1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলমান রোহিঙ্গা ইস্যুতে নোবেল জয়ী সু চি নীরব কেন?

২৯ মে ২০১৫

চলমান রোহিঙ্গা সংকট নিয়ে এখন পর্যন্ত মাত্র একবারই মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান সু চি৷ কিন্তু তাঁর কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা যেন একটু বেশিই ছিল৷

Aung San Suu Kyi Willy Brandt Preis 11.04.2014
ছবি: Getty Images

তাই তো আরেক নোবেল জয়ী তিব্বতের দলাই লামা সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যুতে সু চিকে আরেকটু সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন৷ এর আগে আরও দুবার সু চিকে তিনি এই বিষয়ে আহ্বান জানিয়েছিলেন বলে ‘দ্য অস্ট্রেলিয়ান' পত্রিকাকে বলেন দলাই লামা৷ ‘‘আমার সঙ্গে তাঁর (সু চি) দুবার দেখা হয়েছে৷ আমি এই সমস্যার (রোহিঙ্গা) কথা তাঁকে বলেছি৷ সে সময় তিনি আমাকে জানিয়েছেন, বিষয়টা এত সহজ নয়, জটিল,'' সাক্ষাৎকারে বলেন দলাই লামা৷ এরপরও অবশ্য দলাই লামা মনে করেন, সু চি আরও কিছু করতে পারেন৷ বার্তা সংস্থা এএফপি দলাই লামার সাক্ষাৎকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানে পর্যবেক্ষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নভেম্বরের নির্বাচনের আগে এ প্রসঙ্গে কথা বলতে সু চি হয়ত ভয় পাচ্ছেন৷ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপ-পরিচালক ফিল রবার্টসন টুইটারে খবরটি শেয়ার করে সু চিকে দলাই লামার পরামর্শ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন৷

সু চিকে নিয়ে প্রকাশ করা আরেকটি প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ১৯ মে সু চি ‘মিয়ানমার সরকারকে রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে হবে' বলে মন্তব্য করেছিলেন৷ চলমান রোহিঙ্গা সংকট নিয়ে এখন পর্যন্ত সু চির করা ওটাই একমাত্র মন্তব্য৷

এএফপির এই প্রতিবেদনটি টুইটারে শেয়ার করছেন অনেকে৷ এর মধ্যে একজন প্রতিক্রিয়াও জানিয়েছেন৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে রোহিঙ্গারা কেন মিয়ানমার ছাড়ছে সে বিষয়ে লেখা একটি ব্লগ শেয়ার করেছে৷ অ্যামনেস্টির কর্মকর্তারাই ব্লগটি লিখেছেন৷

এদিক, নুরুন নবী ফেসবুকে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা সহ জীবিকা নির্বাহের জন্য স্বাবলম্বী হয়ে ওঠার মতো স্বল্পমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন৷ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিতাড়িত হওয়া মুসলমানদের অন্য দেশ কীভাবে গ্রহণ করেছে তার কয়েকটি উদাহরণও তিনি উল্লেখ করেছেন তাঁর পোস্টে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ