ব্যাপক সমালোচনার মুখে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও দুইটি উপনির্বাচনের আয়োজন থেকে সরে আসলো নির্বাচন কমিশন৷ শনিবার সংবাদ সম্মেলনে নির্বাচন স্থগিতের এই তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞাপন
দুপুরে এ বিষয়ে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়৷ পরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. আলমগীর নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ সচিব বলেন, ‘‘যদিও খুব সীমিত পর্যায়ে করোনার প্রভাব, তবুও ইসি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ২৯ মার্চের চট্টগ্রাম সিটি ও দুটি উপনির্বাচন স্থগিত করেছে৷’’
আপাতত অনিদিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ থাকবে বলেও উল্লেখ করেন তিনি৷ করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নিবে কমিশন৷
উল্লেখ্য আগামী ২৯ মার্চ চট্টগ্রামের সিটি কর্পোরেশনের পাশাপাশি বগুড়া-১, যশোর-৩ সংসদীয় আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল৷ যদিও শনিবার ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন ঠিকই আয়োজন করেছে কমিশন৷
এর আগে শুক্রবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘নির্বাচন না হলে বরং উল্টো আতঙ্ক ছড়াবে। বিশ্বে খারাপ মেসেজ যাবে। আমাদের এখানে এখনো তেমন কিছু হয়নি। নির্বাচন করাই ভালো।’’
অন্যদিকে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর জানিয়েছিলেন যারা ভোট দিতে আসবেন, তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারসহ সব স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। গণমাধ্যম তিনি বলেছিলেন, ‘‘ভোটাররা হাত ধুয়ে ভোট দেবেন। ভোট দিয়ে আবার হাত ধোবেন।’’
এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
করোনায় বাতিল যত আয়োজন
ফ্যাশন শো থেকে অপেরা হাউজ, মেলা বা নানা সাংস্কৃতিক আয়োজন; করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে একের পর এক অনুষ্ঠান আয়োজন বাতিল হয়ে যাচ্ছে৷
ছবি: Imago Images/Zuma Press/MGM
‘নো টাইম টু ডাই’
জেমস বন্ডের হাতে হয়তো আরো কিছুটা সময় আছে৷ তাই ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির তারিখ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে৷ এপ্রিলে জেমস বন্ড সিরিজের এই সিনেমাটি মুক্তির কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস বিশ্বজুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে তাতে প্রযোজক ঝুঁকি নিতে চান না৷
ছবি: Imago Images/Zuma Press/MGM
ভেনিস আর্কিটেকচার বিয়েনালে
মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও মর্যাদাপূর্ণ এই আয়োজনটি তিনমাস পিছিয়ে আগস্টে নিয়ে যাওয়া হয়েছে৷ ২৯ আগস্ট থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এটি৷
ছবি: picture-alliance/S. Lubenow
লন্ডন বইমেলা
মার্চের ১০ থেকে ১২ তারিখ লন্ডনে বইমেলা হওয়ার কথা ছিল৷ কিন্তু কর্মীদের নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি বড় প্রকাশক মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে মেলা বাতিল ঘোষণা করা হয়৷
ছবি: Getty Images/AFP/C. De Souza
ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট
করোনা ভাইরাসের কারণে সংগীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় মেলা ‘ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট’ স্থগিত করা হয়েছে৷ আগামী ২ থেকে ৪ এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল৷ এবার মেলার ৪০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল৷
ছবি: picture-alliance/dpa/F. Sommer
লাইপসিশ বইমেলা
করোনার কারণে লাইপসিশ বইমেলাও বাতিল করা হয়েছে৷ জার্মানির দ্বিতীয় বৃহৎ বইমেলাটি আগামী ১২ থেকে ১৫ মার্চ হওয়ার কথা ছিল৷
ছবি: Stiftung Buchkunst/Carolin Blöink
আইটিবি ট্রাভেল ট্রেড শো (বার্লিন)
ভ্রমণ বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই মেলার আয়োজনও শেষ মুহূর্তে বাতিল করেছেন আয়োজকরা৷
ছবি: Imago/V. Hohlfeld
দ্য ল্যুভর
বিশ্বজুড়ে পর্যটকদের প্যারিস ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ল্যুভর মিউজিয়াম৷ ফ্রান্সে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে৷
ছবি: Imago Images/PanoramiC/J.B. Autissier
মিলান ডিজাইন সপ্তাহ
প্রতিবছর এপ্রিলে সারা বিশ্বের পেশাদার ডিজাইনার, শিল্পী ও কোম্পানি নতুন নতুন আসবাবপত্রের নকশা এবং ইন্টেরিয়র ডিজাইন দেখতে মিলান যান৷ করোনা ভাইরাসের কারণে আয়োজকরা মেলা পিছিয়ে জুনে নিয়ে গেছেন৷
ছবি: Phillip K. Smith
লা স্কালা অপেরা হাউজ
ইটালির অভিজাত অপেরা হাউজগুলোর একটি মিলানের লা স্কালা৷ আগামী ৮ মার্চ পর্যন্ত যেটি বন্ধ ঘোষণা করা হয়েছে৷
ছবি: AP
কে-পপ কনসার্ট
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর কে-পপ বয় ব্যান্ড ‘বিটিএস’ সৌল অলিম্পিক স্টেডিয়ামে তাদের চারটি কনর্সাট বাতিল করেছে৷
ছবি: Facebook/BTS Official
‘মিশন ইম্পসিবল’
ইটালিতে করোনা ভাইরাস শনাক্তের পর টম ক্রুজ ভেনিসে তার ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং বাতিল করেছেন৷