1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলুন, মহাকাশে ঘুরতে যাওয়ার জন্য টাকা জমাই

২৭ সেপ্টেম্বর ২০১১

সামনেই লম্বা ছুটি৷ ভাবছেন, কোথায় যাওয়া যায়? পাহাড়, সাগর, নদী সবই তো দেখা শেষ৷ এবার চাইছেন নতুন কিছু দেখতে৷ আর সেটা যদি হয় মহাকাশ! হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ আর কদিন পর হয়তো আপনি মহাকাশে ছুটি কাটাতে যেতে পারবেন৷

২০১৬ সালে নাকি খুলবে এই মহাকাশ হোটেলছবি: Orbital Technologies

মহাকাশে বিজ্ঞানীদের গবেষণার স্থান আইএসএস'এ বেড়াতে গেছেন কেউ কেউ - এই খবর আমরা জানি৷ তবে এবার পর্যটকদের জন্য মহাকাশে আস্ত এক হোটেল বানানোর কথা জানালো রাশিয়ার একটি কোম্পানি, যেখানে আইএসএস'এর চেয়ে আরেকটু আরামে থাকতে পারবেন পর্যটকরা৷

মহাকাশে ভাসমান অর্বিটাল হোটেলছবি: Orbital Technologies

অর্বিটাল টেকনলজিস নামের এই কোম্পানিটি বলছে আর মাত্র পাঁচ বছরের মধ্যেই তারা মহাকাশে একটি হোটেল বানানোর পরিকল্পনা করছে৷ আর ২০৩০ সালের মধ্যে তারা পর্যটকদের মঙ্গলগ্রহে নিয়ে যেতে চাইছেন৷

ভবিষ্যতের এই হোটেল সম্পর্কে সম্প্রতি কিছুটা ধারণা দিয়েছে অর্বিটাল৷ জানা গেছে, মোট চারটি কেবিন থাকবে হোটেলে৷ তবে একসঙ্গে সর্বোচ্চ সাতজন থাকতে পারবে তাতে৷

হোটেলের জন্য পৃথিবী থেকেই খাবার তৈরি করে নেয়া হবে৷ মেন্যু হতে পারে এরকম - প্রথমে আলুর স্যুপ তারপর মাশরুম দিয়ে রান্না করা বাছুরের মাংস ও শিমের তরকারি এবং শেষে চিনির সিরাপে ভেজানো আলুবোখারা৷

রান্না করা এই খাবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করে পরিবেশন করা হবে৷ এছাড়া বরফ চা, মিনারেল ওয়াটার এবং ফলের জুস খেতে পারবেন পর্যটকরা৷ তবে অ্যালকোহল একেবারে নিষিদ্ধ৷

হোটেলের জানালা দিয়ে অসাধারণ এই দৃশ্য দেখা যাবেছবি: Orbital Technologies

হোটেলের অবস্থান হবে পৃথিবী থেকে ২১৭ মাইল উপরে৷ সেখানে যেতে-আসতে একেক জনের খরচ হবে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের মতো৷ আর পাঁচদিন থাকার জন্য খরচ হতে পারে ১ মিলিয়ন ডলারের মতো৷ অর্থাৎ সব মিলিয়ে বুঝতেই পারছেন একেক জন পর্যটকের পকেটে কী পরিমাণ টাকা থাকতে হবে৷ তবে পরবর্তীতে খরচের পরিমাণ কমতে পারে বলে আশ্বস্ত করেছেন অর্বিটাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা৷

হোটেল থেকে মহাকাশ দেখার জন্য থাকবে দূরবীন৷ বিজ্ঞানীরা বলছেন, প্রযুক্তিগত দিক বিবেচনা করলে অর্বিটাল কোম্পানি যে পরিকল্পনা করেছে সেটা ঠিক আছে৷ কিন্তু এর জন্য যে বিনিয়োগ দরকার সেটা পাওয়া যাবে কিনা সেটা ভেবে দেখতে হবে৷

বিজ্ঞানীরা যে রকেটে করে বর্তমানে আইএসএস'এ যায় সেই সোয়ুজে করেই পর্যটকদের হোটেলে নেয়া হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ