1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতা

৭ জানুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷

চট্টগ্রামের কালুরঘাট বিসিকের বাদামতলে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
চট্টগ্রামের কালুরঘাট বিসিকের বাদামতলে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।ছবি: AFP

সহিংসতার ভোট

মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগমনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি। মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। মিরকাদিম পৌরসভায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নৌকার এই সমর্থকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গুলি ও সংঘর্ষ

ভোট গ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্র দখল করতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দোহাজারীর জামির জুড়ি এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এই ঘটনায় তিন জন আহত হয়েছে।

ভোট চলাকালে বন্দরনগরীর খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রের কাছে দুই গ্রুপের সংঘর্ষে ভোটারসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার পৌনে ১০টা নাগাদ এ ঘটনা ঘটে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মুন্সীরহাট এলাকায় নৌকার সমর্থকদের উপস্থিতিতে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তখন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে তারা। পরে তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়ে পুলিশ। 

ভয় দেখানোর চেষ্টা

টাঙ্গাইল-২ আসনের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপারসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় দুই জন আনসার সদস্য আহত হয়েছেন।

জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের মূল ফটকে বিস্ফোরণের শব্দ শোনা যায় রোববার সকালে। সকাল ৯.১৫ মিনিট নাগাদ  এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবি, আতঙ্ক ছড়াতে কেউ পটকা ফাটিয়েছে।

খুলশীতে নৌকা–ফুলকপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে দুই জন গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে।

ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হক ওরফে ভোলা মাস্টারের ওপর হামলা হয়েছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রোববার সকালে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগের একটি ভোটকেন্দ্রের সামনে সকালে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম জানা যায়নি।

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ) আসনে একটি ভোটকেন্দ্রের পাশে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর (কাঁচি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়ায় একটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

যশোরে বোমা হামলার অভিযোগ

যশোর-৩ (সদর) আসনে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ হোসেন নামের এক আনসার সদস্য আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

আগুনে ক্ষতি

জাতীয় সংসদ নির্বাচনের আগেররাত সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ১৫টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের একাধিক ঘটনায় ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। দমকল বিভাগ জানিয়েছে, এসব ঘটনার মধ্যে বরিশালে ২টি ও চট্টগ্রামে একটি বাসে আগুন দেয়া হয়।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বিসিকের বাদামতলে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া ময়মনসিংহে একটি প্রাইভেট কারে, হবিগঞ্জে ২টি মোটরসাইকেলে, পিরোজপুরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। ফেনীতে দুটি ও নেত্রকোনায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অন্যদিকে ফেনী সদরে কমিশনারের অফিসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

ময়মনসিংহ, লালমনিরহাট, কিশোরগঞ্জ এবং খুলনায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এছাড়াও বরিশালের বাকেরগঞ্জ নির্বাচনী ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে।

পুলিশ বিএনপি সংঘর্ষ

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় অবরোধকারীদের। তবে বিএপি নেতাকর্মীদের পরিচয় জানা যায়নি। রোববার সকাল ৯টার পর চান্দগাঁওয়ে শরাফতউল্লাহ পাম্পের সামনের সামনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার পঙ্কজ দত্ত বাংলাদেশের একটি দৈনিককে বলেন, ''সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে, অবরোধকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ফাঁকা গুলি করলে অবরোধকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।''

 আরকেসি/এপিবি (প্রথম আলো, দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ