1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে হামলার শিকার জোনায়েদ সাকি

৭ জুন ২০২২

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতা৷ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়৷

Khaled Muhiuddin Asks | SM Kamal Hossain and Zonayed Saki
ফাইল ফটোছবি: Sazzad Hossain/DW

গণসংহতি আন্দোলন ফেসবুকে লিখেছে, ‘‘গণমানুষের স্বার্থের প্রতিনিধি হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে নিহত ও হতাহতদের খোঁজ-খবর করা এবং সাহায্য করার জন্য গিয়েছিলেন সাতদলীয় মোর্চা ‘‘গণতন্ত্র মঞ্চের'' নেতৃবৃন্দকে সাথে নিয়ে৷ সেখানে তাঁর উপর হামলার চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা৷ এতে তিনিসহ অন্তত ৬ জন আহত হয়েছেন৷'' 

ঢাকার দৈনিক প্রথম আলো পত্রিকা লিখেছে, ‘জয় বাংলা' স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালায়৷ হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে৷ তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন

আহত অন্যরা হলেন, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি৷ তাদের সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে লিখেছে প্রথম আলো৷

উল্লেখ্য, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবিতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘গণতন্ত্র মঞ্চ' নামের জোট গঠনের প্রক্রিয়া চলছে৷ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রাথমিকভাবে যুক্ত হচ্ছে এই জোটে।

রাজনৈতিক এই জোট গঠনের প্রক্রিয়ার মাঝেই চট্টগ্রামে হামলার শিকার হলেন জোনায়েদ সাকি৷ 

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ