1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

২৫ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে শুরু হয়েছে এক যৌথ উৎসব৷ বাংলাদেশের প্রথম আলো ও ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’ এর আয়োজক৷ শুরু হয়েছে বৃহস্পতিবার৷ চলবে বুধবার পর্যন্ত৷

Cricket Mania in Bangladesh: Cricket is one of the most popular games in South Asia. This Year Bangladesh, India and Sri Lanka organizing cricket World cup 2011. Cricket fans in Bangladesh showing their interest on cricket. Foto: bdnews24.com, Bangladesch, 2011
ছবি: bdnews24.com

এ উপলক্ষ্যে আজ শনিবার সন্ধ্যায় কলকাতার প্রিন্সেপঘাটে গান গাইবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা ও ভারতের উষা উত্থুপ৷

এর আগে শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে গজল পরিবেশন করেন ভারতের পঙ্কজ উদাস৷ আর নজরুল সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের ফেরদৌস আরা৷ অনুষ্ঠানের শেষ দিকে দুজনে মিলে একটি গান গেয়ে শোনান৷ পঙ্কজ উদাস হিন্দিতে আর তা বাংলা করে গেয়ে শোনান ফেরদৌস আরা৷

আগামীকাল রবিবার গাইবেন বাংলাদেশের ফরিদা পারভীন ও ভারতের প্রভাতি বাউল৷ পরদিন সোমবার কলকাতার নজরুল মঞ্চে গাইবে বাংলাদেশের ব্যাণ্ড মাইলস ও কলকাতার চন্দ্রবিন্দু৷ আর উৎসবের শেষদিন বুধবার গান পরিবেশন করবে জেমসের নগর বাউল ও কলকাতার ক্যাকটাস৷

কলকাতা ছাড়াও নতুন দিল্লি ও মুম্বাইতে উৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ রবিবার মুম্বাইয়ের বান্দ্রা ফোর্টে সংগীত পরিবেশন করবেন জেমস ও জাবেদ আলী৷ আর সোমবার নতুন দিল্লির পুরানা কিল্লায় গান গাইবেন জেমস ও ভারতের ব্যান্ড ইন্ডিয়ান ওশেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ