1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া

৩১ আগস্ট ২০১৮

ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ কি এ গানটিই গুনগুন করছিলেন? কিংবা ডেনিশ প্রধানমন্ত্রী লার্স লকে রাসমুসেন? কোপেনহেগেনের পথে পথে দু’জনেই ঘুরেছেন সাইকেল নিয়ে৷ ভিডিওটি স্বভাবতই ভাইরাল হয়ে গেছে৷

ছবি: Reuters/R. Scanpix

রাষ্ট্রীয় সফরে মাক্রোঁ গিয়েছিলেন ডেনমার্ক৷ বুধবার দুই শীর্ষ নেতা বের হন সাইকেল ভ্রমণে৷ লক্কে নিজেই সাইকেল চালাতে ভালোবাসেন৷ তিনি ফ্রেঞ্চ নেতাকে ঘুরিয়ে দেখান কোপেনহেগেন শহরের রাজপথ৷ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় তাঁদের এই সাইকেল ভ্রমণ৷  

মূলত শহরের ওয়াটার ফ্রন্ট এলাকা দেখানোই ছিল লকের উদ্দেশ্য৷ এর কারণ ট্যুর দ্য ফ্রঁস৷ আসলে বিশ্বের সবচেয়ে বড় এই সাইকেল রেসের উদ্বোধনী আয়োজন করতে চায় ডেনমার্ক৷ ২০২০ বা ২০২১ সালের যে কোনো একটির আয়োজক হিসেবে নিজেদের নাম প্রস্তাব করেছে তারা৷ সেই উপলক্ষ্যেই এই সাইকেল ভ্রমণ৷ মাক্রোঁর সফরসঙ্গীদের মধ্যে ট্যুর দ্য ফ্রঁসের কিস্তিয়াঁ পুইদমও ছিলেন৷ 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fcyclingembassy%2Fvideos%2F1610592095914407%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ভ্রমণ শেষে মাক্রোঁ ট্যুর দ্য ফ্রঁসের বিজয়ীদের আইকনিক হলুদ টিশার্ট উপহার দেন৷ এই টিশার্টটিতে অটোগ্রাফ দিয়েছেন বর্তমান ট্যুর চ্যাম্পিয়ন ওয়েলসের গেরাইন্ট থমাস৷ সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, আগামীতে ট্যুর দ্য ফ্রঁসের গ্র্যান্ড ট্যুরের একটি উদ্বোধনী পর্ব কোপেনহেগেনেই হতে যাচ্ছে৷ সাধারণত, ফ্রান্স বা বেলজিয়ামের ব্রাসেলসের বাইরে থেকে শুরু হয়ে তিন সপ্তাহ ধরে চলে এই প্রতিযোগিতা৷ শেষ হয় প্যারিসে৷ 

জেডএ/ডিজি (এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ