1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় ‘ইয়াস’, হুঁশিয়ারি সংকেত

২৪ মে ২০২১

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়৷ সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷

ছবি: NASA Worldview/EOSDIS/AP Photo/picture alliance

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান খান সোমবার সকালে বলেন, ঘূর্ণিঝড়‘ইয়াস' চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭৫  কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল৷

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের নির্ধারিত তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম ‘ইয়াস'; এটি ওমানের দেওয়া নাম৷

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, সোমবার ভোর ছয়টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়৷ "ঘূর্ণিঝড় ‘ইয়াস' আরও ঘনীভূত হয়ে উত্তর- উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে৷ ২৬ মে বুধবার নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে ঘূর্ণঝড়টি৷''

নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে ৷

সাগর উত্তাল থাকায় সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ৷

শনিবার দেশজুড়ে তাপদাহের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয় এবং ওই রাতে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয় ৷ রোববার বেলা বারোটার দিকে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে মধ্যরাতে তা গভীর নিম্নচাপে রূপ নেয় ৷ সোমবার আরও ঘনীভূত হয়ে পরিণত হলো ঘূর্ণিঝড় ‘ইয়াস' এ ৷ বুধবার তা উপকূল অতিক্রম করার পূর্বাভাস রয়েছে এবং উপকূল অতিক্রমকালে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে ৷ করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় ‘আম্পান' বাংলাদেশ উপকূলে আঘাত হানে ৷ 

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে প্রস্তুতিমূলক পদক্ষেপ নিতে শুরু করেছে৷

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "আমরা আবার সবাইকে সতর্ক করছি৷ আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে৷ …আর সেই বিষয়ে পূর্ব সতর্কতা আমরা নিতে শুরু করেছি৷ ইনশাল্লাহ এতে আমরা সতর্ক থাকব, এই ঝুঁকি হ্রাস করতে পারব৷'' যেকোনো দুর্যোগে ঝুঁকি কমানোর জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি৷

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ইয়াস' মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে তিন গুণ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ৷ প্রতিমন্ত্রী বলেন, "উপকূলীয় এলাকায়  শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে হবে, একজনকেও রেখে আসা যাবে না ৷ এবার আমরা টার্গেট রাখব, মৃত্যুহার যেন জিরো হয়৷''

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ