1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র উৎসব

১৯ ফেব্রুয়ারি ২০১২

বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ ৬২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ শেষ দিন৷ এটি যেমন চলচ্চিত্র কর্মীদের মিলন মেলা, তেমনি ছবিপ্রেমী এবং সৃষ্টিশীল কাজে আগ্রহী তরুণদের আনন্দময় উৎসব৷

Besucher der 57. Internationalen Filmfestspiele Berlin "Berlinale" warten auf den Beginn des Kartenverkaufs fuer das Filmfest am Potsdamer Platz in Berlin am Dienstag, 6. Februar 2007. Um 10:00 Uhr vormittags begann der Kartenverkauf fuer die Auffuehrungen der Berlinale, die vom 8. bis 18. Februar in Berlin stattfinden. (ddp images/AP Photo/Markus Schreiber) --- People line up in front of a ticket counter for the 57th Intenational Filmfestival Berlin 'Berlinale' at the Potsdamer Platz Square in Berlin on Tueday, Feb. 6, 2007. At 10 a.m. local time ticket sale began for the movies shown at the 57th Berlinale film festival, that takes place in the German capital from Feb. 8 to 18, 2007. (ddp images/AP Photo/Markus Schreiber)
টিকেট কিনতে ছবিপ্রেমীদের দীর্ঘ সারিছবি: AP

জার্মানির রাজধানী বার্লিনে এ বছর ৯ই ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হলো বার্লিনালে৷ সারা বছর এই উৎসবের জন্য প্রতীক্ষায় থাকেন জার্মানি ও ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র কর্মী ও ভক্তরা৷

টিকেট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনলেন বার্লিনে বসবাসকারী মধ্যবয়সি এক ব্যবসায় প্রশাসক৷ ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে তিনি বার্লিনালে নিয়ে তাঁর উৎসাহের কথা জানান, ‘‘আমি এই উৎসবটাকে খুবই ভালোবাসি৷ এ উৎসবে যোগ দেওয়াটা একটা বিশেষ অনুভূতি৷ কারণ বিভিন্ন ধরণের মানুষের সমাগম ঘটে এখানে৷ এছাড়া বিশ্বের নানা দেশের নানা ভাষার ছবিগুলো এক জায়গাতেই দেখা যায়৷ এছাড়া সমাজ ও রাজনীতির নানা প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবিগুলোও এখানে থাকে৷ সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশ প্রভাব ফেলে৷''

বুলগেরিয়া থেকে বার্লিনালের ট্যালেন্ট ক্যাম্পাসে যোগ দিতে এসেছেন তরুণ চলচ্চিত্র কর্মী গেয়র্গি৷ ইতিমধ্যে তিনি ৬টি প্রামাণ্য চিত্র তৈরি করেছেন৷ বার্লিনের লাল গালিচা বেছানো এই উৎসব নিয়ে তাঁর অভিব্যক্তি, ‘‘এখানে খুবই ঠান্ডা৷ কিন্তু এটি বিশ্বের বড়মাপের চলচ্চিত্র উৎসবগুলোর একটি৷ আমি মনে করি ছবি নির্মাতা ও ছবির জগতের সাথে জড়িতদের সবার অবশ্যই এ উৎসবে আসা উচিত৷''

আনুজা ঘোসালকারছবি: DW

বার্লিন চলচ্চিত্র উৎসব আয়োজনের নানা দিক হাতে-কলমে শেখানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি ছোট ও মধ্য মাপের চলচ্চিত্র উৎসবের বারো জন প্রতিনিধিকে আনা হয়েছে বার্লিনে৷ ডয়চে ভেলে একাডেমির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় যোগ দিচ্ছেন ভারত থেকে আসা এক্সপেরিমেন্টা চলচ্চিত্র উৎসবের ব্যবস্থাপক আনুজা ঘোসালকার৷ বার্লিনালে নিয়ে আনুজার মন্তব্য, ‘‘গোটা উৎসবটাই খুব মজার৷ তবুও আমি কিছু কিছু বিভাগের ছবিগুলো অন্যগুলোর চেয়ে বেশি উপভোগ করছি৷ বিশেষ করে রাশিয়ান আর্কাইভ থেকে কিছু ছবি এখানে আনা হয়েছে এবং বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট ছবি যেগুলো ফোরাম বিভাগে দেখানো হচ্ছে সেগুলো দেখে আমি খুব মজা পেয়েছি৷ এমনকি মূল প্রতিযোগিতা এবং প্যানোরামায় থাকা ছবিগুলোর চেয়েও আমার কাছে এগুলোই বেশি ভালো মনে হয়েছে৷''

জার্মানির হামবুর্গে থাকেন অলিভিয়া৷ ফ্রিল্যান্সার হিসেবে সম্পাদনার কাজ করেন তিনি৷ প্রায় প্রতি বছরই বার্লিনালেতে আসেন এই ছবির উৎসব দেখতে৷ কোন ছবিগুলো তিনি বিশেষভাবে দেখতে আগ্রহী, এমন প্রশ্নের উত্তরে প্রথমেই বললেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ডন টু ছবির কথা৷ এছাড়া বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্রও দেখতেও আগ্রহী অলিভিয়া৷ বার্লিনালে সম্পর্কে অলিভিয়া বললেন, ‘‘এটির পরিবেশটাই ভিন্ন রকম৷ এখানে বিশ্বের নানা দেশ থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে৷ সবমিলিয়ে এটা একটা চমৎকার আনন্দ-উল্লাসের জায়গায় পরিণত হয়৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ