1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলন্ত গাড়িতে আগুন!

১৪ নভেম্বর ২০১৮

ভারতের গুরুগ্রামে জ্বলন্ত একটি গাড়ির ফ্লাইওভারে ছুটে চলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

Frankreich | Unruhen in Nantes nach tödlichem Polizeieinsatz
ছবি: Getty Images/AFP/S. S. Gomis

দীপাবলি উপলক্ষে ভারতজুড়ে আলোর রোশনাই৷ কিন্তু উত্তর ভারতের গুরুগ্রামে একটু অন্যরকম আলো দেখতে পেলেন স্থানীয় মানুষ৷ শহরের একটি ফ্লাইওভারে ওঠার সময় গাড়িতে একটি অস্বাভাবিক আওয়াজ শোনেন চালক রাকেশ৷ অনেক চেষ্টার পরও যখন গাড়িটি থামছিল না, তখন একটুও দেরি না করে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন তিনি৷

কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড জোরে বিস্ফোরণের ফলে গাড়িতে আগুন ধরে যায়৷ তারপরও চলতে থাকে জ্বলন্ত গাড়িটি!

চালকবিহীন, আগুন লাগা এই ভূতুড়ে গাড়িটি ফ্লাইওভার দিয়ে চলতে চলতে একটি অটোরিক্সাকে ধাক্কা মারে৷ কিন্তু পুরো ঘটনায় কেউ আহত হবার কোনো খবর পাওয়া যায়নি৷

এই অদ্ভূত ঘটনাটির ভিডিও ইতিমধ্যে শেয়ার করা হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে৷ ফেসবুকে এই ভিডিওটি দেখা হয়েছে লক্ষাধিক বার৷

এছাড়া বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমেও উঠে এসেছে এই ভিডিওরখবর৷

এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ