1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে বাড়িতে আগুনে একজনের মৃত্যু

৯ নভেম্বর ২০২০

চট্টগ্রামে ছয়তলা এক বাড়িতে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে৷ আগুনে দগ্ধ বাকী আটজনের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/Photoshot

আকবর শাহ থানার ওসি জহির হোসেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার একটি ছয় তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়৷ স্থানীয় লোকজন ওই বাসা থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মো. এস খালেদ জানান, চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সি পিয়ারা বেগমের সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়৷ আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)৷ তাদের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন৷

ঘটনাস্থল পরিদর্শন করার পরে ফায়ার সার্ভিস সদস্যদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়৷ বাসার প্রতিটি ঘরের বৈদ্যুতিক তার গলে গেছে তবে বিষয়টি তারা তদন্ত করছেন বলে জানিয়েছেন৷ ছয় তলা বাড়িটির উপরের তলার বাসিন্দারের মোট নয়জনের মধ্যে সাতজন এক পরিবারের সদস্য৷ বাকিরা সেখানে সাবলেট থাকতেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ