1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি বছরেই ইরাক ছাড়বে সব মার্কিন সেনা - ওবামা

২২ অক্টোবর ২০১১

চলতি বছরের মধ্যেই ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এক ভাষণে এটি স্পষ্টভাবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ওবামার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি৷

President Barack Obama speaks in the Rose Garden of the White House in Washington, Thursday, Oct. 20,2011, to discuss the death of Libyan leader Moammar Gadhafi. (AP Photo/Charles Dharapak
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: dapd

ইরাকে অবস্থানরত ৩৯ হাজার সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে অবসান হবে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান পর্ব৷ সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র বা ডাব্লিউএমডি রয়েছে এমন ভুয়া অভিযোগে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বাহিনী৷ তবে সেই অভিযানে জার্মানি সহ অনেক দেশই সাড়া দেয়নি বরং বিরোধিতা করেছিল৷ কয়েক মাসের যুদ্ধ শেষে ইরাক দখল করে মার্কিন ও ব্রিটিশ বাহিনী৷ ধরা পড়েন সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, এবং শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় তাঁকে৷ কিন্তু আজ পর্যন্ত সাদ্দাম হোসেনের সেই মারণাস্ত্র খুঁজে পাওয়া যায়নি৷

গত ২০০৮ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহারের উদ্যোগ নেয় তৎকালীন বুশ প্রশাসন৷ এরপর কয়েকধাপে ইরাকে মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার তাঁর রেডিও ভাষণে জানিয়ে দিলেন, চলতি বছরের শেষ নাগাদ ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটবে৷ ফিরে আসবে সব মার্কিন সেনা৷ জানা গেছে, ইরাকি সরকারের সঙ্গে একটি আপোশে আসতে ব্যর্থ হওয়ার পরই মার্কিন সব সেনা দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন বারাক ওবামা৷ ইরাকে আরও বেশ কয়েকদিন বেশি মার্কিন সেনাদের রাখার ব্যাপারে আলোচনা হচ্ছিল দুই দেশের মধ্যে৷ ইরাকি সরকার চাচ্ছিলো যে, এই বছরের পরও হাজার পাঁচেক মার্কিন সেনা সেখানে অবস্থান করুক যারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে কাজ করবে৷ তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিলো, কোন অপরাধ করলেও এসব মার্কিন সেনাদের ইরাকি আইনের আওতায় বিচার করা যাবে না৷ কিন্তু ইরাকি সরকার সেই প্রস্তাব মানতে রাজি না হওয়ায় দুই পক্ষের আলোচনা ভেস্তে যায়৷

এদিকে মার্কিন বাহিনীকে ইরাক থেকে পুরোপুরি প্রত্যাহার করার ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি৷ তিনি বলেছেন, এটি ইরাকি জনগণের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এর ফলে ইরাকে নিরাপত্তা পরিস্থিতির কোন পরিবর্তন হবে না৷ মালিকি বলেন, ‘‘আমরা সামরিক অধ্যায় পার করে এসেছি এবং সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে গিয়েছি৷ মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইরাকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমের আর কোন কারণ থাকবে না৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ