1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চমক হাসানের চমক

৪ আগস্ট ২০১৩

গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ একসময় সামনাসামনি সেটা করলেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম অনলাইন৷

ছবি: Chamok Hasan

ইউটিউবে চমক হাসানের চ্যানেলে গেলে ভিডিওগুলো পাওয়া যাবে৷ ‘গণিতের রঙ্গে', ‘চটপট গণিত' আর ‘ক্যালকুলাসের অ-আ-ক-খ' – এই তিন পর্বে ভাগ করা যায় তাঁর ভিডিওগুলোকে৷ এর মধ্যে গণিতের রঙ্গে পর্বের ভিডিওতে চমক নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অঙ্ক শেখান৷ আর চটপট গণিত পর্বে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর দেন৷

ক্যালকুলাসের অ-আ-ক-খ পর্বে চমক ক্যালকুলাস শেখান৷ পর্বটি মূলত শিক্ষক ডটকম-এর জন্য করা৷

যেভাবে শুরু

গণিতের প্রতি চমকের আগ্রহ ছোট্টবেলা থেকেই৷ তবে নবম-দশম শ্রেণিতে পড়ার সময় মুহাম্মদ জাফর ইকবাল ও ড. মোহাম্মদ কায়কোবাদের লেখা ‘নিউরনে অনুরণন' বইটি চমককে গণিতের প্রতি বিশেষ আগ্রহী করে তোলে৷ সে সময় তিনি চিন্তা করতে থাকেন কীভাবে মজা করে গণিত শেখানো যায়৷ এরপর বুয়েটে ভর্তি হয়ে যখন গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত হন তখন প্রথমবারের মতো শিক্ষকতার সুযোগ তৈরি হয়৷ সে সময় অলিম্পিয়াডের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটা ক্যাম্প করা হয়েছিল যেখানে গণিতের একটা অংশ শেখানোর দায়িত্ব পান তিনি৷ সেই থেকে শুরু৷ এরপর পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর গণিত শেখানোর বিষয়টা মিস করতে থাকেন চমক৷ এর সমাধান হিসেবে তিনি বেছে নেন ইউটিউবকে৷ গত বছরের শুরুর দিককার কথা এটা৷ সেই থেকে এখনো চলছে৷

গণিত অলিম্পিয়াডের একটি অনুষ্ঠানে চমক (ডানে)ছবি: Chamok Hasan

শিক্ষার্থীরা কি বলে?

চমক বলেন সামনাসামনি পড়ানোর যে আনন্দ সেটা অন্যরকম৷ তবে ইউটিউবে ভিডিও প্রকাশ করার পর থেকেও বিভিন্ন মাধ্যমে তিনি শিক্ষার্থীদের প্রতিক্রিয়া পাচ্ছেন৷ যেমন যুক্তরাষ্ট্রে পড়ছেন এমন একজন নাকি তাঁর ভিডিও দেখার পর আগ্রহী হয়ে ‘মেজর' বিষয় হিসেবে ইঞ্জিনিয়ারিং ছেড়ে গণিত নিয়েছে৷ এছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক স্কুল শিক্ষার্থী চমককে চিঠি লিখে জানিয়েছেন যে, ভিডিও দেখার পর থেকে তিনি গণিত ভালো বোঝা শুরু করেছে এবং গণিতে ভালো ফল করছে৷ ভবিষ্যতে গণিত অলিম্পিয়াডে অংশ নেয়ার কথাও চমককে জানিয়েছে ঐ শিক্ষার্থী৷

ভবিষ্যত পরিকল্পনা

পিএইচডি শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা চমকের৷ এরপর যে কোনো উপায়েই হোক তিনি গণিত শেখানোর কাজ করবেন৷ তিনি বলেন, বাংলাদেশের অনেক শিক্ষক মজা করে অঙ্ক শেখালেও বেশিরভাগ শিক্ষকই এখনো পুরনো পদ্ধতিতেই পড়াচ্ছেন৷ ফলে শিক্ষার্থীরা হয়ত মজা পাচ্ছে না৷ সরকারি, বেসরকারি উদ্যোগ নিয়ে এ ধরণের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত বলেও মনে করেন চমক৷

চমক হাসানের সাক্ষাৎকার

This browser does not support the audio element.

পাশাপাশি গণিতের মজার বিষয়গুলো নিয়ে লেখালেখি করারও ইচ্ছা আছে তাঁর৷ ইতিমধ্যে ‘গল্পে-জল্পে জেনেটিক্স' নামে একটি বই লিখেছেন তিনি৷ ইংরেজি ‘এ কার্টুন গাইড টু জেনেটিক্স' বই থেকে তথ্য-উপাত্ত নিয়ে নিজের মতো করে বইটি লেখেন চমক৷

খান অ্যাকাডেমি সম্পর্কে চমক

ইউটিউবে বাংলায় গণিত শেখার ভিডিওর সবচেয়ে বড় সংগ্রহ ‘খান অ্যাকাডেমি'-র৷ বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের বিখ্যাত হওয়া ‘খান অ্যাকাডেমি'-র ইংরেজি ভিডিওগুলোই বাংলায় অনুবাদ করা হয়েছে সেখানে৷ তাই এর সঙ্গে জড়িতদের প্রশংসা করেছেন চমক৷ তবে তাঁর মতে, অনুবাদগুলো আরেকটু সাবলীল হলে ভালো হতো৷ এ কারণে শিক্ষার্থীদের কাছে ভিডিওগুলো এখন পর্যন্ত খুব একটা জনপ্রিয় হয়নি বলে মন্তব্য চমকের, যার পুরো নাম নওরিন হাসান চমক৷

গান ও চমক

গণিতের মানুষ চমকের বাড়ি কুষ্টিয়ায়৷ তাই লালনের স্পর্শ লেগেছে তাঁর গায়েও৷ তবে স্কুল কলেজে থাকতে মঞ্চে না গাইলেও বুয়েটে গিয়ে করেছেন সেটাও৷ এখন তিনি নিজে গান লিখে তাতে সুর দিয়ে নিজেই গান৷ পাশাপাশি গাইতে পছন্দ করেন লালন সহ অন্যান্যদের গানও৷ গণিত অলিম্পিয়াড উৎসবের গান ‘আয় আয় আয় গণিতের আঙিনায়' চমকের লেখা ও সুর করা৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ