1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্রের পর্দায় শিল্পীর তুলি

ডানিয়েলা স্পেট/এসবি৯ সেপ্টেম্বর ২০১৬

চলচ্চিত্রের পর্দায় বিখ্যাত শিল্পীদের জীবন বার বার তুলে ধরা হয়েছে৷ কিন্তু তাঁদের আঁকা ছবির আদলে তৈরি চলচ্চিত্র তৈরি হয়েছে কি? বিশ্ববিখ্যাত শিল্পী ভিনসেন্ট ফান গখ-এর অঙ্কনশৈলির ভিত্তিতে তৈরি হচ্ছে এমনই এক অভিনব চলচ্চিত্র৷

DW euromaxx Loving Vincent
ছবি: rbb

‘‘আমাদের ছবিই আমাদের কথা বলবে'' – ভিনসেন্ট ফান গখ মৃত্যুর এক সপ্তাহ আগে নাকি এই বাক্য লিখেছিলেন৷ ‘লাভিং ভিনসেন্ট' নামের ছবির নির্মাতারা তাঁর সেই উক্তি আক্ষরিক অর্থেই গ্রহণ করেছেন৷ ৬০,০০০-এরও বেশি ছবি দিয়ে এই অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করা হয়েছে৷ প্রতিটি ছবি হাতে আঁকা৷ এত বড় আকারে এমন কোনো প্রকল্প কখনো চালানো হয়নি৷ ছবির প্রযোজক শন ববিট বলেন, ‘‘কাজটা মোটেই সহজ ছিল না৷ লগ্নিকারীদের বোঝানো কঠিন কাজ ছিল৷ যখন বললাম আমরা ছবি এঁকে চলচ্চিত্র তৈরি করছি, তখন প্রশ্ন উঠলো কম্পিউটারে করছো না কেন৷ কিন্তু ঘটনা হলো, কম্পিউটারে অবশ্যই এটা করা যায়৷ কিন্তু বড় পর্দায় তার তুলনা হয় না৷ তাছাড়া ফান গখ-এর অঙ্কনশৈলি অত্যন্ত পরিচিত৷ মানুষ তাঁর চোখ দিয়েই জগতটা দেখার সুযোগ পাচ্ছেন৷''

চলচ্চিত্রের পর্দায় শিল্পীর তুলি

02:34

This browser does not support the video element.

শিল্পীরা তিনটি বিভিন্ন জায়গায় কাজ করছেন৷ সবচেয়ে বড় কাজ চলছে পোল্যান্ডের গেডানস্ক শহরে৷ গোটা বিশ্বের প্রায় ৫,০০০ মানুষ এই প্রকল্পে কাজ করার জন্য আবেদন জানিয়েছিলেন৷ তাঁদের মধ্যে প্রায় ১০০ জন শিল্পী পরীক্ষায় পাশ করেন৷ তারপর তিন সপ্তাহের ইন্টেনসিভ কোর্স৷ তাতে ফান গখ-এর শৈলিতে আঁকা শেখানো হয়৷

মেক্সিকোর শিল্পী মায়রা অ্যারনান্দেস রিয়োস প্রশিক্ষণের শেষ সপ্তাহে পৌঁছে গেছেন৷ ২৬ বছর বয়স্ক এই শিল্পীর কাছে এই প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ বিশাল এক সম্মান৷ তবে কাজটা বেশ কঠিন৷ মায়রা বলেন, ‘‘আমার কাছে সঠিক রং খুঁজে পাওয়া এবং বিভিন্ন ছবির জন্য তা ব্যবহার করা একটা বড় চ্যালেঞ্জ৷ হয়তো তা দিয়ে ২০০ ফ্রেম তৈরি হবে৷''

প্রথমে অভিনেতা সহ চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়৷ তার ভিত্তিতেই শিল্পীরা ফান-গখ শৈলিতে ছবি আঁকেন৷ ১২টি ছবির সমন্বয়ে চলচ্চিত্রের এক সেকেন্ড তৈরি হয়৷ ছবিটির ট্রেলার ইন্টারনেটে ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ