1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় ‘ইয়াস’, হুঁশিয়ারি সংকেত

২৪ মে ২০২১

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়৷ সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷

ছবি: NASA Worldview/EOSDIS/AP Photo/picture alliance

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান খান সোমবার সকালে বলেন, ঘূর্ণিঝড়‘ইয়াস' চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭৫  কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল৷

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের নির্ধারিত তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম ‘ইয়াস'; এটি ওমানের দেওয়া নাম৷

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, সোমবার ভোর ছয়টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়৷ "ঘূর্ণিঝড় ‘ইয়াস' আরও ঘনীভূত হয়ে উত্তর- উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে৷ ২৬ মে বুধবার নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে ঘূর্ণঝড়টি৷''

নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে ৷

সাগর উত্তাল থাকায় সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ৷

শনিবার দেশজুড়ে তাপদাহের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয় এবং ওই রাতে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয় ৷ রোববার বেলা বারোটার দিকে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে মধ্যরাতে তা গভীর নিম্নচাপে রূপ নেয় ৷ সোমবার আরও ঘনীভূত হয়ে পরিণত হলো ঘূর্ণিঝড় ‘ইয়াস' এ ৷ বুধবার তা উপকূল অতিক্রম করার পূর্বাভাস রয়েছে এবং উপকূল অতিক্রমকালে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে ৷ করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় ‘আম্পান' বাংলাদেশ উপকূলে আঘাত হানে ৷ 

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে প্রস্তুতিমূলক পদক্ষেপ নিতে শুরু করেছে৷

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "আমরা আবার সবাইকে সতর্ক করছি৷ আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে৷ …আর সেই বিষয়ে পূর্ব সতর্কতা আমরা নিতে শুরু করেছি৷ ইনশাল্লাহ এতে আমরা সতর্ক থাকব, এই ঝুঁকি হ্রাস করতে পারব৷'' যেকোনো দুর্যোগে ঝুঁকি কমানোর জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি৷

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস' মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে তিন গুণ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ৷ প্রতিমন্ত্রী বলেন, "উপকূলীয় এলাকায়  শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে হবে, একজনকেও রেখে আসা যাবে না ৷ এবার আমরা টার্গেট রাখব, মৃত্যুহার যেন জিরো হয়৷''

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ