‘‘চলচিত্রে আপত্তিকর দৃশ্য থাকলে পুলিশ মামলা করবে কেন?’’
২৬ ডিসেম্বর ২০২০
নায়ক শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি' চলচ্চিত্রের একটি অংশের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলায় ছবির পরিচালক ও একজন অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা, সমালোচনা৷
বিজ্ঞাপন
সম্প্রতি অনলাইনে একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘নবাব এলএলবি' নামে একটি চলচ্চিত্র৷ সেখানে অভিনয় করেছেন ঢালিউড তারকা শাকিব খানও৷ চলচ্চিত্রটিতে পুলিশের ভূমিকাকে ‘হেয় করে উপস্থাপনের' অভিযোগ এনে মামলা করেছে পুলিশ৷ পর্নোগ্রাফি আইনে দায়ের করা এই মামলায় বৃহস্পতিবার রাতে পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়৷ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে৷ গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়৷ সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়৷''
একই মামলায় অভিনেত্রী স্পর্শিয়াকেও আসামি করা হয়েছে৷ তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা৷
কী দেখানো হয়েছে চলচ্চিত্রে
প্রশ্ন উঠেছে চলচ্চিত্রটিতে কী এমন দেখানো হয়েছে যে পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা এবং দ্রুত গ্রেপ্তার করা হল৷ বিডিনিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘‘এই নির্মাতা ও অভিনেতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে রমনা থানায় দায়ের করা মামলায় বলা হয়, ‘নবাব এলএলবি' নামের ওই চলচ্চিত্রে ধর্ষণের শিকার এক নারী বিচারের আশায় থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা (অভিনেতা শাহীন মৃধা) তাকে (ভিকটিম) অরুচিকর, বিকৃত প্রশ্ন করেন, যাতে পুলিশকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে৷ এতে পুলিশের সুনাম ক্ষুণ্ন হয়েছে৷''
চলচ্চিত্রে পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন শাহীন মৃধা ও ধর্ষণের শিকার নারীর চরিত্রে ছিলেন অর্চিতা স্পর্শিয়া৷
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
চলচ্চিত্র অনুরাগী, বিশ্লেষক ও সাংবাদিকসহ অনেকেই এই ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ অনেকেই বিদেশি চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের উদাহরণ দিয়ে একে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহিষ্ণু আচরণ হিসেবে দেখছেন৷ সাংবাদিক আমিন আল রশীদ লিখেছেন, ‘‘এইসব পুলিশ ও বিচারসংশ্লিষ্টরা জীবনেও স্টার ওয়ার্ল্ডের জনপ্রিয় শো ‘জিমি কিমেল লাইভ' দেখেননি৷ দেখলে জানতেন, শুধু পুলিশ নয়, খোদ মার্কিন প্রেসিডেন্টকে লাইভ অনুষ্ঠানে গালাগাল করলেও তা নিয়ে মামলা হয় না বা কাউকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় না৷'' তিনি মনে করেন শুধু ভারতের বাংলা ও হিন্দি সিনেমায়ও পুলিশকে নিয়ে যেসব রসিকতা ও গালাগাল করা হয়, তা নিয়ে মামলা হলে বছরে জনাবিশেক পরিচালককে জেলে যেতে হতো৷
সিরাজুল হোসেন প্রশ্ন তুলেছেন, ‘‘চলচিত্রে আপত্তিকর দৃশ্য থাকলে পুলিশ মামলা করবে কেন? সেন্সর বোর্ড আছে কি জন্য৷ পুলিশের পেছনে কাপড় নাই মাথায় টুপি৷ এটাই প্রমাণ যে চলচিত্রে যা দেখানো হয়েছে সেটা সত্য বটে তা না হলে এত গায়ে লাগে কেন?''
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং চলচ্চিত্র সমালোচক ড. ফাহমিদুল হক তার ফেসবুকে লিখেছেন, ‘‘চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী-কলাকুশলী সমিতি কি একটিও বিবৃতি দেবে, তাদের মুক্তির জন্য?’’ অবশ্য চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী ও পরিচালকদের সংগঠনগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোন বিবৃতি আসেনি৷ ফাহমিদুল হক তার আরেক স্ট্যাটাসে পুরনো বাংলা চলচ্চিত্রে বহুল ব্যবহৃত সংলাপের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘‘সেই ভালো ছিল! পুলিশ শেষ দৃশ্যে এসে বলতো, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না’৷ খাকি-পরা রোগাপটকা দেখতে ‘ঠোলা'দের আসলে তেমন কোনো ক্ষমতাই ছিল না৷ আজ তাদের অনেক ক্ষমতা৷ চেহারায় জেল্লা, পোশাকে রঙ৷ তাদের কাছে প্রতিশ্রুতিশীল সরকারকে ধরে রাখে তারা৷’’
চলচ্চিত্র আন্দোলনকর্মী ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন মনে করেন বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণে যে স্বাধীনতা নেই এই ঘটনা তারই একটি উদাহরণ৷ তার মতে, ‘‘চলচ্চিত্রের গল্পে কোনো পেশাজীবীর খারাপ আচরণের অর্থ এই নয় যে ওই পেশাজীবীদের পুরো সমাজই খারাপ... গল্পবলার ক্ষেত্রে এই টাইপের ‘লাল ফিতা' বেঁধে দিতে থাকলে বাংলাদেশে সত্যিকারের চলচ্চিত্র আর কখনও হবে না...''
উল্লেখ্য নাটক-সিনেমায় পুলিশের চরিত্র দেখাতে হলে পুলিশের অনুমতি নিতে হবে, ২০১৫ সালের এপ্রিলে এমন একটি নির্দেশনা দেয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির পক্ষ থেকে৷ নাটক, চলচ্চিত্র নির্মাণ সংশ্লিষ্টদের এই বিষয়ে তখন চিঠি দেয়া হয় বলেও খবর বের হয় গণমাধ্যমে৷
সংকলনঃ ফয়সাল শোভন
সম্পাদনাঃ যুবায়ের আহমেদ
অক্টোবরের ছবিঘরটি দেখুন...
‘নিউ নর্মালে’ ফিরছে বিনোদন, খেলাধুলা
করোনার কারণে বিশ্বব্যাপী খেলাধুলা ও বিনোদন জগত একেবারে থমকে গিয়েছিল৷ এখন আবার সবকিছু শুরুর চেষ্টা চলছে, তবে স্বাস্থ্যবিধি মেনে৷
ছবি: Privat
স্বাস্থ্যবিধি মেনে নাটক, সিনেমার শুটিং
কোরবানির ঈদ থেকেই বাংলাদেশে সীমিত পরিসরে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং৷ ঢাকার অদূরে শুটিং স্পট পূবাইলে ২০-এর অধিক শুটিং হাউজের সবকটিই ব্যস্ত সময় পার করছে৷ ব্যস্ত উত্তরার শুটিং হাউজগুলোও৷ আর সেপ্টেম্বরের শুরু থেকেই একটু একটু করে জমতে শুরু করে ঢাকাই চলচ্চিত্রের প্রধান কেন্দ্র এফডিসি৷ ছবিতে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের শুটিং দেখা যাচ্ছে৷
ছবি: Privat
শর্তসাপেক্ষে সিনেমা হল খুলছে
বাংলাদেশে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তবে শর্ত হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করতে বলা হয়েছে৷ দর্শকদের মাস্ক পরতে হবে৷ স্বাস্থ্যবিধি মানা না হলে হল বন্ধ করে দেয়া হতে পারে৷
ছবি: DW/M. Mamun
নাটকের মঞ্চায়ন
আগস্টে ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চে আয়োজন করা হয় শূন্যনের নাটক ‘লাল জমিন’৷ সেপ্টেম্বর মাসে সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন নিজস্ব মহড়াকক্ষে স্বল্পসংখ্যক দর্শকের জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল ‘প্রাচ্যনাট’৷
ছবি: Dhaka Theater
‘ড্রাইভ ইন মুভি ফেস্ট’
করোনার কারণে বিশ্বের অনেক দেশেই এ ধরনের চল দেখা গেছে৷ এবার বাংলাদেশেও সেটা আয়োজনের চেষ্টা চলছে৷ চলতি মাসেই এমন একটি উৎসব অনুষ্ঠিত হতে পারে৷
ছবি: picture-alliance/dpa
স্টেজে গাইতে না পারার আক্ষেপ
করোনার কারণে স্টেজে গান গাইতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন৷ তবে সম্প্রতি তিনি সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন৷ কবরীর অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’ ছবিতে প্রথমবারের মতো সংগীত পরিচালনা করছেন তিনি৷ সম্প্রতি তেজগাঁওয়ের এক স্টুডিওতে নিজের সুর করা গানেই কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন৷
ছবি: Privat
জয়ার শর্ত
কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুদানের ছবি ‘বিউটি সার্কাস’এর শেষ দৃশ্য ধারণে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান৷ এক্ষেত্রে জয়ার প্রথম শর্তই ছিল শুটিংয়ের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে৷
ছবি: Privat
করোনার কারণে ছোট টিম
‘বিউটি সার্কাস’এর পরিচালক মাহমুদ দিদার জানান, অন্য সময় শুটিং টিমে প্রায় শতাধিক সদস্য থাকতো, এখন তা বড়জোর ২০-২৫ জনে নেমে এসেছে৷
ছবি: Privat
খুলছে শিল্পকলা একাডেমি
এ মাসেই শিল্পকলা একাডেমি খোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এমএ খালেদ৷ তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে একাডেমিতে প্রবেশ ও মিলনায়তনগুলোতে বসার ব্যবস্থা করা হবে৷ এ নিয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে৷ যে নাট্যদলগুলো হল বরাদ্দ নেবে বা আবেদন করবে, তাদের এই নীতিমালা মেনে হল সরবরাহ করা হবে৷
ছবি: Privat
ভিড় বেশি, তাই আলো বন্ধ
১১ থেকে ২০ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিত হয়েছে ১৬তম ‘ফেস্টিভ্যাল অফ লাইটস’৷ এই সময় বার্লিনের বিভিন্ন ভবন আলোকিত করা হয়েছিল৷ তবে এ বছর আলো দেখতে আসা মানুষের ভিড় বেড়ে গেলে কিছু সময়ের জন্য আলো নিভিয়ে দেয়া হয়েছিল, যেন ভিড় কমে যায়৷ করোনার কারণে এই নিয়ম৷
ছবি: picture-alliance/Xinhua News Agency/S. Yuqi
অনলাইন কনসার্ট
সম্প্রতি ইতিহাসের প্রথম কোরিয়ান পপ ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের ‘বিলবোর্ড হট হান্ড্রেড’ সিঙ্গেলসের শীর্ষে উঠেছিল দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস-এর প্রথম ইংলিশ সিঙ্গেলস ‘ডায়নামাইট’৷ তবে করোনার কারণে কনসার্ট করতে পারছে না বিটিএস৷ তাই হতাশ সমর্থকদের আনন্দ দিতে অনলাইনে কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ সৌলে অনুষ্ঠিত কনসার্টটি ১০ ও ১১ অক্টোবর অনলাইনে লাইভস্ট্রিম করা হবে৷
ছবি: picture-alliance/Yonhap
অনলাইনে মিউজিয়াম
করোনার কারণে মিউজিয়াম বন্ধ করে দিতে বাধ্য হওয়ার পর অনেক মিউজিয়াম কর্তৃপক্ষ অনলাইনে তাদের সংগ্রহ দেখার ব্যবস্থা করেছিল৷ বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে মিউজিয়াম খুললেও অনলাইনের সুযোগ এখনো রেখে দিয়েছে অনেকে৷
ছবি: TU Darmstadt/Architectura Virtualis
দর্শকহীন মাঠে আন্তর্জাতিক ক্রিকেট
জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছিল৷ করোনার কারণে খেলা হয়েছে দর্শকশূন্য মাঠে৷ এছাড়া বল চকচকে দেখাতে থুথু মেশানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়াও ইংল্যান্ড সফর করেছে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
আইপিএল-ও ব্যতিক্রম নয়
নিজ দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়াম৷ তবে টিভিতে আইপিএল দেখে রোমাঞ্চিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা৷ উপরের ছবিটি গতবছরের৷
ছবি: IANS
বাংলাদেশের ক্রিকেট
শ্রীলঙ্কায় কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের নিয়মের কারণে সে দেশে এখনই সফরে যেতে পারছেন না টাইগাররা৷ অথচ সেই সফর দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তারা৷ অপেক্ষায় ছিলেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও৷ আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে না পারায় এখন ঘরোয়া ক্রিকেট চালু করতে চাইছে বিসিবি৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বিশ্ব ফুটবলেও দর্শকহীন ম্যাচ
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইউরোপীয় ফুটবল ফিরেছিল মে মাসে৷ পথ দেখিয়েছিল জার্মানির বুন্ডেসলিগা৷ এরপর একে একে ইংল্যান্ড, ইটালি ও স্পেনের লিগও শুরু হয়৷ অবশ্যই দর্শকহীন স্টেডিয়ামে৷ স্থগিত থাকা গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগও শেষ হয়েছে৷ এখন চলছে ২০২০-২১ মৌসুমের খেলা৷ ছবিতে এক সমর্থককে টিভিতে ২১ জুন অনুষ্ঠিত লিভারপুল-এভারটনের ম্যাচটি দেখতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/M. Childs
আছে ব্যতিক্রমও
২৪ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ফাইনালের সময় স্টেডিয়ামে ১৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন৷ ইউরোপা লিগের সেরা সেভিয়াকে ২-১ গোলে হারায় চ্যাম্পিয়নস লিগের সেরা বায়ার্ন মিউনিখ৷ করোনার পর এই প্রথম দর্শকদের সামনে ফুটবল খেলেছে বায়ার্ন ও সেভিয়া৷ এছাড়া বুন্ডেসলিগার কিছু ম্যাচে অল্প সংখ্যক দর্শককে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেয়া হচ্ছে৷
ছবি: Bernadett Szabo/AP Images/picture-alliance
বাংলাদেশের ফুটবল
ফুটবলপাড়া এখন ব্যস্ত নির্বাচন নিয়ে৷ করোনায় গিলে খেয়েছে পেশাদার ফুটবল লিগের একটি মৌসুম৷ বাতিল হয়েছে আন্তর্জাতিক ম্যাচও৷ আগামী ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল চালু হবার কথা৷
ছবি: Mir Farid
টেনিস
সম্প্রতি হয়ে গেল ইউএস ওপেন৷ তবে তাতে অংশ নেননি পুরুষ ও মহিলা এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও বিয়াঙ্কা আন্দ্রেস্কু৷ করোনা মহামারির স্বাস্থ্যঝুঁকির কারণে প্রথমজন এবং পরেরজন সে কারণেই যথাযথ প্রস্তুতি না নিতে পারায় অংশ নেননি৷ ডমিনিক থিয়েম ও নাওমি ওসাকা হয়েছেন ইউএস ওপেনের নতুন রাজা-রানি৷