ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ১৪ জেলায় ৩৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে৷
বিজ্ঞাপন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দেশের ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান৷ ঘূর্ণিঝড়টি ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৪১৯ ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ চার কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে ৮০ লাখ গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন৷
সারা দেশের বিভিন্ন সড়কে ২৮৭টি গাছ ভেঙে পড়ার তথ্য পাওয়া গেছে৷
সোমবার সন্ধে ছয়টা নাগাদ প্রথম স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে ঝড়ের মূল কেন্দ্র রাত সাড়ে নয়টা নাগাদ উপকূলে আঘাত করে। ঝড়ের দাপটে এখনো পর্যন্ত বাংলাদেশে নয়জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এর মধ্যে কুমিল্লায় তিনজন, ভোলায় দুইজন, সিরাজগঞ্জে দুইজন, নড়াইল ও বরগুনায় একজন করে মারা গেছেন।
রাত সাড়ে নয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ভোলার উপর দিয়ে প্রবেশ করে।
উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় সিত্রাং
ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং।
ছবি: Asif Ahsanul
উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং
ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং৷ জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস বলছে, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের চোখ বা কেন্দ্রভাগ পটুয়াখালীর রাঙাবালি বা চর মন্তাজ এলাকায় উপকূল স্পর্শ করবে। তখন বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৫০ নট বা ঘণ্টায় ৯৩ কিলোমিটারের মত।
ছবি: Ifty Azad
বৃষ্টি এবং ঝড়ো হাওয়া
দেশের উপকূলীয় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে৷ পটুয়াখালী, ভোলা, নোয়াখালীসহ উপকলীয় জেলাগুলোতে প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে বলে জানাচ্ছেন বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজে প্রতিনিধিরা৷
ছবি: Sazzad Hossain
যেসব জেলায় ক্ষতির আশঙ্কা বেশি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান প্রথম আলোকে জানান, সিত্রাংয়ের প্রভাবে ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা বেশি৷ এগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল৷
ছবি: DW/N. Huda
বিপদ সংকেত
মোংলা ও পায়রার পাশাপাশি চট্টগ্রাম সমুদ্রবন্দরকেও ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তবে কক্সবাজারের জন্য আগের মতই ৬ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে।
ছবি: Arifur Rahman
নৌযান চলাচল বন্ধ
সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় সারাদেশে লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ৷
ছবি: Asif Ahsanul
চট্টগ্রাম বন্দরে ব্যবস্থা গ্রহণ
সিত্রাং উপকূলের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম বন্দরের জেটি থেকে পণ্যবাহী সব জাহাজকে বর্হিনোঙরে সরিয়ে নেওয়া হয়েছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: Md Manik/ZUMA Wire/imago images
বিমানবন্দর বন্ধ
সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: picture-alliance/AP Photo
সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত
সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে উচ্চ জোয়ারে ও উত্তাল ঢেউয়ের আঘাতে ১৩টি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে এতে কেউ হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷ সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে৷ ছবিটি ফাইল থেকে নেয়া৷
ছবি: DW/M. Mamun
8 ছবি1 | 8
ঝড়ের দাপটে চট্টগ্রাম ও বরিশালের একাধিক অঞ্চলে ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। উপকূলের প্রায় ১৫টি এলাকায় নদী তিন থেকে পাঁচ ফুট উপর দিয়ে বইছে। বহু জায়গায় বাড়ি ধসে পড়েছে। ভারী বৃষ্টিতে জল জমেছে বহু জায়গায়।
মধ্যরাতে এই ঘূর্ণবায়টির প্রায় সম্পূর্ণই স্থলভাগে উঠে আসার চিত্র দেখা যায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের স্যাটেলাইট ছবিতে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক রাত দুইটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করেছে। এখন এটি স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে।”
স্থলভাগে ঘূর্ণিঝড়টির গতিপথ দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট হয়ে ভারতের আসামের দিকে। তবে সিত্রাং মাঝারি শক্তি নিয়ে আঘাত করেছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।