1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

চলতি সপ্তাহে আবার নির্বাচিত হতে চলেছেন পুটিন

১১ মার্চ ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুটিন ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভোটারদের বিপুল সমর্থনের আশা করছেন৷ অ্যামেরিকায় ট্রাম্পের নির্বাচনের আশায় তিনি রাশিয়ার শক্তি আরো বাড়াতে বদ্ধপরিকর৷

মস্কোতে ফেডারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন
প্রেসিডেন্ট নির্বাচনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখার আয়োজন করেছেন ভ্লাদিমির পুটিনছবি: Evgenia Novozhenina/REUTERS

দুই বছরেরও বেশি সময় ধরে স্বঘোষিত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়েও ইউক্রেন পুরোপুরি দখল করতে পারেন নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ অন্যদিকে পশ্চিমা বিশ্বের বিশাল মদত সত্ত্বেও রুশ বাহিনীকে দেশছাড়া করতে পারে নি ইউক্রেন৷ মার্কিন সহায়তা থমকে যাবার কারণে রাশিয়া বর্তমানে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে৷ চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেন আরো চাপের মুখে পড়বে বলে পুটিন আশা করছেন৷ এমনই প্রেক্ষাপটে তিনি চলতি সপ্তাহে প্রেসি়ডেন্ট হিসেবে আরো ছয় বছরের জন্য নির্বাচিত হয়ে নিজের অবস্থান জোরালো করার উদ্যোগ নিচ্ছেন৷

১৫ থেকে ১৭ই মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা ধরে রাখার আয়োজন করেছেন ভ্লাদিমির পুটিন৷ এবারের নির্বাচনকে লোক দেখানো বৈধতা দিতে ক্রেমলিন-অনুমোদিত আরো তিন জন প্রার্থীর নাম তালিকায় রাখা হয়েছে বলে সমালোচকরা মনে করিয়ে দিচ্ছেন৷ পুটিন-বিরোধী প্রার্থী বরিস নাদেজদিন নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন পান নি৷ তা সত্ত্বেও বিরোধী ও নির্বাসিত রুশ নেতারা নানা ভাবে নির্বাচন প্রক্রিয়ায় পুটিনের বিরোধিতা প্রদর্শনের আশা করছেন৷

১৯৯৯ সাল থেকে তিনি মস্কোর ক্ষমতাকেন্দ্রের উপর নিজের ধারাবাহিক নিয়ন্ত্রণ অটুট রেখেছেন৷ চলতি সপ্তাহের ভোটে তাঁর জয় রাশিয়ার মানুষের ঐকবদ্ধ সমর্থন বিশ্বের কাছে স্পষ্ট করে দেবে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মন্তব্য করেন৷ উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে পুটিন ৭৭ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন৷ এবার জয়ের হার আরো বাড়ানোর লক্ষ্য স্থির করেছে ক্রেমলিন৷ এবারের নির্বাচনে ইউক্রেনে অধিকৃত ক্রাইমিয়া ও চারটি অঞ্চলের মানুষও ভোট দিতে পারবেন৷ রাশিয়া সেই সব অঞ্চলকে মানচিত্রে অন্তর্গত করেছে৷ পেসকভ রাশিয়ার গণতন্ত্রকে ‘সেরা' বলে দাবি করেন৷

 

মার্কিন কংগ্রেসে আটকে থাকা বিশাল সামরিক সহায়তার প্যাকেজ যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের দুর্বলতা আরো বাড়িয়ে দেওয়ায় সে দেশের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ তার উপর পোপ ফ্রান্সিস ইউক্রেনের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার আবেদন করায় আদতে পুটিনের আরো রাজনৈতিক সুবিধা হবে বলে অভিযোগ উঠছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নাম না উল্লেখ করেও পোপের সমালোচনা করেন৷ তিনি ইউক্রেনের প্রতিরোধের প্রতি ধর্মীয় নেতাদের প্রশংসা করে বলেন, ২,৫০০ কিলোমিটার দূরে বসে কেউ ‘ভারচুয়াল মেডিটেশন' করছেন৷ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোপের সমালোচনা করে লেখেন, পোপের পরামর্শ অনুযায়ী আত্মসমর্পনের সাদা পতাকা ওড়ানোর কোনো প্রশ্নই ওঠে না৷ ইউক্রেনের হলুদ ও নীল রংয়ের জাতীয় পতাকার ভিত্তিতেই মানুষের বাঁচা, মরা ও টিকে থাকার প্রয়াসের উল্লেখ করেন তিনি৷

 

এসবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ