1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি মৌসুমে আর মাঠে থাকছেন না বোল্ট

১১ আগস্ট ২০১০

বাকি মৌসুমে আর ট্র্যাকে নামবেন না জ্যামাইকান তারকা ইউসেন বোল্ট৷ বিশ্বখ্যাত এ স্প্রিন্টার বছরের বাকি সময় পিঠের সমস্যার কারণে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন৷

জ্যামাইকান তারকা ইউসেন বোল্টছবি: AP

২০০৮ সালে অনুষ্ঠিত বেইজিং অলিম্পিকে বোল্ট ১০০ ও ২০০ মিটারে সোনা জয় করেন৷ এরপর ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওই দুই ইভেন্টেই বিশ্বরেকর্ডসহ সোনা জয় করেন বোল্ট৷ কিন্তু শুক্রবার স্টকহোম ডায়মন্ড লিগে ১০০ মিটার ইভেন্টে তিনি আমেরিকান স্প্রিন্টার টাইসন গের কাছে হেরে যান৷ এতে গে নিয়েছিলেন ৯.৮৪ সেকেন্ড, কিন্তু বোল্ট নেন ৯.৯৭৷ গত দুই বছরে ইউসেন বোল্টের এটিই প্রথম পরাজয়৷

অবশ্য টাইসন গে'র কাছে হেরে যাওয়ার পরেই ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে তাঁর ইনজুরি৷ মিউনিখের চিকিৎসক হান্স-ম্যুলার ভোল্ফহার্ট বলেছেন, ‘‘বোল্ট যদি রেস চালিয়ে যান তাহলে এ ইনজুরিটা পিঠের নিচের দিকে নেমে আসতে পারে৷'' এরপরই বোল্ট জুরিখ এবং ব্রাসেলসের আইএএএফ ডায়মন্ড লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন৷

গত বছর বার্লিনে বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন বোল্টছবি: AP

বোল্টের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান পেস স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকে তাকানোর জন্য পিঠের ইনজুরি থেকে সেরে উঠতে কিছুদিন বিশ্রাম নেওয়াটা তাঁর জন্য সবচেয়ে ভালো হবে৷'' তবে জুরিখ এবং ব্রাসেলস লিগে না নামতে পারায় খুব হতাশ ২৩ বছর বয়সি বোল্ট ৷

তিনি তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘‘জুরিখ এবং ব্রাসেলসের দু'টি শীর্ষ আসরে থাকতে পারবো না বলে আমি খুব হতাশ৷ তবে এই বছর কোন ঝুঁকি না নেওয়ায় ভালো বলে আমি মনে করি৷ কারণ ২০১১ এবং ২০১২ চ্যাম্পিয়নশিপের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর৷ তাই তখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারবো বলে আশা করি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ