হলিউড থেকে শুরু করে বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পে ডিজিটাল ক্যামেরার ব্যবহার বেড়েই চলেছে৷ জার্মানির মিউনিখ শহরের এক কোম্পানি এ ক্ষেত্রে তার আধিপত্য বিস্তার করে চলেছে৷
বিজ্ঞাপন
চলচ্চিত্র শুটিং-এর আগে শেষ প্রস্তুতি চলছে৷ অভিজ্ঞ কলাকুশলিরা শট-এর জন্য ক্যামেরা সাজিয়ে নিচ্ছেন৷ সেটে ক্যামেরাই হলো আসল তারকা৷ ক্যামেরায় তোলা ছবিই প্রতিবার রূপালি পর্দায় জাদু সৃষ্টি করে৷ আজকাল আরও বেশি ক্যামেরাম্যান ডিজিটাল ক্যামেরা ব্যবহার করছেন৷ নিজেদের স্বপ্ন বাস্তব করে তুলতে তাঁরা এই প্রযুক্তির অভিনব সম্ভাবনাগুলি কাজে লাগাচ্ছেন৷ তাঁদেরই একজন হান্স ফ্রম৷ তিনি বলেন, ‘‘চলচ্চিত্রের আকর্ষণই হলো ছবির মাধ্যমে গল্প বলা, নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বকে দেখা৷''
মিউনিখ শহরে এআরআরআই প্রতিষ্ঠানের সদর দফতরে অসাধারণ সব ক্যামেরা সৃষ্টি করা হয়৷ যেমন এআরআরআই আলেক্সা৷ এই ক্যামেরা দিয়ে জেমস বন্ডের চলচ্চিত্রও তোলা হয়েছে৷
ফটোকিনা: ফটোগ্রাফি এবং সিনেমাপ্রেমীদের স্বর্গ
ফটোগ্রাফি সংক্রান্ত বিশ্বের সবচেয়ে বড় মেলা ‘ফটোকিনা’ আবারও শুরু হয়েছে জার্মানির কোলন শহরে৷ ৬৬ বছর ধরে ফটোগ্রাফি এবং সিনেমাপ্রেমীদের কাছে এই মেলাটি অনেকটা স্বর্গের মতো৷ ফটোকিনা-২০১৬ আসর নিয়েই এই ছবিঘর...
ছবি: DW/A. Purwaningsih
যখন থেকে শুরু
‘ফটোকিনা’-র প্রথম আসরটি জার্মানির এই কোলন শহরেই হয়েছিল, ১৯৫০ সালে৷ ১৯৬৬ সাল থেকে দু’বছর পরপর নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে এ আসর৷
ছবি: DW/A. Purwaningsih
এবারের আকর্ষণ
সব আয়োজনেই বিশ্বের সেরা ক্যামেরাশিল্পী এবং ক্যামেরার সমাবেশ হয় এখানে৷ এবার এসেছে ফুজির এই এক্স-টি২ ক্যামেরা৷ ক্যামেরাটি ‘ওয়েদারপ্রুফ’, অর্থাৎ সব রকমের আবহাওয়ায়, যে কোনো জায়গায় এটি নিয়ে কাজ করা যাবে৷
ছবি: DW/A. Purwaningsih
নাইকনের অ্যাকশন ক্যামেরা
নাইকনের এই অ্যাকশন ক্যামেরাটিও ফটোকিনা-২০১৬-র অন্যতম আকর্ষণ৷
ছবি: DW/A. Purwaningsih
হাইস্পিড ক্যামেরা
সনির এই ডিএসএলআর হাইস্পিড ক্যামেরাটিও সবার নজর কাড়ছে৷
ছবি: DW/A. Purwaningsih
ক্যামেরাম্যান হওয়ার উপায়
সনির বুথে গিয়ে যে কেউ অতি আধুনিক মুভি ক্যামেরা চালিয়ে দেখতে পারেন৷ এভাবে অল্প সময়ে ক্যামেরাম্যান হওয়ার সুযোগটা অনেকেই লুফে নিচ্ছেন৷
ছবি: DW/A. Purwaningsih
অন্যরকম
ক্যাননের এই প্রদর্শনীটি হচ্ছে একটি কন্টেইনারে৷
ছবি: DW/A. Purwaningsih
বিশেষজ্ঞের পরামর্শ
ক্যাননের আয়োজনে ছিল বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেয়ার ব্যবস্থা৷ ক্যামেরা এবং ফটোগ্রাফির বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিজেকে আরো সমৃদ্ধ করার সুযোগটা অনেকেই ছাড়েননি৷
ছবি: DW/A. Purwaningsih
ফটোগ্রাফি নিয়ে বক্তৃতা
ফটোকিনাতে বিশ্বখ্যাত ফটোগ্রাফাররা এসে ফটোগ্রাফি নিয়ে মন খুলে কথা বলেন৷ তা শুনে অনেক কিছু শেখাও যায়৷
ছবি: DW/A. Purwaningsih
শিক্ষানবিশ
মেলায় এসে একজন খুব মন দিয়ে ক্যামেরা চালানো শিখছেন৷
ছবি: DW/A. Purwaningsih
বড় দিনের উপহার
মেলা শেষে সব কোম্পানিই নতুন নতুন মডেলের ক্যামেরাগুলো বাজারে ছাড়বে৷ বড় দিনের উৎসবের আর বেশি বাকি নেই৷ বড় দিনের উপহার হিসেবে অনেকের কাছে ক্যামেরাই হয়ে উঠবে বড় আকর্ষণ৷
ছবি: DW/A. Purwaningsih
10 ছবি1 | 10
মার্টিন স্করসেসি-র মতো বিখ্যাত চিত্র পরিচালকও এই নতুন প্রযুক্তির উপর নির্ভর করছেন৷ এআরআরআই পরিচালকমণ্ডলীর সদস্য ড. মার্টিন প্রিলমান বলেন, ‘‘এই ক্যামেরা এমনভাবে তৈরি করা হয়েছে, যে অ্যানালগ যুগের ক্যামেরার সঙ্গে তার অনেক মিল রয়েছে৷ ফলে ক্যামেরাম্যানদের খুব সুবিধা হয়েছে৷ জটিল ‘ডিজিটাল' প্রযুক্তি নিয়ে তাঁদের মনে ভয় দূর হয়েছে৷''
ফিল্মের বদলে ক্যামেরা হাইটেক সেন্সরের উপর ছবি ধারণ করে৷ ফলে উচ্চ মানের আলট্রা হাই রেজোলিউশন ছবি ক্যামেরায় ধরা পড়ে৷ সব রকম ‘একস্ট্রিম' পরীক্ষার পরই ক্যামেরা ক্রেতার হাতে পৌঁছয়৷ ড. প্রিলমান বলেন, ‘‘সাধারণত বেশ রুক্ষ জায়গায় ক্যামেরা ব্যবহার করা হয়৷ সমুদ্র, পাহাড়, বরফ, মরুভূমি – সব জায়গায়ই ক্যামেরাকে ঠিকমতো কাজ করতে হবে৷''
শিশুর ক্যামেরায় নিজের জগত
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের কাইয়েলিচা এলাকার শিশুরা তাদের কাছে যা গুরুত্বপূর্ণ মনে হয় সেসবের ছবি তোলে৷ ক্যামেরা হাতে আশেপাশের ছবি তুলে বেড়ায় ওরা৷ কাইয়েলিচায় প্রায় ১২ লাখ মানুষের বাস, তাঁদের প্রায় সবাই খুব গরিব৷
ছবি: Elethu/Karin Banduhn
একদিনের রিপোর্টার
‘‘জীবনে সত্যি যা ভালোবাসো তা দেখাও’’ – ঠিক এই কথাটাই বলে দেয়া হয়েছে স্থানীয় একটি স্কুলের ছয় বছর বয়সি এই শিশুদের৷ এই প্রথম ক্যামেরা হাতে নিয়েছে ওরা৷ কয়েক ঘণ্টা ক্যামেরা চালানো শেখার পর নেমে পড়েছে সেরা ছবি তোলার কাজে৷
ছবি: Karin Banduhn
‘নতুন বাড়ি’
কোসা ভাষায় কাইয়েলিচা মানে ‘নতুন বাড়ি’৷ সরকার চায় এলাকায় নতুন ঘর-বাড়ি হোক৷ কিন্তু লিখতার পরিবারের মতো অনেকেরই কাঠের বাড়ি ছেড়ে নতুন বাড়িতে ওঠার সাধ্য নেই৷
ছবি: Liktha/Karin Banduhn
ভরপুর বাড়ি
সিফোকাজির পরিবারে এক ছাদের নীচে বাস করে তিন প্রজন্ম৷ কাইয়েলিচার বেশির ভাগ পরিবারের মতো এ পরিবারেরও মূল উপার্জনকারী বাবা, পরিবারের প্রয়োজন মেটাতে অন্য বাড়িতে গৃহকর্মীর কাজ করে মা৷ মা-বাবা যখন কাজে ব্যস্ত, তখন বাচ্চাদের দেখাশোনা করেন দাদা-দাদি৷
ছবি: Siphokazi/Karin Banduhn
অমূল্য সম্পদ
খেলনা খুব প্রিয় মাহলের৷ বেশিরভাগ খেলনাই তার স্কুলে আসে জার্মানির হামবুর্গ শহরের শুলকাম্প প্রাথমিক বিদ্যালয় থেকে৷ কাইয়েলিচা সংস্থা ওদের স্কুলের পাশে আছে সবসময়৷
ছবি: Mahle/Karin Banduhn
ছেলেদের খেলনা
মাথা গোঁজার ঠাঁইয়ের পাশাপাশি একটা গাড়ি থাকলে কার না ভালো লাগে! জায়গা নেই বলে কাইয়েলিচার বাচ্চারা বাড়িতে খুব একটা খেলতে পারে না৷ খুদে ফটোগ্রাফার ইভিভসে তাই খালি ক্যান দিয়েই বানিয়ে নিয়েছে রেস ট্র্যাক৷
ছবি: Ivivse/Karin Banduhn
ক্ষুধা নিবারণ
লুলুথো স্কুল থেকে ফেরে ভীষণ ক্ষুধা নিয়ে৷ ঘরে সবসময় খাওয়ার মতো কিছু না কিছু থাকে বলে রক্ষা৷ কাইয়েলিচার অধিকাংশ পরিবার খাবারের পেছনে প্রতিদিন খরচ করে ২২ রান্ড, অর্থাৎ ১.৭০ ইউরোর মতো৷
ছবি: Lulutho/Karin Banduhn
ঐতিহ্য আর দৈনন্দিন জীবন
স্থানীয়দের অধিকাংশই কোসা জনগোষ্ঠীর৷ নেলসন ম্যান্ডেলা আর তাঁদের ভাষা এক৷ তাঁদের কাছে ঐতিহ্য খুব গুরুত্বপূর্ণ৷ সাধারণত মেয়েরা রান্না করে আর ছেলেরা কাজ করতে যায় বাইরে৷
ছবি: Yandise/Karin Banduhn
কাইয়েলিচার শিশুরা
ফটোসাংবাদিক এলেথুর জন্য বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ৷ এখানে শিশুরা আত্মবিশ্বাসী এবং সুখি মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে৷ এটা দরকারও, কেননা শিশুদের হাতেই তো দেশের ভবিষ্যৎ!
ছবি: Elethu/Karin Banduhn
8 ছবি1 | 8
গোটা বিশ্বে প্রায় ৮০ শতাংশ চলচ্চিত্র তৈরির সময় জার্মানির এই কোম্পানির ক্যামেরা ব্যবহার করা হয়৷ হলিউডও তার ব্যতিক্রম নয়৷ ফলে মিউনিখ শহরের এই কোম্পানি বিশ্ববাজারে তার আধিপত্য কায়েম করেছে৷
এর মধ্যেই ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি অ্যানালগের তুলনায় কয়েকগুণ বেশি শার্পনেস ও রংয়ের বৈচিত্র ফুটিয়ে তুলছে৷ সেইসঙ্গে ফিল্ম রোল, ডেভেলপমেন্ট ইত্যাদি বাবদ বিশাল খরচও বাঁচিয়ে দিচ্ছে৷ আরেকটি সুবিধা হলো, ছবি তোলার পর সেটের মধ্যেই তা পরীক্ষা করা যায়৷
অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে চলচ্চিত্রের ইতিহাসে সেরা মাস্টারপিসগুলির সংরক্ষণ করা হচ্ছে৷ সেখানে এআরআরআই কোম্পানির রেস্টোরেশন বিভাগে কর্মীরা নিষ্ঠার সঙ্গে পুরানো ফিল্মের রিল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করেন৷ এই কাজ খুবই কঠিন৷ কারণ ঐতিহাসিক এই সম্পদের অনেক অংশ প্রায়ই ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়৷