ক্লাসে মহানবি হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন দেখানোয় হামলায় নিহত শিক্ষককে ‘শহিদ’ বলে তার জন্য শুক্রবার সব মসজিদে প্রার্থনার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের এক ইমাম৷
বিজ্ঞাপন
প্যারিসের উপকণ্ঠ দ্রান্সির এক মসজিদের ইমাম হাসেন চালগুমি বলেন, ইতিহাস শিক্ষক স্যামুয়েল প্যাটি মত প্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে শহিদ হয়েছেন৷ যে স্কুলে ইতিহাসের ওই শিক্ষককে চেচেন বংশোদ্ভূত ১৮ বছর বয়সি এক সন্দেহভাজন হত্যা করে, সোমবার সেখানে ফুল দিয়ে নিহত শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান তিনি৷ এ সময় ফ্রান্সে চরম ইসলামপন্থিদের সম্পর্কে সবাইকে সতর্ক করে সকল বাবা-মায়ের প্রতি সন্তানদের মনে ফ্রান্স সম্পর্কে ঘৃণার বীজ যাতে বপন করা না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি৷
ইউরোপের জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদরা
ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিতে কয়েকজন মুসলমান উপরের সারিতে অবস্থান করে নিয়েছেন৷ ছবিঘরে থাকছে তাঁদের কথা৷
ছবি: picture-alliance/dpa/R. Hirschberger
ব্রিটিশ রাজনীতির সম্ভ্রান্ত নারী
ব্রিটিশ মন্ত্রিসভার প্রথম মুসলিম নারী সৈয়দা ওয়ারসি৷ ২০১০-২০১২ সালে তিনি কনজারভেটিভ পার্টির সহকারী প্রধান বা কো-চেয়ারের দায়িত্ব পালন করেন৷ ওয়ারসি কনজারভেটিভ পার্টিতে ইসলাম ভীতি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী টেরিসা মে’কে প্রকাশ্যে বক্তব্য দেয়ার আহ্বান জানিয়েছিলেন৷
ছবি: Getty Images/AFP/O. Scarff
ফ্রান্স ও ইউরোপের রাজনীতিতে মুসলিম
পশ্চিমা দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস৷ ধর্মানুসারীদের সংখ্যার দিক থেকে দেশটিতে ইসলামের অবস্থান দ্বিতীয়৷ তবে সেই তুলনায় রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণ তুলনামূলক কম৷ রাশিদা দাতি তাঁদের মধ্যে একজন, যিনি দেশটির রাজনীতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন৷ ২০০৭-২০০৯ সালে এই নারী ফ্রান্সের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন৷
ছবি: Getty Images/AFP/P. Huguen
ধর্মান্তরিত মুসলিম রাজনীতিবিদ
ডাচ রাজনীতিবিদ জোরাম ফন ক্লাভেরিন একসময় কট্টর মুসলিম সমালোচক হিসেবে পরিচিত ছিলেন৷ পার্টি ফর ফ্রিডমের এই আইনপ্রণেতা ইসলাম ধর্মবিরোধী প্রচারও চালিয়েছেন৷ কিন্তু ইসলাম বিরোধী একটি বই লিখতে গিয়ে তিনি হঠাৎই নিজেকে ধর্মান্তরিত হিসেবে ঘোষণা দেন৷ তাঁর দলের সাবেক প্রধান ইসলামের কট্টর সমালোচক গেয়ার্ট ভিল্ডার্স এ নিয়ে বলেছেন, ব্যাপারটি একজন নিরামিষভোজীর কসাইখানায় চাকরি নেয়ার মতো৷
ছবি: AFP/Getty Images/ANP/B. Czerwinski
নেদারল্যান্ডসের জনপ্রিয় মেয়র
২০০৯ সালে ডাচ শহর রটারডামের মেয়র নির্বাচিত হন আহমেদ আবুতালেব৷ তিনি দেশটির প্রথম অভিবাসী মেয়র৷ পশ্চিমা দেশগুলোতে আসার পর যেসব মুসলিম সেখানকার মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়, তাদের বিরুদ্ধে তিনি ভীষণ সরব৷ ২০১৫ সালে বার্তা সংস্থা এএনপির জরিপে সবচেয়ে জনপ্রিয় ডাচ রাজনীতিবিদ নির্বাচিত হয়েছেন আবুতালেব৷
ছবি: picture-alliance/dpa/B. Maat
ব্রিটেনেও মুসলিম মেয়র
২০১৬ সাল থেকে লন্ডনের মেয়রের দায়িত্ব পালন করে আসছেন সাদিক খান৷ এর আগে ২০০৫-২০১৬ পর্যন্ত তিনি লেবার পার্টির সংসদ সদস্য ছিলেন৷ ব্রেক্সিট গণভোটে ব্রিটেনের ইউরোপে থাকার পক্ষের প্রচারকারীদের মধ্যে ছিলেন সামনের সারিতে৷ তিনি সমকামী বিবাহেরও সমর্থক৷ ২০১৬ সালে ব্রিটিশ মুসলিম অ্যাওয়ার্ডের বর্ষসেরা রাজনীতিবিদের খেতাব পান সাদিক৷ ব্যক্তিগত জীবনে তিনি ধর্মানুরাগী এবং নিয়মিত মসজিদে নামাজ পড়েন৷
ছবি: picture-alliance/dpa/Yui Mok
‘ধর্মনিরপেক্ষ মুসলিম’ রাজনীতিবিদ
জার্মান রাজনীতিতে গ্রিন পার্টির সবচেয়ে পরিচিত মুখ চেম ও্যজদেমির৷ ২০০৮-২০১৮ সাল পর্যন্ত তিনি দলের সহকারী প্রধানের দায়িত্ব পালন করেন৷ বাবা-মার জন্মভূমি তুরস্ক হলেও রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের অধীনে থাকা তুরস্ককে ইইউর সদস্যপদ দেয়ার বিরোধী তিনি৷ নিজেকে তিনি ‘ধর্মনিরপেক্ষ মুসলিম’ হিসেবে অভিহিত করেন৷ জার্মানিতে গাঁজার বৈধতা দেয়ার জন্যেও প্রচার চালিয়েছেন এই রাজনীতিবিদ৷
ছবি: picture-alliance/dpa/R. Hirschberger
6 ছবি1 | 6
সাংবাদিকদের ইমাম হাসেন চালগুমি বলেন, ফ্রান্সে বসবাসরত মুসলমানদের ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা ইসলামি চরমপন্থির বিষয়ে সজাগ হওয়ার এখনই সময়৷ তিনি মনে করেন, ‘‘তিনি (নিহত শিক্ষক) মত প্রকাশের স্বাধীনতার শহিদ এবং এমন এক জ্ঞানী ব্যক্তি যিনি সহিষ্ণুতা, সভ্যতা এবং অন্যকে সম্মান করতে শেখাতেন৷’’
ফ্রান্সের ইমাম সম্মেলনের সভাপতি হিসেবে হাসেন চালগুমি নিয়মিতই পরস্পরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার পক্ষে কথা বলেন৷ শিক্ষককে জবাই করে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইমাম সমাজ, বাবা-মা, সুধি সমাজ সবাই জেগে উঠুন, কারণ, আপনার ভবিষ্যত এখন হুমকির মুখে৷
ফ্রান্সে ইসলামি চরমপন্থিরা খুব সংগঠিত এবং দেশের প্রচলিত আইনকে ব্যবহার করে কতদূর যাওয়া সম্ভব তা তারা জানে- এ কথা উল্লেখ করে ফ্রান্সের আলোচিত এই ইমাম বলেন, ‘‘ভিন্নমতের কারণে কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করতে হবে৷ ফ্রান্সে সবার অধিকার আছে৷ এই প্রজাতন্ত্রে যা যা ভালো আছে সেসব সম্পর্কে সন্তানদের জানানো উচিত বাবা-মায়েদের৷’’
২০১০ সালে ফ্রান্সে মুসলিম নারীদের হিজাব পরা নিয়ে বিতর্ক চলার সময় হত্যার হুমকি দেয়ায় বিশেষ নিরাপত্তা নিতে হয়েছিল তাকে৷
এসিবি/কেএম (রয়টার্স)
২০১৮ সালের নভেম্বরের ছবিঘরটি দেখুন...
ইউরোপে কোন দেশগুলোতে সবচেয়ে বেশি মুসলমানের বাস
অ্যামেরিকান থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার বলছে, ২০১৬ সালে ইউরোপের মোট জনসংখ্যার ৪ দশমিক ৯ ভাগ ছিল মুসলমান৷ ২০৫০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার ৭.৫ ভাগ হবে মুসলমান৷
ছবি: Nikolay Doychinov/AFP/Getty Images
ফ্রান্স
২০১৬ সালের ঐ পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপের দেশগুলোর মধ্যে বর্তমানে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলমানের বাস৷ দেশটির মোট জনসংখ্যার ৮ দশমিক ৮ ভাগ অধিবাসী মুসলমান৷ বর্তমানে সেখানে ৫৭ লাখ ২০ হাজার মুসলমান বাস করছেন৷
ছবি: AP
জার্মানি
জার্মানিতে ২০১৬ সালে মুসলমানদের মোট সংখ্যা ছিল ৪৯ লাখ ৫০ হাজার, যা মোট জনসংখ্যার ৬ দশমিক ১ ভাগ৷
ছবি: Getty Images/S. Gallup
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে ৪১ লাখ ৩০ হাজার মুসলমানের বাস, যা মোট জনসংখ্যার ৬ দশমিক ৩ ভাগ৷
ছবি: picture-alliance/empics/D. Dawson
ইটালি
এই দেশটিতে ২৮ লাখ ৭০ হাজার মুসলমানের বাস, যা দেশটির মোট জনসংখ্যার ৪ দশমিক ৮ ভাগ৷
ছবি: Getty Images for Les Benjamins/S. Alemdar
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ১২ লাখ ১০ হাজার, যা দেশটির মোট জনসংখ্যার শূন্য দশমিক এক ভাগ৷
ছবি: AP
স্পেন
স্পেনে বর্তমানে ১১ লাখ ৮০ হাজার মুসলমানের বাস, যা দেশটির মোট জনসংখ্যার ২ দশমিক ৬ ভাগ৷