বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। চার লাখ মানুষ অস্থায়ী ক্যাম্পে।
বিজ্ঞাপন
রোববার মধ্য ফিলিপাইন্সের বোহোল প্রভিন্সের গভর্নর আর্থার ইয়াপ প্রথম সরকারের তরফে বিবৃতি দেন। তিনি জানিয়েছেন, শুধুমাত্র বোহোলেই অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। চারশরও বেশি মানুষ নিখোঁজ। বোহোল প্রভিন্সের ৪৮ জন মেয়রের মধ্যে ৩৩ জন মেয়রের সঙ্গে তিনি কথা বলতে পেরেছেন। তারপরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি।
২০২১ সালের কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ
এ বছর বিশ্বের বিভিন্ন দেশে দাবানল, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠাণ্ডা, বন্যা, ঘূর্ণিঝড়, তুষারঝড় ইত্যাদি দেখা গেছে৷ এসব দুর্যোগে প্রাণহানি ছাড়াও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে৷
ছবি: Ferdinand Merzbach/AFP/Getty Images
গ্রিসে দাবানল
গ্রীষ্মে গ্রিসে পাঁচশর বেশি দাবানল ছড়িয়ে পড়েছিল৷ ভূমধ্যসাগর তীরের তুরস্ক, টিউনিশিয়াসহ গ্রিসে এবার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল৷ ছবিতে গ্রিসে এথেন্সের কাছে এক এলাকায় দাবানল থেকে বাঁচতে গরু নিয়ে একজনকে পালাতে দেখা যাচ্ছে৷
ছবি: REUTERS
অস্ট্রেলিয়ায় বন্যা
গতবছর দাবানলে কয়েক লাখ একর জমি পুড়ে গিয়েছিল৷ আর এবার মার্চে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রায় ৪০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল৷ ছবিতে সিডনির উত্তরপশ্চিমের একটি এলাকা দেখা যাচ্ছে৷
ছবি: Jill Gralow/REUTERS
যুক্তরাষ্ট্রে প্রচণ্ড খরা
যুক্তরাষ্ট্রের নেভাদা ও অ্যারিজোনা রাজ্যের সীমান্তে অবস্থিত লেক মিডের ছবি৷ একটু ভালো করে খেয়াল করে দেখেন পানির স্তর কতটা নিচে নেমে গেছে৷ প্রচণ্ড খরার কারণে লেকের পানির স্তর এবার ইতিহাসের সবচেয়ে বেশি নিচে নেমে গিয়েছিল৷ ছবিটি ১৩ আগস্ট তোলা৷
ছবি: John Loche/AP Photos/picture alliance
ইউরোপে বন্যা
১২ থেকে ১৫ জুলাই ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ২২০ জনের বেশি মানুষ মারা যান৷ শুধু জার্মানিতেই মারা গেছেন ১৮০ জনের বেশি মানুষ৷ পানির তোড়ে ঘরবাড়ি, দোকানপাট ভেঙে গিয়েছিল৷ ছবিতে জার্মানির বাড নয়েনআর-আরভাইলার এলাকা দেখা যাচ্ছ৷
ছবি: Ferdinand Merzbach/AFP/Getty Images
স্পেনে তুষারঝড়
জানুয়ারি মাসে স্পেনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হয়েছিল৷ ১০ জানুয়ারি তোলা উপরের ছবিতে বরফের নিচে চাপা পড়া পুরনো মাদ্রিদ-বুর্গোস রেললাইন দেখা যাচ্ছে৷
ছবি: Bernat Armangue/AP Photo/picture alliance
সিসিলিতে ৪৮.৮ ডিগ্রি!
সম্ভবত ইউরোপীয় ইতিহাসের উষ্ণতম দিন এবার দেখেছিল ইটালির সিসিলি৷ তাপমাত্রা উঠেছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস৷ ছবিটি ১১ আগস্ট তোলা৷
ছবি: Salvatore Cavalli/AP/picture alliance
ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা, ভূমিধস
এপ্রিলে সেরোজা ঘূর্ণিঝড়ের কারণে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে দুইশর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ৫ এপ্রিল তোলা ছবিতে পূর্ব তিমুরের দিলির বাসিন্দাদের একটি বিধ্বস্ত রাস্তা পরিদর্শন করতে দেখা যাচ্ছে৷
ছবি: Kandhi Barnez/AP Photo/picture alliance
আলজেরিয়ার দাবানল
আলজেরিয়ার উত্তরাঞ্চলের বনে দাবানলে অন্তত ৬৫ জন মারা যান৷ ১০ আগস্টের ছবিতে মানুষজনকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে৷
ছবি: Abdelaziz Boumzar/REUTERS
8 ছবি1 | 8
গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় রাই আঘাত হানে ফিলিপাইন্সে। মাঝে তিন দিন কেটে গেলেও দেশের সার্বিক ছবিটি এখনো স্পষ্ট নয়। ইয়াপ জানিয়েছেন, সকলের সঙ্গে যোগাযোগ করে ওঠাই সম্ভব হয়নি এখনো। রাস্তাঘাট ভেঙে পড়েছে। ফলে সর্বত্র যাওয়াও সম্ভব হচ্ছে না। ইয়াপ জানিয়েছেন, শুধুমাত্র তার অঞ্চলে অন্তত চার লাখ মানুষ অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন। গোটা দেশে সংখ্যাটি সাত লাখেরও বেশি বলে মনে করা হচ্ছে।
বোহোল প্রদেশে ঝড়ে দাপট সবচেয়ে বেশি ছিল। তবে দ্বীপরাষ্ট্রটির অন্য এলাকাতেও ঝড়ের ভয়াবহতা টের পাওয়া গেছে। সোমবার সকালে ফিলিপাইন্সের বেসরকারি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, অন্তত ২০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে সরকারিভাবে এখনো কোনো সংখ্যা বলা হয়নি। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানানো হয়েছে। তবে যে পরিমাণ মানুষ এখনো নিখোঁজ, তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঘূর্ণিঝড় রাই অবশ্য ফিলিপাইন্সের সীমান্ত ছেড়ে এখন দক্ষিণ চীন সাগরের উপর নিম্নচাপ হয়ে অবস্থান করছে।