী এবং গভর্নরের কণ্ঠ পরিষ্কার শোনা যাচ্ছে৷

এমনকি কেউ যাতে দেখে না ফেলে সেজন্য গভর্নরকে নোটের বান্ডিল তাড়াতাড়ি পকেটে ভরে ফেলতেও দেখা যায় ভিডিওতে৷

ডেইলি নাইজেরিয়ানের ওয়েবসাইটে প্রকাশ করা ভিডিও প্রতিবেদনটি দেখেছেন ১৯ লাখেরও বেশি মানুষ৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ