1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘোড়ায় চেপে সমুদ্রে চিংড়ি ধরার বিরল পেশা

৩ মার্চ ২০২২

সমুদ্রসৈকতে জেলেদের কার্যকলাপ পর্যটকদের আকর্ষণ করে৷ বেলজিয়ামের এক শহরে সেই কাজের আকর্ষণই আলাদা৷ ইউনেস্কোর স্বীকৃতির দৌলতে নারীরাও অসাধারণ দক্ষতা আয়ত্ত করে আসরে নামছেন৷

BdTD Palästina | Sonnenuntergang am Strand von Gaza
প্রতীকী ছবিছবি: Sameh Rahmi/NurPhoto/imago images

শুধু বেলজিয়ামের অস্টডেনক্যার্কে শহরের সৈকতেই ৫০০ বছর আগের মতো মাছ ধরা হয়৷ ঘোড়ায় চেপে চিংড়ি ধরার রোমাঞ্চই আলাদা৷ ভোরেই নেলে বেকার্ট ও তাঁর ঘোড়া আক্সেল কাজ শুরু করে৷ তিনি গোটা বিশ্বের প্রথম স্বীকৃত নারী ঘোড়সওয়ার জেলে৷ ২০১৩ সালে ইউনেস্কো আদিকালের এই পেশাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান দিয়েছে৷ তবে পুরুষ ও নারী সবার জন্য সেই সুযোগ ছিল এই স্বীকৃতির পূর্বশর্ত৷ নেলে বলেন, ‘‘সত্যি অসাধারণ অভিজ্ঞতা! একটি প্রাণীর পিঠে চড়ে সমুদ্রের উপর দিয়ে যাবার সময় সেটির পুরো শক্তি টের পাওয়া যায়৷ সমুদ্রের দিকে তাকালে সবকিছু কত শান্ত লাগে৷''

এমন বিরল পেশা গ্রহণের সুযোগ সম্পর্কে নেলে বলেন, ‘‘ইউনেস্কোর স্বীকৃতির কারণেই আমি ঘোড়সওয়ার জেলে হতে পেরেছি৷ তার আগে এ ক্ষেত্রে  পুরুষদের একচেটিয়া আধিপত্য ছিলো৷ আমাকে দ্বিগুণ পরিশ্রম করে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে৷ কিন্তু আমি সফল হয়েছি৷ এখন তারা আমাকে পুরোপুরি মেনে নিয়েছে৷''

নেলে বেকার্ট-কে দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ এবং বেশ কয়েকটি পরীক্ষা পাশ করতে হয়েছে৷ তিন সন্তানের মা হিসেবে তিনি এক বৃদ্ধাবাসে কাজ করেন৷ সেটাই তাঁর উপার্জনের মূল উৎস৷ অবসর সময়ে ভাটার দুই ঘণ্টা আগে সৈকত তাঁকে টানে৷

প্রায় আধ ঘণ্টা পর নেলে ও তাঁর সহকর্মী কাটরিন টেরেন প্রথম বার জাল তুললেন৷ দুজনেই দেখতে চান, কত পরিমাণ ধরা পড়েছে৷ এ দিন জালে তেমন বেশি মাছ ওঠে নি৷ কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটির বেশ লাভ হচ্ছে৷ ঘোড়সওয়ার জেলেদের আকর্ষণে অনেক মানুষ সেখানে আসেন৷

সমুদ্রে অভিনব উপায়ে চিংড়ি ধরা

04:16

This browser does not support the video element.

আজ শহরের ১৭ জন জেলে এই পেশা ধরে রেখেছেন৷ অতীতেও নারী-পুরুষ একসঙ্গেই সেই কাজ করতো৷ স্টেফান হানকে বলেন, ‘‘অনেককাল আগে, যখন ছোট গাধায় চেপে মাছ ধরা হতো, তখন নারীরাই সেই কাজ বেশি করতো৷ পুরুষরা নৌকা নিয়ে সমুদ্রে যেত৷ শিশুদের মানুষ করতে নারীদের কিছু বাড়তি আয় হতো৷''

কাটরিন ও তাঁর সঙ্গীর খামারে মাছ বাছাইয়ের কাজ চলে৷ তারপর ঘোড়াও দেখাশোনা করতে হয়৷ বিরল প্রজাতির এই ঘোড়া সংরক্ষণের ক্ষেত্রেও মাছ ধরার পেশা সহায়ক হচ্ছে৷ কাটরিন বলেন, ‘‘আমি একটা পরিবর্তন লক্ষ্য করছি৷ ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ রয়েছে৷ অবশ্যই সবার নেই৷ কিছু মানুষ সবকিছু আরও আধুনিক দেখতে চান৷ আরও ভালো কম্পিউটার, আরও দ্রুতগতির ইন্টারনেট, সবকিছু ডিজিটাল চান৷ অনেকে আবার অতীতের অভিজ্ঞতার স্বাদ পেতে চান৷''

ঘোড়ায় চেপে মাছ ধরার আদিকালের পেশা চিংড়ি শিকারের অত্যন্ত টেকসই ও কম ক্ষতিকারক পদ্ধতি৷ দুই নারী ঘোড়সওয়ার জেলের কারণেও সেই পেশা নতুন উদ্দীপনা পাচ্ছে৷

গেয়র্গ মাটেস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ