1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে হামলার শিকার জোনায়েদ সাকি

৭ জুন ২০২২

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতা৷ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়৷

Khaled Muhiuddin Asks | SM Kamal Hossain and Zonayed Saki
ফাইল ফটোছবি: Sazzad Hossain/DW

গণসংহতি আন্দোলন ফেসবুকে লিখেছে, ‘‘গণমানুষের স্বার্থের প্রতিনিধি হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে নিহত ও হতাহতদের খোঁজ-খবর করা এবং সাহায্য করার জন্য গিয়েছিলেন সাতদলীয় মোর্চা ‘‘গণতন্ত্র মঞ্চের'' নেতৃবৃন্দকে সাথে নিয়ে৷ সেখানে তাঁর উপর হামলার চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা৷ এতে তিনিসহ অন্তত ৬ জন আহত হয়েছেন৷'' 

ঢাকার দৈনিক প্রথম আলো পত্রিকা লিখেছে, ‘জয় বাংলা' স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালায়৷ হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে৷ তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন

আহত অন্যরা হলেন, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি৷ তাদের সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে লিখেছে প্রথম আলো৷

উল্লেখ্য, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবিতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘গণতন্ত্র মঞ্চ' নামের জোট গঠনের প্রক্রিয়া চলছে৷ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রাথমিকভাবে যুক্ত হচ্ছে এই জোটে।

রাজনৈতিক এই জোট গঠনের প্রক্রিয়ার মাঝেই চট্টগ্রামে হামলার শিকার হলেন জোনায়েদ সাকি৷ 

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ