1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে গোলাগুলির পর ১৮ মামলার আসামি গ্রেপ্তার

১৭ জুন ২০২১

চট্টগ্রামের এক চেকপোস্টে গোলাগুলির পর  সাইফুল ইসলাম বার্মাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ৷ সাইফুলের বিরুদ্ধে জমি দখল, পাহাড়কাটা, মাদক চোরাচালানসহ অন্তত ১৮টি মামলা রয়েছে৷

ফাইল ছবিছবি: picture-alliance/dpa/NurPhoto/Z.H. Chowdhury

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ফটকের কাছে চেকপোস্ট বসিয়ে রাতে তল্লাশি করছিল পুলিশ৷ বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোড থেকে বুধবার গভীর রাতে সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল নামের ৩২ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করা হয়৷

"রাত পৌনে ২টার দিকে সেখানে বার্মা সাইফুলকে দেখে পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে৷ তখন সে পুলিশের দিকে গুলি করে৷ পুলিশও তখন পাল্টা গুলি করে৷”

পরে বার্মা সাইফুলকে ঘটনাস্থল থেকে ‘গুলিবিদ্ধ' অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি কামরুজ্জামান৷ গোলাগুলির মধ্যে তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন৷

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ