1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪৮ ঘণ্টার ধর্মঘট

১২ জুলাই ২০১২

এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে৷ বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহণ৷ পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি রয়েছে ধর্মঘটে৷ তবে সাধারণ যাত্রীদেরও অভিযোগ আছে সিএনজি অটোরিকশার চালকদের বিরুদ্ধে৷

ছবি: Harun Ur Rashid

ঢাকায় এ ধর্মঘট শুরু হয়েছে বুধবার সকাল থেকে৷ আর শেষ হবে কাল সকালে৷ সিএনজি অটোরিকশার চালকরা মালিকের জমার টাকা কমানো, মিটার তুলে দেয়া এবং পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘট শুরু করেছেন৷ আর এতে, সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে৷ তারা ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাড়িয়ে থেকেও গন্তব্যে যাওয়ার কোনো উপায় করতে পারছেন না৷

সিএনজি অটোরিকশার চালকদের ক্ষোভ মূলত পুলিশের বিরুদ্ধে৷ তাদের দাবি, পুলিশ নানা অজুহাতে তাদের কাছ থেকে টাকা আদায় করে৷ আর না দিলে হয়রানিমূলক মামলা ঠুকে দেয়৷

তবে সিএনজি অটোরিকশার চালকদের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই যাত্রীদের৷ তারা ইচ্ছেমত ভাড়া হাঁকেন৷ মিটারের তোয়াক্কা করেন না৷ আর রাজধানীর যেকোনো গন্তব্যে যাওয়া বাধ্যতামূলক হলেও, তারা তা মানেন না৷ সবই নির্ভর করে তাদের মেজাজ-মর্জির ওপর৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে চলাচলকারী পণ্যবাহী কভার্ড ভ্যান ও ট্রাক চালকরাও ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন৷ এতে সারা দেশে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে৷ তাদের মূল দাবি, পুলিশি হয়রানি বন্ধ করা৷

তবে ট্রাফিক পুলিশের উপকমিশনার কবির হোসেন পুলিশি হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেছেন, অনেক গাড়িরই কাগজপত্র থাকেনা৷ তাই এসব গাড়ি রেকার দিয়ে টেনে ডাম্পিংয়ে নিয়ে যাওয়া ছাড়া তাদের কিছু করার থাকেনা৷

অন্যদিকে, ধর্মঘট উপেক্ষা করে বেশি রোজগারের আশায় দু-একটি সিএনজি অটোরিকশা যে রাস্তায় নামছেনা, তা নয়৷ তবে ধর্মঘটিদের সামনে পড়লে তার মাশুল দিতে হচ্ছে তাদের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ