চলতি বছর যুক্তরাষ্ট্রে কাজের ভিসা পাবেন না বিদেশিরা
২৩ জুন ২০২০
চলতি বছরের শেষ পর্যন্ত বিদেশিদের কাজের ভিসার উপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন৷ এর ফলে পাঁচ লাখ ২৫ হাজার বিদেশি দেশটিতে চাকুরি পাওয়া থেকে বঞ্চিত হবেন৷
বিজ্ঞাপন
সোমবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
দক্ষ কর্মীদের জন্য দেয়া এইচওয়ান, শ্রমিকদের জন্য এলওয়ান, গবেষণা ও শিক্ষায় নিযুক্তদের জে-ভিসা এবং মৌসুমি কর্মীদের এইচটু ভিসাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে৷
তবে খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ কয়েকটি শিল্পের মৌসুমি কর্মীদের ভিসা এই শ্রেণির বাইরে রাখা হচ্ছে৷ সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে এখন যারা বৈধ ভিসায় রয়েছেন তারাও কোনো সমস্যায় পড়বেন না৷
গণমাধ্যমের কর্মীদের কাছে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মহামারি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প অ্যামেরিকানদের যত দ্রুত সম্ভব কাজে ফেরাতে মনযোগী,'' বলেন তিনি৷
হোয়াইট হাউসের হিসাবে নতুন সিদ্ধান্তে দেশটির নাগরিকদের জন্য পাঁচ লাখ ২৫ হাজার চাকুরি খালি হবে৷ পাশাপাশি বিদেশিদের স্থায়ী নাগরিকত্বের নিয়মেও সংশোধন আসতে পারে বলে জানা গেছে৷
সমালোচকরা বলছেন, অভিবাসনে রাশ টানতে করোনা মহামারিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন৷ বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল শিল্পসংশ্লিষ্টরা বহুদিন ধরে ট্রাম্পের এমন অভিবাসন নীতির বিরোধিতা করে আসছে৷ নতুন নীতির কারণে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সও৷
এফএস/জেডএইচ (রয়টার্স, এপি, ডিপিএ, এএফপি)
প্রবাসী আয়ে শীর্ষ দশ দেশ ও বাংলাদেশ
২০১৮ সালে গোটা বিশ্বে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৬৮ হাজার ৯০০ কোটি ডলার, যা তার আগের বছরের চেয়ে নয় ভাগ বেশি৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে৷ দেখুন কোন দশটি দেশ বেশি আয় করেছে৷
ছবি: tasnim
১. ভারত
প্রবাসী আয়ে শীর্ষ অবস্থান ভারতের৷ বিভিন্ন দেশে বসবাসরত দেশটির নাগরিকরা সাত হাজার ৮৬১ কোটি ডলার পাঠিয়েছেন নিজ দেশে৷
ছবি: Imago/Zumapress/I. Chowdhury
২. চীন
২০১৮ সালে চীনের প্রবাসী আয়ের পরিমাণ ছিল ছয় হাজার ৭৪১ কোটি ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ৷
ছবি: AFP
৩. মেক্সিকো
তৃতীয় অবস্থানে আছে মেক্সিকো৷ রেমিট্যান্স থেকে তাদের বার্ষিক আয় তিন হাজার ৫৬৬ কোটি ডলার৷
ছবি: picture-alliance/AP
৪. ফিলিপাইন্স
প্রবাসীদের কাছ থেকে ২০১৮ সালে তিন হাজার ৩৮৩ কোটি ডলার পেয়েছে ফিলিপাইন্স৷
ছবি: picture-alliance/dpa/B. Hajan
৫. মিশর
প্রবাসীদের আয়ের দিক থেকে মিশরীয়দের অবস্থান পঞ্চম৷ দেশটি দুই হাজার ৮৯২ কোটি ডলারের রেমিট্যান্স পেয়েছে গত বছর৷
ছবি: picture-alliance/dpa/K. Elfiqi
৬. ফ্রান্স
ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় ফ্রান্স, ২০১৮ সালে যার পরিমাণ ছিল দুই হাজার ৬৪৩ কোটি ডলার৷
ছবি: picture alliance/abaca/S. Lemouton
৭. নাইজেরিয়া
আফ্রিকার দেশগুলোর মধ্যে সবেচয়ে এগিয়ে নাইজেরিয়া৷ তাদের বার্ষিক প্রবাসী আয়ের পরিমাণ দুই হাজার ৪৩১ কোটি ডলার৷
ছবি: picture-alliance/AP Photo/S. Alamba
৮. পাকিস্তান
দক্ষিণ এশিয়ায় ভারতের পর সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করা দেশ পাকিস্তান৷ গত বছর তাদের প্রবাসীরা দুই হাজার ১০০ কোটি ডলার পাঠিয়েছে দেশে৷
ছবি: AP
৯. জার্মানি
ফ্রান্সের পর জার্মানিই ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আয়কারী দেশ৷ ২০১৮ সালে এক হাজার ৭৩৬ কোটি ডলার পেয়েছে তারা এই খাত থেকে৷
ছবি: AP
১০. ভিয়েতনাম
শীর্ষ দশের সবশেষ দেশটি এশিয়ার ভিয়েতনাম৷ ২০১৮ সালে এক হাজার ৫৯৩ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন ভিয়েতনামের প্রবাসীরা৷
ছবি: picture-alliance/dpa/L. Thai Linh
১১. বাংলাদেশ
২০১৫ সালেও প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে৷ ভিয়েতনামের কাছে সেই জায়গাটি হারিয়ে নেমে আসতে হয়েছে এগারোতে৷ গত বছর বাংলাদেশে মোট এক হাজার ৫৫০ কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা৷