1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ নিহত, আহত ক্যাথরিন মাসুদ

১৩ আগস্ট ২০১১

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল বাংলাদেশের ভিন্ন ধারার সফল চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের প্রাণ৷ তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনিরসহ ৫ জন ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শনিবার৷

Am 13. August 2011 sind Tareq Masud und Mishuk Munier in einen Unfall getötet worden. Dhaka, Bangladesh. Copyright: DW/Samir Kumar Dey
মাসুদ এবং মুনীরের মতো আর কতো প্রতিভাকে এভাবে সড়ক দুর্ঘটনার কবলে অকালে হারিয়ে যেতে হবে?ছবি: DW/Samir Kumar Dey

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের বালিয়াজুড়িতে এই দুর্ঘটনা ঘটে৷ এতে ক্যাথরিন মাসুদসহ তিন জন আহত হয়েছেন৷ তারেক মাসুদ তাঁর ‘কাগজের ফুল' ছবির চিত্রধারণের স্থান দেখার জন্য মানিকগঞ্জের আছামতি নদীর তীরে গিয়েছিলেন৷ ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দীন জানিয়েছেন, শনিবার দুপুর ১২ টা ২০ মিনিটে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সাথে তাঁদের মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে৷

তারেক মাসুদের অকাল মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শোক ও সমবেদনা জানিয়েছেন৷

তারেক মাসুদ তাঁর বাল্যকালের অধিকাংশ সময়ই কাটিয়েছিলেন মাদ্রাসায়৷ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর মাদ্রাসা শিক্ষার সমাপ্তি ঘটে৷ যুদ্ধের পর তিনি সাধারণ শিক্ষার জগতে প্রবেশ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন৷

এই প্রাণখোলা হাসি আর দেখা যাবে না কখনইছবি: DW/Samir Kumar Dey

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন এবং দেশে-বিদেশে চলচ্চিত্র বিষয়ক অসংখ্য কর্মশালা এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছিলেন৷ ১৯৮২ সালের শেষ দিকে তিনি জীবনের প্রথম প্রামাণ্যচিত্র ‘আদম সুরত' নির্মাণ করেন৷ এটি ছিল প্রখ্যাত বাংলাদেশি শিল্পী এস এম সুলতানের জীবনকর্মের উপর৷ এরপর থেকে তিনি বেশ কিছু প্রামাণ্যচিত্র, এনিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন৷

তারেক মাসুদের ‘মুক্তির গান' ও ‘মাটির ময়না' সহ অনেক ছবি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছে৷ ২০০২ সালে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না' মুক্তি পায়৷ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং ফিপরেসি পদক লাভ করে৷ এই ছবির জন্য তিনি ২০০২ সালের কান উৎসবে আন্তর্জাতিক সমালোচক পদক অর্জন করেন৷ বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য তিনি৷ ১৯৮৮ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন৷ এছাড়া তিনি অ্যামেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি সাময়িকী ও পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখি করতেন৷

তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ একজন মার্কিন নাগরিক৷ ক্যাথরিন এবং তারেক মিলে ঢাকায় একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার নাম অডিওভিশন৷ চলচ্চিত্র নির্মাণ ছাড়া তারেক মাসুদের আগ্রহের বিষয় ছিল লোক সংগীত এবং লোক ধারা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ