1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘৃণিত হবার উপলব্ধি

৫ সেপ্টেম্বর ২০১৩

৩৬ বছর আগের একটি ঘটনার কারণে এখনো কষ্ট পাচ্ছেন রোমান পোলানস্কি৷ পোলিশ বংশোদ্ভূত এই ফরাসি পরিচালক ১৩ বছর বয়সি এক মেয়ের সঙ্গে যৌন মিলনের অপরাধের দায় নিয়ে কষ্ট পাচ্ছেন আজও৷ এক সাক্ষাৎকারে সে কথাই বলেছেন তিনি৷

Roman Polanski Ausstellung im Filmmuseum Landeshauptstadt Düsseldorf Bild: Guy Ferrandis
ছবি: Guy Ferrandis

ঘটনাটা ১৯৭৭ সালের৷ পোলানস্কি তখন হলিউডের বিখ্যাত পরিচালক৷ খ্যাতির শিখরে থাকতেই ‘ফটোশুট' চলার সময় এক কিশোরীর সঙ্গে ‘স্ক্যান্ডালে' জড়ালেন৷ সামান্থা গেমিয়ের নামের মেয়েটির সঙ্গে যৌন মিলনের অপরাধে দীর্ঘদিন সাজা ভোগ করতে হতে পারে – এ কথা জানার পর ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে পালিয়ে যান পোলানস্কি৷ তারপরও রেহাই পাননি৷ ২০০৯ সালে জুরিখ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সুইজারল্যান্ড যাওয়ার পর গ্রেপ্তার করা হয় তাঁকে৷ বৃহস্পতিবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে পোলানস্কি জানিয়েছেন, ঘটনার ৩২ বছর পরও তাঁকে অন্য একটি দেশ থেকে গ্রেপ্তার করা হতে পারে এটা তিনি কল্পনাও করেননি৷

‘দ্য পিয়ানিস্ট' ছবির জন্য অস্কার জিতেছেন তিনি ২০০২ সালেছবি: imago stock&people

যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে সুইজারল্যান্ড সরকার পোলানস্কিকে ঠিকই গ্রেপ্তার করে গৃহবন্দী করে রাখে৷ পোলানস্কির নাকি তখন মনে হয়েছিল, শ্যারন টেট-এর মৃত্যুর কারণে যেভাবে তাঁকে নাজেহাল করা হয়েছিল, এবারও সেরকমই হবে৷ তাঁর সাবেক স্ত্রী শ্যারন টেট খুন হন ১৯৬৯ সালে৷ পোলানস্কি তাঁকে খুন করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল৷ তদন্তের পর জানা যায়, অভিনেত্রী শ্যারন টেটকে খুন করেছে দুষ্কৃতকারীরা৷

সেই ঘটনায় নির্দোষ প্রমাণিত হলেও মদ খাওয়ানোর পর কিশোরী সামান্থা গেমিয়েরের সঙ্গে যৌন মিলনর অপরাধে বেশি দিন জেলে না থেকেও রোমান পোলানস্কি শাস্তি পেয়েছেন অনেক৷ ৪২ দিন কারাভোগের পর সাময়িক মুক্তির সুযোগে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন ফ্রান্সে৷ সেখানে থেকে ছবি পরিচালনার কাজও চালিয়ে গেছেন নির্বিঘ্নে৷ ‘দ্য পিয়ানিস্ট' ছবির জন্য অস্কারও জিতেছেন ২০০২ সালে৷ তার সাত বছর পরই সুইজারল্যান্ডে গ্রেপ্তার করা হয় তাঁকে৷ এক বছর গৃহবন্দী থাকার পর অবশ্য মুক্তি মেলে৷ সুইস সরকার জানিয়ে দেয়, পোলানস্কিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেয়া তাদের পক্ষে সম্ভব নয়৷ ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ৩৬ বছরের পথ পরিক্রমার দীর্ঘ বর্ণনা দিয়েছেন রোমান পোলানস্কি৷ সাক্ষাৎকারটি প্রকাশিত হবে ভ্যানিটি ফেয়ার-এর অক্টোবর সংখ্যায়৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ