1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্থিক প্রবৃদ্ধি

৭ ফেব্রুয়ারি ২০১২

২০১১-১২ সালের অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৬.৯% গত তিন বছরের তুলনায় সর্বনিম্ন৷ অর্থনীতিবিদদের মতে, এর কারণ মূলত ইউরোজোন সঙ্কট, কঠোর মুদ্রানীতি এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা৷ এর চটজলদি উন্নতির সম্ভাবনা কম৷

ছবি: AP

ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া অবশ্য মনে করেন, ৬.৯% প্রবৃদ্ধি আমরা যেটা বলে আসছি তারসঙ্গে সঙ্গতিপূর্ণ৷ আমরা বলেছিলাম, ২০১১-১২ সালে প্রবৃদ্ধির হার হবে ৭%৷

অর্থনীতিবিদদের মতে, এর চটজলদি উন্নতির সম্ভাবনা কম৷ রিজার্ভ ব্যাঙ্ককে সুদের হার কমাতে হবে৷ সেটা হয়ত বাজেটের পরই হবে৷ মুদ্রাস্ফীতির রাশ টানতে কড়া ব্যবস্থা নিতে হবে এবং রাজস্ব ঘাটতি সুসংহত করতে হবে সরকারকে৷

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নমুখিনতার জন্য অর্থনীতিবিদরা অনেকাংশে দায়ী করছেন ইউরোজোন এবং মার্কিন বাজারের মন্দাকে৷ বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রতন খাসনবিশ ডয়চে ভেলেকে বললেন,আমাদের আর্থিক প্রবৃদ্ধির কাঠামোটা দাঁড়িয়ে ছিল বাইরের ভালো বাজার পাবার ওপর৷ তাই ইউরোজোন ও আমেরিকার মন্দায় ভারত মার খেয়েছে বেশি৷ ২০১৩তে যদি ইউরোজোন ও আমেরিকার বাজার আবার চাঙ্গা হয় তাহলে ঐসব দেশ আমদানি বাড়াবে, ভারতের প্রবৃদ্ধিও বাড়বে৷

অধ্যাপক খাসনবিশের মতে, নব্য-উদারিকরণকে আঁকড়ে ধরে সবটাই বাজারের ওপর ছেড়ে দেয়াটা কতটা সঙ্গত সরকারকে তা নিয়ে ভাবতে হবে৷ কারণ ভারত এখনো সেই সাবালকত্ব অর্জন করেনি, যেখানে সব কিছুই বাজারের ওপর ছেড়ে দেয়া যায়৷ কৃষি ও বুনিয়াদি শিল্পে সরকারের ব্যাপক বিনিয়োগ দরকার৷

অভ্যন্তরিণ বাজারে কৃষিক্ষেত্রকে মজবুত না করা, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গলদ ছিল, বলেন অধ্যাপক খাসনবিশ৷৷

সরকারের হিসেব অনুযায়ী চলতি আর্থিক বছরে কৃষি উৎপাদনের হার হবে ২.৫%,ম্যানুফ্যাকচারিংএ ৩.৯% নির্মাণ শিল্পে ৪.৮% এবং মাইনিং-এ ২.২%৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ