1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে তেলের জাহাজে আগুন, নিহত ১ দগ্ধ তিন

২৯ এপ্রিল ২০২১

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে একটি তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক জন নিহত হয়েছে আরও তিনজন  দগ্ধ হয়েছে৷

প্রতীকী ছবিছবি: Reuters/Sri Lankan Airforce

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে পতেঙ্গায় বৃহস্পতিবার সকালে যমুনার ওয়েল কোম্পানির ৯ নম্বর ঘাটে এ অগ্নিকাণ্ড ঘটে৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ ডটকমকে জানান, সকাল সাতটায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানাতে পারেনি আগুনে দগ্ধ মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি৷

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে আহত অবস্থায় অগ্নিকাণ্ডে ৬০ বছর বয়সী আহত অবস্থায় ৬০ বছর বয়সী শাহাবউদ্দিন, ৪৮ বছর বয়সী সুফিয়ান ও ২৫ বছরের মনিরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন পালিত জানান, দগ্ধদের মধ্যে একজন শতভাগ, একজনের ৯৫ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা গুরুতর৷ প্রাথমিক চিকিৎসার পর  মনিরকে দিয়ে ছেড়ে দেয়া হয়৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ